শুভব্রত মুখার্জি:- দু'বারের অস্ট্রেলিয়ান ওপেনের রানার্স আপ ড্যানিল মেদভেদেভ। দু'বার ফাইনালে পৌঁছেও শিরোপা জয় সম্ভব হয়নি তাঁর। তিরে এসে তরী ডুবেছিল। সেই রেকর্ড এবার বদলে দিতে মরিয়া তিনি। আর সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ফাইনালে। সেমিফাইনালের লড়াইয়ে তিনি হারিয়ে দিয়েছেন জার্মান তারকা আলেক্সজান্ডার জেরেভকে। ঘটনাচক্রে যিনি কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন এই মুহূর্তে টেনিস বিশ্বের নবীনতম তারকা তথা উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে। সেই জেরেভকে হারিয়েই ফাইনালে ইয়ানিক সিনারের মুখোমুখি ড্যানিল মেদভেদেভ। যিনি আবার ঘটনাচক্রে সেমিফাইনালে হারিয়ে দিয়েছেন নোভাক জকোভিচকে। ২১৯৫ দিন পর ৩৩ ম্যাচ জয়ের পরে অস্ট্রেলিয়ান ওপেনে হারের মুখ দেখেছেন নোভাক।
শুক্রবার রড লেভার এরিনায় জার্মান টেনিস তারকার সামনে বাস্তবের 'খলনায়ক' হয়ে গিয়েছেন রাশিয়ান তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল উঠেছেন মেডভেদেভ। ঘটনাচক্রে এটি রাশিয়ানের তৃতীয় অজি ওপেন ফাইনাল হতে চলেছে। ম্যাচে প্রথম দু'সেট জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন জেরেভ।সেখান থেকে দুরন্ত কামব্যাক করে ম্যাচ জিতেছেন রাশিয়ান। তাঁর কাছে হার মানতে হয়েছে জেরেভকে। শেষপর্যন্ত ৫-৭, ৩-৬, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৫), ৬-৩ ফলে হেরে টানা পঞ্চমবারের মতো গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন জেরেভ। প্রসঙ্গত এর আগে এটিপি টুরে ১৮ বার মুখোমুখি হয়েছিলেন জেরেভ এবং মেদভেদেভ।
শুক্রবারের আগে প্রথম সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ২২ বছরের সিনার অসম্ভবকে সম্ভব করেছেন। জেরেভ বিশ্বের দুই নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজকে হারিয়েছেন কোয়ার্টার ফাইনালে। প্রথম দুটি সেট জিতে তাঁর সেই ফর্ম বজায় রাখার ইঙ্গিত দিয়েছিলেন জেরেভ। চতুর্থ সেটের টাইব্রেকারের সময়ে একটা সুযোগ পেয়েছিলেন তিনি ম্যাচ জেতার। মেদভেদেভের ডাবল ফল্টের সুযোগে এগিয়ে গিয়েছিলেন ৫-৪ ফলে। তবে ওইখানেই শেষ। নিজের অভিজ্ঞতাকে এরপর কাজে লাগিয়ে জেরেভের বিরুদ্ধে ম্যাচে বাজিমাত করে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন মেদভেদেভ। তবে ম্যাচের মধ্যেই তাঁদের কিছুটা ঝামেলা হয়। নির্ধারিত সময়ের পর একটি পয়েন্টের জন্য চ্যালেঞ্জ করেন রাশিয়ান। তাতে চটে যান জার্মান তারকা। তিনি বলেন, 'নাটক করছে ফের'।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।