উড়ন্ত বাজ, সুপারম্যানের মতো বাছা বাছা বিশেষণগুলিও ফিকে মনে হবে। শুক্রবার ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের ব্র্যাডলি কুরি যেভাবে হ্যাম্পশায়ারের ব্যাটার বেনি হাওয়েলের ক্যাচ ধরেন, তাকে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ বলা ছাড়া উপায় নেই। বিশেষ করে এর আগে বাউন্ডারি লাইনে এভাবে কাউকে ক্যাচ নিতে দেখা গিয়েছে কিনা সন্দেহ।
হোভে ম্যাচের দ্বিতীয় ইনিংসে চোখে পড়ে ব্র্যাডলির এমন দুর্দান্ত ফিল্ডিং। ১৮.২ ওভারে টাইমাল মিলসের বল লেগ-সাইডে তুলে মারেন হাওয়েল। ডিপ মিডউইকেটে ফিল্ডিং করছিলেন ব্র্যাডলি। জোরালো শটে বল কার্যত মাঠের সমান্তরালে উড়ে যাচ্ছিল বাউন্ডারি লাইনের বাইরে। কুরি নিজের বাঁ-দিকে অনেকটা দৌড়ে যান। একটা সময় বলের নাগালে পৌঁছনো তাঁর পক্ষে নিতান্ত কঠিন দেখাচ্ছিল। চমকের শুরু ঠিক তখনই।
দ্রুত গতিতে দৌড়নোর মাঝেই ব্র্যাডলি নিজের শরীর ছুঁড়ে দেন শূন্যে। অন্তত ৭-৮ ফুট দূরে থাকা বল উড়ন্ত অবস্থাতেই তালুবন্দি করেন তিনি। তাও আবার একহাতে। যা দেখে ব্যাটসম্যানেরও বিশ্বাস হচ্ছিল না যে, কীভাবে এমন ক্যাচ ধরা যায়! শেষমেশ ১৪ বলে ২৫ রান করে হাওয়েলকে সে যাত্রায় আউট হয়ে মাঠ ছাড়তে হয়।
কুরি ম্যাচে অসাধারণ বলও করেন। তবে সাসেক্সের জয়ের পিছনে তাঁর এই ক্যাচের ভূমিকা ছিল সব থেকে বেশি। কেননা সেই মুহূর্তে ম্যাচ হ্যাম্পশায়ারের নাগালের মধ্যে ছিল। হাওয়েল ক্রিজে থাকলে হ্যাম্পশায়ার অনায়াসে ম্যাচ জিতে যেতে পারত। শেষম্যাচ জয়ের দোরগোড়ায় এসে থেমে যেতে হয় হ্যাম্পশায়ারকে। সাসেক্স ম্যাচ জেতে ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে।
ম্যাচে শুরুতে ব্যাট করে সাসেক্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করে। ওলি কার্টার ৬৪, রবি বোপারা ৩০, মাইকেল বার্গেস ২৬, ড্যানিয়েল ইব্রাহিম ১৮ ও হ্যারিসন ওয়ার্ড ১৬ রান করেন। হ্যাম্পশায়ারের হয়ে ২টি করে উইকেট নেন জন টার্নার ও বেনি হাওয়েল।
পালটা ব্যাট করতে নেমে হ্যাম্পশায়ার ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৭ রানে আটকে যায়। লিয়াম ডসন ৫৯, জো ওয়দারলি ৩৩, ক্রিস উড ১৫ ও ন্যাথন এলিস ১৫ রান করেন। ব্র্যাডলি কুরি ৪ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি উইকেট পকেটে পোরেন কার্ভেলাস। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সাসেক্সের ব্র্যাডলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।