সম্প্রতি ভারত সফর থেকে ফিরেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশান। বর্ডার-গাভাসকর ট্রফি ছাড়াও তিনি তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অজি দলের অংশ ছিলেন। ওডিআই সিরিজ অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জিতেছিল। আর টেস্ট সিরিজ ভারত একই ব্যবধানে জিতেছিল। এই সময়কাল মার্নাস ল্যাবুশানের জন্য স্মরণীয় ছিল। এই সিরিজের সময়, প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা রোহিত শর্মার পারফরমেন্সে মুগ্ধ করেছিল মার্নাস ল্যাবুশানকে। এখন যখন তাঁকে রোহিত শর্মা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন।
সোমবার, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশান একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেশন করেছিলেন। এই সময় তিনি টুইটারে অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু যখন তাঁকে রোহিত শর্মা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল অর্থাৎ রোহিত শর্মা সম্পর্কে এক কথায় বর্ণনা করতে বলা হয়েছিল, তখন ল্যাবুশান এর উত্তরে একটি সম্পূর্ণ বাক্য ব্যবহার করেছিলেন। রোহিত শর্মা সম্পর্কে তিনটি শব্দ ব্যবহার করে হিটম্যান সম্পর্কে কথা বলেছিলেন ল্যাবুশান। একজন ভক্ত রোহিত শর্মা সম্পর্কে ল্যাবুশানকে একটি কথা বলতে বলেছিলেন এবং তিনি বলেছিলেন, ‘একটা শব্দের বেশি, তাঁকে ব্যাট করতে দেখা চোখের তৃপ্তি। তাঁর ব্যাট দারুণ স্মুথ সুইং করে।’
আরও পড়ুন… ফের বাবরকে নিয়ে বিতর্কে জড়ালেন সাইমন ডুল! এবার কিউয়ির সঙ্গে লড়লেন আমির সোহেল
আরেক ভক্ত ল্যাবুশানকে কঠিন প্রশ্ন করেছিলেন। স্টিভ স্মিথ ছাড়া ফ্যাব ফোর থেকে তাঁর স্বপ্নের ব্যাটিং পার্টনার হিসেবে তিনি কাকে বেছে নেবেন। অর্থাৎ কার সঙ্গে তিনি ব্যাট করতে পছন্দ করবেন। ফ্যান জিজ্ঞাসা করলেন, ‘আপনি যদি স্মিথ ছাড়া ফ্যাব ফোরের একজনের সঙ্গে ব্যাট করার সুযোগ পান তবে সেটি কে হবে?’ এর জবাবে ল্যাবুশান বলেন, ‘তিনি হবেন বিরাট কোহলি। আমরা দৌড়ে দুটো করে রান নেব। কারণ কোহলির সঙ্গে তাঁর রানিং বিটুইন দ্য উইকেট ভালো হবে।’ ফ্যাব ফোর বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট এবং কেন উইলিয়ামসন নিয়ে গঠিত।
আরও পড়ুন… IPL 2023: অনুশীলন ছেড়ে স্টেডিয়ামের চেয়ার রঙ করছেন ধোনি!
চার টেস্ট ম্যাচে মোট ২৪৪ রান করেছেন ল্যাবুশান। এই প্রক্রিয়ায়, ডানহাতি ব্যাটসম্যান আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তার শীর্ষস্থান শক্তিশালী করেছেন। তিনি স্টিভ স্মিথ ছাড়া অন্য কারোর সঙ্গে ব্যাট করতে পছন্দ করবেন কিনা জানতে চাইলে বিরাট কোহলির নাম উল্লেখ করেছেন মার্নাস ল্যাবুশান। আর বিশ্বের সেরা স্পিনার কে জিজ্ঞেস করা হলে, চমকপ্রদ ভাবে রবিচন্দ্রন অশ্বিনের নাম নিয়েছেন তিনি। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বলেছেন তাঁর নজরে সেরা হলেন এই সিনিয়র অফ-স্পিনার। সদ্য সমাপ্ত BGT-2023 সিরিজে সেটা প্রমাণ হয়েছে। এছাড়াও ভক্তেরা জানতে চেয়েছিলেন সূর্যকুমার যাদব নাকি মহম্মজদ রিজওয়ান, টি টোয়েন্টিতে সেরা কে? এর উত্তরে সূর্যকুমার যাদবের নাম নিতে বেশি ভাবেননি মার্নাস ল্যাবুশান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।