চলতি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন কপিল দেব। তিনি জানিয়েছেন যে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটা। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ছিলেন তাঁর যুগের অন্যতম সেরা অলরাউন্ডার। সেই কপিল দেব বিশ্বাস করেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাফল্য নির্ভর করে দলে উপস্থিত অলরাউন্ডারের সংখ্যার উপর। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কতটুকু, তাও জানিয়েছেন কপিল দেব।
আসলে রোহিত শর্মার দল নিয়ে বেশি ভরসাই করতে পারছেন না কপিল দেব। তাঁর মতে ভারত সেরা চারে উঠতে পারে কিনা সেটাতেই থাকবে অনেক প্রশ্ন। কেন এমন বলছেন কপিল দেব? এই প্রশ্ন উঠতেই ভারতীয় দলের অলরাউন্ডার প্রসঙ্গ তুলে ধরেন, ভারতের এক সময়ের সেরা অলরাউন্ডার কপিল দেব।
লখনউতে একটি প্রচারমূলক অনুষ্ঠানের ফাঁকে কপিল দেব বলেছেন, ‘আপনি দলে এমন একজন অলরাউন্ডার চান, যে শুধু বিশ্বকাপেই নয়, অন্যান্য ম্যাচ বা ইভেন্টেও ম্যাচ জিততে পারে। হার্দিক পান্ডিয়ার মতো একজন ক্রিকেটারা ভারতের জন্য খুবই উপকারী। অলরাউন্ডাররা যে কোন দলের মূল খেলোয়াড় এবং তারা দলের শক্তি হয়ে ওঠে।’
কপিল দেব আরও বলেন, ‘হার্দিকের মতো একজন অলরাউন্ডার অধিনায়ক রোহিত শর্মাকে ম্যাচে ষষ্ঠ বোলার ব্যবহার করার স্বাধীনতা দেয়। তিনি একজন ভালো ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডারও। রবীন্দ্র জাদেজাও ভারতের জন্য একজন দুর্দান্ত অলরাউন্ডার। এমনকি আমাদের সময়ে, ভারতীয় দলে আমাদের অনেক অলরাউন্ডার ছিল।’
কপিল দেবের মতে বর্তমান ভারতীয় দলে সেই মাপের অলরাউন্ডারই নেই। সেই কারণেই এবারে বিশ্বকাপে ভারতের জয়ের সম্ভাবনাও খুব একটা নেই বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কপিল এখন ভারতের সেমিফাইনালে ওটার দিকে তাকিয়ে রয়েছেন।
টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যে দল একটি ম্যাচ জিতেছে তারা পরের ম্যাচে হারতে পারে। ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলা খুব কঠিন। মূল বিষয় হল সে কি পারবে? শীর্ষ চারে জায়গা করে নিতে? আমি তাদের শীর্ষ চারে জায়গা করে নেওয়া নিয়ে চিন্তিত রয়েছি। শীর্ষ চারে ওঠার পরেই আমরা কিছু বলতে পারব। ভারতের শীর্ষ (শেষ) চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আমার পক্ষে মাত্র ৩০%।’