উমরান মালিক সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁর পারফরম্যান্সের জন্য প্রশংসিত হচ্ছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই তরুণ পেসার দুর্দান্ত ফর্মে ছিলেন। এই সিরিজে তিনি প্রথম দু'টি ম্যাচ খেলেছিলেন। প্রথম ওডিআইতে উমরান আট ওভারে তিনটি উইকেট নিয়েছিলেন। ম্যাচটি ভারত গুয়াহাটিতে ৬৭ রানে জিতেছিল। সেই ম্যাচে বিরাট কোহলিও ৮৭ বলে ১১৩ রান করেছিলেন।
দ্বিতীয় ওডিআইতে ২৩ বছরের তারকা সাত ওভারে দু'টি উইকেট নেন। আর ভারত কলকাতাযর ইডেনে চার উইকেটে বড় জয় পেয়েছিল। শেষ ওডিআই-তে উমরান প্রথম একাদশে ছিলেন না। যে ম্যাচে ভারত আবার ৩১৭ রানে জিতেছিল। ধারাবাহিক ভাবে ১৫০-এর বেশি গতিতে বল করে চলেছেন উমরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াডেও তিনি জায়গা করে নিয়েছেন। বুধবার হায়দরাবাদে ওডিআই সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে এবং সুযোগ পেলে উমরান তার গতি ধরে রেখে সেরাটা দেওয়ার আশা করছেন। জম্মু ও কাশ্মীরের পেসার এই বছরের ওডিআই বিশ্বকাপের দলেও জায়গা করে নিতে পারেন, যদি তিনি তাঁর পারফরম্যান্সের ধার বজায় রাখতে পারেন।
আরও পড়ুন: নিজের মত প্রকাশেরও স্বাধীনতা দেওয়া দরকার- সরফরাজকে বাদ দেওয়া প্রসঙ্গে রাহানে
সম্প্রতি নিউজ ২৪ স্পোর্টসের সঙ্গে কথোপকথনের সময়, উমরানকে নিয়ে ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ উচ্ছ্বসিত এবং শোয়েব আখতারের গতির রেকর্ড ভাঙার বিষয়ে কিছু পরামর্শও তিনি দিয়েছেন। ভরত অরুণের দাবি, ‘উমরান মালিক ভারতের জন্য একটি দুর্দান্ত আবিষ্কার। এমন কেউ যিনি ধারাবাহিক ভাবে ১৫০-এর বেশি গতিতে বোলিং করে চলেছে। তিনি ভারতের জন্য একটি বিশাল প্রতিভা এবং আমাদের এই প্রতিভা লালন করা দরকার। ভবিষ্যতে ওকে ভারতের জন্য খুব ভালো বোলার হিসাবে গড়ে তোলার বিকল্প আমাদের কাছে রয়েছে।’
আরও পড়ুন: টুইটারে ফাঁস বাবরের ভিডিয়ো, ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানিতে রুষ্ট অনেকে
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘জোরে বোলিংয়ের জন্য, শারীরিক ফিটনেস এবং দক্ষতা ৫০-৫০ প্রয়োজন। নিজের সামর্থ্যকে সর্বাধিক পর্যায়ে নিয়ে যেতে এই দুই বিষয়ের উপর ওকে কাজ করতে হবে। পাশাপাশি ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ও যদি নিজের অ্যাকশনের উপর কাজ করে, তবে ওর লাইন এবং লেন্থ আরও ভালো হবে এবং গতিও বাড়বে। গতি বাড়ানোর জন্য ড্রিলগুলি সহায়ক হতে পারে এবং কাজের চাপ পর্যবেক্ষণ করাও গুরুত্বপূর্ণ।’
ভরত অরুণের কাছে জানতে চাওয়া হয়েছিল, শোয়ব আখতারের প্রতি ঘণ্টা ১৬১কিমি গতিতে বল করার রেকর্ড উমরান ভাঙতে পারবেন কিনা, তখন তিনি বলেন, ‘কেউ যদি ১২৫ গতিতে বল করে, তবে সেটাকে ১৫০ করা যায় না।কেউ ১৩৫ গতিতে বল করলে, সেটা ১৪০ করতে পারে। কেউ ১৪০-এ বল করলে, সেটা ১৪৫ করতে পারে। কিন্তু খুব বেশি বাড়নো যায় না। যে কোনও বোলার সহজেই ৫ কিমি প্রতি ঘণ্টায় গতি বাড়াতে পারে।’