বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare: ৩০৯ রান তুলেও জিততে পারল না উত্তরপ্রদেশ, আর্সনাল ও ভাগমেন্দর জেতালেন চণ্ডীগড়কে

Vijay Hazare: ৩০৯ রান তুলেও জিততে পারল না উত্তরপ্রদেশ, আর্সনাল ও ভাগমেন্দর জেতালেন চণ্ডীগড়কে

জিততে পারল না উত্তরপ্রদেশ (BCCI)

এদিন প্রথমে ব্যাট করে উত্তরপ্রদেশ ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রান করতে সমর্থ হয়। তাঁদের হয়ে ওপেনার মানব কৌশিক এদিন ১৩৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ১৩৮ বলে ১৩৪ রান করেন তিনি।

শুভব্রত মুখার্জি: বিজয় হাজারে ট্রফিতে শনিবার দিনের শেষ ম্যাচে টানটান উত্তেজনার সাক্ষী থাকল সমর্থকরা। ম্যাচের একেবারে শেষ বলে এসে ফয়সালা হল ম্যাচের। ম্যাচের শেষ বলে এসে শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিল চন্ডীগড়। ম্যাচে পাঁচ উইকেটে তাঁরা হারাল উত্তরপ্রদেশ দলকে। এদিন একটা সময় ম্যাচে ১৩ বলে ১০ রান বাকি ছিল। সেই জায়গা থেকে কার্তিক ত্যাগী এবং আকিব খানের দুরন্ত বোলিংয়ে ম্যাচ একেবারে শেষ বল পর্যন্ত টেনে নিয়ে যায় উত্তরপ্রদেশ। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচে পাঁচ উইকেটে হারতে হয় কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের উত্তরপ্রদেশকে।

এদিন প্রথমে ব্যাট করে উত্তরপ্রদেশ ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রান করতে সমর্থ হয়। তাঁদের হয়ে ওপেনার মানব কৌশিক এদিন ১৩৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ১৩৮ বলে ১৩৪ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩ টি চার এবং তিনটি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দেন অপর ওপেনার আরিয়ান জুয়েল। তিনি ৯২ বলে ৭৫ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং একটি ছয়ে। প্রথম উইকেট জুটিতে ওঠে ১৫৪ রান। শেষ দিকে কেকেআরের হয়ে খেলা তারকা ব্যাটার রিঙ্কু সিং একটি মারকাটারি ইনিংস খেলেন। ৪০ বলে ৭৩ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৪টি ছয়ে। তাঁর ইনিংসে ভর করেই ৩০৯ রানের বড় একটি স্কোর করে উত্তরপ্রদেশ। চন্ডীগড়ের হয়ে সন্দীপ শর্মা ৬৬ রান দিয়ে তিন উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে চন্ডীগড়ের ওপেনার আরসালান খানও অনবদ্য একটি ইনিংস খেলেন। তিনি ১৪৪ বলে ১৪১ রান করেন। তাঁর ইনিংসে তিনি হাঁকান ৭টি চার এবং ৪টি ছয়। অপর ওপেনার মানান ভোরা ৩৬ রান করেন। প্রথম উইকেটে ৬৭ রান যোগ হয়। এরপর মিডল অর্ডারে তাঁদের ইনিংসের হাল ধরেন ভাগমেন্দার লাথের। ১০৫ বলে তিনি শতরানের একটি ইনিংস খেলে আউট হন। জোড়া শতরানে ম্যাচ একেবারে শেষ পর্যায়ে টেনে নিয়ে যায় চন্ডীগড়। আরসালান খান ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করেন। উত্তরপ্রদেশের হয়ে কার্তিক ত্যাগী এবং আকিব খান দুজনেই দুটি করে উইকেট নেন।

বন্ধ করুন