রয়্যাল লন্ডন কাপে দুর্দান্ত ছন্দ ধরে রাখলেন চেতেশ্বর পূজারা। শুক্রবার সমারসেটের বিরুদ্ধে ৬৬ রান করেন ভারতীয় তারকা। সবমিলিয়ে এবারের ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটের সাত ম্যাচে ৪৮২ রান করেছেন। গড় ৯৬.৪।
শুক্রবার টনটনে পূজারার সাসেক্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সমারসেটের অধিনায়ক ম্যাট রেনশো। শুরুটা দুর্দান্ত করে সমারসেট। তৃতীয় ওভারে আউট হয়ে যান সাসেক্সের ওপেনার ড্যানিয়েল ইব্রাহিম। তারপর সাসেক্সের ইনিংস টানতে থাকেন ওপেনার আলি ওর এবং টম ক্লার্ক। তবে ক্লার্ক বেশিক্ষণ টেকেননি। ৮.২ ওভারে ক্লাক আউট হওয়ার সময় সাসেক্সের স্কোর ছিল দুই উইকেটে ৬১ রান। তারপর থেকে সমারসেটের উপর ছড়ি ঘোরাতে শুরু করে সাসেক্স।
চার নম্বরে নামেন পূজারা। আলির সঙ্গে সাসেক্সকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। তারইমধ্যে শতরান পূরণ করেন আলি। পূজারা নিজে ৫০ অর্ধশতরান করেন। শেষপর্যন্ত ব্যক্তিগত ৬৬ রানের মাথায় আউট হয়ে যান সাসেক্সের অধিনায়ক পূজারা। আলির সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ১৪০ রান।
পূজারা আউট হলেও থামেননি আলি। ১৬১ বলে ২০৬ রান করেন। ৫০ তম ওভারে আউট হন। তাঁর সেই ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৯৭ রান তোলে সাসেক্স। ২৩ বলে অপরাজিত ৫৪ রান করেন ডেলরে রাউলিনস। দু'জন ছাড়া সমারসেটের কোনও বোলারই রক্ষা পাননি। লুইস গোল্ডসওর্দি নামের সঙ্গে সাযুজ্য করে ভালো বল করেন। সাত ওভারে মাত্র ৩২ রান দেন। ১০ ওভারে ৫৩ রান দেন সমারসেট অধিনায়ক রেনশো।
আরও পড়ুন: Umesh Yadav: ছয় মাস পরপর খেললে বুমরাহ বা ভুবির মতো বল করব কীভাবে, বিস্ফোরক উমেশ
শুক্রবার রয়্যাল লন্ডন কাপে বাকি ভারতীয়দের পারফরম্যান্স
- ইয়র্কশায়ারের বিরুদ্ধে ছয় ওভারের ৪৭ রান দিয়ে এক উইকেট নেন কেন্টের নভদীপ সাইনি। ছ'টি চার এবং একটি ছক্কা হজম করেন।
- ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ১০ ওভারে ৪১ রান দিয়ে এক উইকেট নেন মিডলসেক্সের উমেশ যাদব। চারটি চার খেয়েছেন। ডট বল করেছেন ৩৭ টি। একটি ওয়াইড এবং দুটি নো বল করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।