বাংলা নিউজ > ময়দান > French Open 2024: অলিম্পিক্সের 'টেস্ট' ভেন্যুতে মাত্র ৩৬ মিনিটে ফ্রেঞ্চ ওপেন জয় সাত্ত্বিক-চিরাগদের

French Open 2024: অলিম্পিক্সের 'টেস্ট' ভেন্যুতে মাত্র ৩৬ মিনিটে ফ্রেঞ্চ ওপেন জয় সাত্ত্বিক-চিরাগদের

উচ্ছ্বাস সাত্ত্বিক-চিরাগদের (ছবি সৌজন্যে BAI Media)

সামনেই রয়েছে প্যারিস অলিম্পিক গেমসের আসর। তার আগে বেশ ভালো ফর্মে রয়েছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। আর রবিবারেই জুটিতে ফের একবার কামাল করলেন তাঁরা। জিতে নিলেন ফরাসি ওপেনের খেতাব।

শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে ভারত তো বটেই বিশ্ব ব্যাডমিন্টনেরও অন্যতম সেরা দুই তারকা হলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ভারতীয় এই জুটি শেষ কয়েক বছরে দুরন্ত ফর্মে রয়েছেন। তাঁদের হাত ধরেই শেষ এশিয়ান গেমসে ভারত প্রথমবার ব্যাডমিন্টনে সোনা‌ জিতেছে। সামনেই রয়েছে প্যারিস অলিম্পিক গেমসের আসর। তার আগে বেশ ভালো ফর্মে রয়েছেন এই জুটি। আর রবিবারেই জুটিতে ফের একবার কামাল করলেন তাঁরা। জিতে নিলেন ফরাসি ওপেনের খেতাব। ভারতীয় তারকা শাটলার জুটির এটি দ্বিতীয় ফরাসি ওপেনের খেতাব জয়। দুর্দান্ত ফর্মে ছিলেন তাঁরা। বিপক্ষকে স্ট্রেট গেমে একেবারে উড়িয়ে দিয়েছেন তাঁরা। ৩৫ মিনিটে জিতেছেন।

ফাইনালে ভারতীয় জুটি মুখোমুখি হয়েছিল চাইনিজ তাইপের লি-জে-হুই এবং ইয়াঙ্গ-পো-সুয়ানের। রবিবাসরীয় ফাইনালে চাইনিজ তাইপের এই জুটিকে ভারতীয় জুটি হারিয়ে দিল ২১-১১,২১-১৭ ফলে। আর এর ফলে স্ট্রেট গেমে ভারতীয় শাটলার জুটি জিতে নিল প্যারিসে আয়োজিত বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৭৫০-র ট্রফি। এটি তাদের দ্বিতীয় সুপার ৭৫০ সিরিজ জয়। প্যারিসে এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন তাঁরা। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির এটি অষ্টম বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব। প্যারিসে তাঁরা শিরোপা জিততে একটি গেমও হারাননি কোনও ম্যাচে। অলিম্পিক গেমসের আগে যা নিঃসন্দেহে সুখবর ভারতীয় সমর্থকদের জন্য।

পোর্টে ডেলা চ্যাপেলেতে বিশ্ব ক্রমতালিকায় ১৬ নম্বরে থাকা চাইনিজ তাইপের জুটি ভারতীয় জুটির বিরুদ্ধে কোনরকম কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।ফলে চলতি বছরে তাদের প্রথম খেতাব জিততে খুব একটা বেগ পেতে হয়নি চিরাগদের। উল্লেখ্য ২০২২ সালে ভারতীয় জুটি প্রথমবার এই ফরাসি ওপেনের খেতাব জিতেছিল। এর আগে তাঁরা ২০১৯ সালে ফাইনালে উঠলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট ছিল। এদিন ম্যাচে ভারতীয় জুটি তাদের উচ্চতাকে নেট প্লেতে খুব ভালোভাবে কাজে লাগান। এছাড়াও একের পর এক শক্তিশালী স্ম্যাশে ঘায়েল করেন চাইনিজ তাইপের প্রতিপক্ষকে। ফাইনালের শুরু থেকেই এগিয়ে যায় ভারতীয় জুটি। এরপর আর তাদের পিছনে ফিরে তাকতে হয়নি। প্রসঙ্গত গত বছর ভারতীয় জুটি সুইস ওপেন, ইন্দোনেশিয়া ওপেন এবং কোরিয়া ওপেনের খেতাব জিতেছিল। এরপর মালয়েশিয়া ওপেন এবং ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হারতে হয়েছিল তাঁদের। সেই হতাশা কাটিয়ে উঠে এবার ফরাসি ওপেনের খেতাব জিতে নিল ভারতীয় দল। প্যারিস অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে যে ক্রমতালিকা দেখা হবে তাতে এই জয় ভারতীয় জুটির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ফাইনালে হারের পরে চাইনিজ তাইপের প্রতিপক্ষ জানিয়েছেন, 'ভারতীয় জুটি আক্রমণাত্মক খেলেছে। প্রথম থেকেই আক্রমণ করেছে আমাদেরকে। আমরা সেটা আজকে কাউন্টার করতে পারিনি। আমাদের আরো উন্নতি করতে হবে। ধারাবাহিক পারফরম্যান্স করতে হবে। আমাদের গতি আরও বাড়াতে হবে। তবে ফাইনালে ওঠা ও কম বড় পারফরম্যান্স নয়।'

এদিন ফাইনাল জিতে রীতিমতো নেচে উদযাপন করতে দেখা যায় ভারতীয় জুটিকে। সেই নিয়ে বলতে গিয়ে তাঁরা জানিয়েছেন, ‘থমাস কাপ জয় দিয়ে আমাদের অভিযান শুরু হয়। তারপর এটা(জয়টা) আমরা অভ্যেসে পরিণত করেছি। এটা আমাদের পরপর তৃতীয় ফাইনাল ছিল। সবসময়ে জয়ের লক্ষ্যেই খেলতে নামি। আমাদের লক্ষ্য হল ভালো পারফরম্যান্স করা। খুব একটা ভেবে আমরা খেলতে নামি না। কোর্টে নেমে নিজেদের খেলাটা আমরা উপভোগ করতে চাই।বিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করি।যাতে করে আমাদের বিরুদ্ধে তাদের পয়েন্টটা অর্জন করতে হয় লড়াই করে। লড়াই করে যাতে তাদের ম্যাচ জিততে হয় সেই চেষ্টাই আমরা করি। নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেওয়াই আমাদের লক্ষ্য থাকে।আমরা সেই আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামি। আমরা সেমিফাইনাল পর্যন্ত উপভোগ করেই খেলেছি। ফাইনালে আমরা আরো উপভোগ করতে চেয়েছি। আর আজ কোর্টে নেমে সেটাই করেছি।এতেই আমরা ছন্দ পাই। আর একবার ছন্দ পেয়ে যাওয়ার পরে আমাদের কাছে বিষয়টা অনেকটাই সহজ হয়ে যায়।’

সেইসঙ্গে তাঁরা বলেন, '২০২১ সালে আমরা এই চাইনিজ তাইপের প্রতিপক্ষের বিরুদ্ধে শেষবার খেলেছি। ওদেরও সময়টা বেশ ভালো গিয়েছে। ফাইনালে আসার পথে ওরাও চাইনিজ জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছিল। ফলে আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। ওদেরকে হালকাভাবে নেওয়া যাবে না জানতাম। প্রথম গেমটা পাওয়ার পরেই ম্যাচের নিয়ন্ত্রণ আমরা নিয়ে নিই। ওদের স্ম্যাশেও যথেষ্ট জোর রয়েছে।তবে আজকে আমাদের শক্তিশালী স্ম্যাশ ওদেরকে নড়িয়ে দেয়।চাইনিজ শাটলার খুব কঠিন খেলে।তবে সবটাই মানসিক। জোরে মার বা আসতে মার, শেষপর্যন্ত কিন্তু এক পয়েন্ট পাবে। অলিম্পিক গেমসের টেস্ট ভেন্যুতে এই শিরোপা জিতে আরও ভালো লাগছে। এখনও অলিম্পিকের ছয় মাস বাকি।তবে এই কোর্টে জিততে পেরে খুব ভালো লাগছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাবা কৃষক, মা আশাকর্মী, দিল্লি জয় করল মধুমেহ নিয়ে বঙ্গপুত্রের হোমিওপ্যাথি গবেষণা সোনার সংসারে সারেগামাপার অঙ্কনা-আরাত্রিকা-সাঁই! আছেন বিজেতাও, কেমন ছিল সবার সাজ? ফিরছেন শামি-জাদেজা, বাংলাদেশ ম্যাচে থাকছেন না KKR তারকা! ভারতের সম্ভাব্য একাদশ ভারত-বাংলাদেশের মধ্যে ‘নাক গলাবে’ চিন? ঢাকা থেকে শোনা গেল বেজিংয়ের মনের কথা কুম্ভ, ধনু সহ একঝাঁক রাশির কপাল খুলতে পারে শনি, রাহুর কৃপায়! কবে থেকে ভালো সময়? জানা গেল ট্যাংরায় নিহতদের নাম, ক্রমশ জোরাল হচ্ছে খুনের তত্ত্ব ‘মোদীর BFF আদানি’র বিরুদ্ধে তদন্তে ভারতের সাহায্য চায় US, ‘মজা পেলেন’ মহুয়া এখনই অবসর নয়, ছেলের সঙ্গে আফগানিস্তানের জাতীয় দলে খেলার স্বপ্ন নবির! সঙ্গমে প্রদীপ ভাসানো, মহাকুম্ভে ‘হর হর মহাদেব’-এ নাচ, ভক্তিতে মজলেন অপরাজিতা শিবরাত্রির উপবাসে রাঁধুন সুস্বাদু সাবুদানা খিচুড়ি, দেখে নিন রেসিপি

IPL 2025 News in Bangla

ওরা টানা তিন বছর শুধু ম্যাগি খেয়েছিল… নীতা আম্বানির গলায় পান্ডিয়া ভাইদের গল্প ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.