ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টি অভিষেকে প্রথম বলেই উইকেট তুলে নিলেন নভদীপ সাইনি। অন্যদিকে কেন্টের হয়ে কাউন্টির টানা তৃতীয় ইনিংসে একজোড়া উইকেট তুলে নেন আর্শদীপ সিং। রবিবার কাউন্টি ক্রিকেটে দুই ভারতীয় পেসার সংক্ষিপ্ত সুযোগেই নজরকাড়া বোলিং করেন।
নিউ রোড কাউন্টি গ্রাউন্ডে ওরচেস্টার লড়াইয়ে নামে ডার্বিশায়ারের বিরুদ্ধে। এই ম্যাচে ওরচেস্টারের হয়ে কাউন্টি অভিষেক হয় ভারতীয় পেসার নভদীপ সাইনির। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওরচেষ্টার। যদিও তারা প্রথম দিনেই ২৩৭ রানে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন জ্যাক লিবি দলের হয়ে সব থেকে বেশি ৭৮ রান করেন। সাইনি ১১ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত থাকেন। যদিও ১৩টি বল খেলেও কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি।
পালটা ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ডার্বিশায়ার ২ উইকেট হারিয়ে ৩২ রান তোলে। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবার বল করতে আসেন নভদীপ। তিনি প্রথম বলেই বোল্ড করেন ডার্বির ওপেনার হ্যারি কেমকে। প্রথম দিনে ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ ১২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন সাইনি।
অন্যদিকে নর্দাম্পটন কাউন্টি গ্রাউন্ডে নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে লড়াইয়ে নামে কেন্ট। আর্শদীপ সিংয়ের কেন্টের জার্সিতে এটি দ্বিতীয় কাউন্টি ম্যাচ। সারের বিরুদ্ধে কাউন্টি অভিষেকে আর্শদীপ দুই ইনিংসেই ২টি করে উইকেট দখল করেন। এবার নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধেও প্রথম ইনিংসে একজোড়া উইকেট দখল করেন তিনি।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নর্দাম্পটনশায়ার। তারা প্রথম ইনিংসে ২৩৭ রানে অল-আউট হয়ে যায়। রব কেওগ ৯৭ রান করে সাজঘরে ফেরেন। স্যাম হোয়াইটম্যান ৪০ ও টম টেলর ৩৫ রান করেন। ম্যাচে একেবারে প্রথম ওভারেই বল করতে আসেন আর্শদীপ। তিনি একে একে সাজঘরে ফেরান এমিলিও গে ও ক্যাপ্টেন লিউক প্রক্টারকে।
আর্শদীপ প্রথম ইনিংসে সাকুল্যে ১৫ ওভার বল করেন। ১টি মেডেন-সহ ৫৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি। ওয়েস এগর কেন্টের হয়ে একাই ৫টি উইকেট দখল করেন। এছাড়া ৩টি উইকেট পকেটে পোরেন হামিদউল্লাহ কাদরি।
জবাবে ব্যাট করতে নেমে কেন্ট প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১১০ রান সংগ্রহ করে। তাওয়ান্দা ৫৮ রানে নট-আউট থাকেন। ৪৮ রান করে অপরাজিত থাকেন ড্যানিয়েল বেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।