শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটে বিশেষ করে সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেটে অন্যতম তারকা সুরেশ রায়না। দীর্ঘদিন হল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। তবে ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা অটুট। এখনও সময় পেলেই নেমে পড়েন ২২ গজে। ভারতীয় সিনিয়র দলে যখন খেলেছেন তখন ব্যাটিং বা বোলিং করার পাশাপাশি ফিল্ডিংটাও বেশ ভালো করতেন তিনি। আর সেই কারণেই নিজেকে ফিট রাখতে লড়াই করতে হত তাঁকে। দীর্ঘক্ষণ জিমে সময় কাটাতেন নিজেকে ফিট রাখতে। সেই অভ্যাস এখনও যায়নি তাঁর। তবে এবার আধুনিক কোন জিমে নয় তাঁকে গা ঘামাতে দেখা গেল দেশীয় পদ্ধতিতে। আর সেই ওয়ার্কআউটের ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন তিনি।
ভারতের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন তিনি। ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্সের পাশাপাশি আইপিএলেও বেশ ভালো পারফরম্যান্স ছিল তাঁর। চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকের ইতিহাসে অন্যতম কিংবদন্তি ক্রিকেটার তিনি। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরে এখন মন দিয়ে ব্যবসা বানিজ্যও চালাচ্ছেন তিনি। কয়েকমাস আগেই নেদারল্যান্ডসের আমস্টারডামে খুলেছেন নিজের রেস্তোরাঁ। নাম দিয়েছেন 'রায়না'। মেনুতে রয়েছে ভারতীয় খাবার দাবারের সম্ভার। আমস্টারডামে রেস্তোরাঁর ব্যবসা শুরু করার পরে কিছুদিন আগেই ভারতে ফিরেছেন তিনি।
প্রাক্তন গুজরাট লায়ন্স অধিনায়ক ভারতে এই মুহূর্তে উপভোগ করেই কাটাচ্ছেন তাঁর সময়। সম্প্রতি তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর শরীরচর্চার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। যেখানে দেশীয় পদ্ধতিতে ওয়ার্কআউট করতে দেখা গিয়েছে তাঁকে। অনুশীলনের মাঝেই এই পদ্ধতিতে নিজের শরীরচর্চা সেরেছেন তিনি। তাঁর দেশীয় পদ্ধতিতে ওয়ার্কআউটের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে তাঁকে দেখা গিয়েছে হাফ প্যান্ট এবং টি-শার্ট পরে ওয়ার্কআউট করতে। তাঁর গায়ে ছিল কালো রঙের একটি প্যান্ট এবং ডোরা কাটা একটি টি-শার্ট পরে থাকতে। হাতে মুগুরের মতন একটি কাঠের জিনিস নিয়ে মাথার উপর দিয়ে ঘুরিয়ে শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।