কমনওয়েলথ গেমসের প্রথম দিনে ভারত ৯টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। শুরুতেই ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম দিনেই অভিযান শুরু করবে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম গ্রুপ ম্যাচে হরমনপ্রীত কউরদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
এছাড়া বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম দিনে ভারত লড়াই চালাবে হকি, বক্সিং, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রায়াথ্লন, সাঁতার ও লন বলে। ভারতের মহিলা হকি দলের প্রথম প্রতিপক্ষ ঘানা।
প্রথম দিনে ভারতের সূচি:-
লন বল:-
পেয়ারস: সুনীল বাহাদুর, মৃদুল বড়গোহাঁই।
মেনস ট্রিপলস: দীনেশ কুমার, নভনীত সিং, চন্দন সিং।
ওমেনস সিঙ্গলস: নয়নমনি সাইকিয়া।
ওমেনস ফোরস: রূপা তিরকে, তানিয়া চৌধুরী, লাভলি চৌবে, পিঙ্কি/নয়নমনি সাইকিয়া।
টেবিল টেনিস:-
মেনস টিম কোয়ালিফায়ার্স: হরমিত দেশাই, সানিল শেট্টি, শরথ কমল, জি সাথিয়ান।
ওমেনস টিম কোয়ালিফায়ার্স: দিয়া চিতালে, মনিকা বাত্রা, রীথ টেনিসন, শ্রীজা আকুলা।
আরও পড়ুন:- সিন্ধু থেকে চানু- এই ১০-এর কাছে CWG 2022 থেকে সোনার প্রত্যাশা ভারতের
সাঁতার:-
৪০০ মিটার ফ্রি-স্টাইল: কুশাগ্র রাওয়াত।
১০০ মিটার ব্যাকস্ট্রোক: শ্রীহরি নটরাজ।
১০০ মিটার ব্যাকস্ট্রোক এস-৯: আশিষ কুমার।
৫০ মিটার বাটারফ্লাই: সজন প্রকাশ।
ক্রিকেট:-
গ্রুপ ম্যাচ: ভারত বনাম অস্ট্রেলিয়া।
ট্রায়াথ্লন:-
মেনস: আদর্শ এমএস, বিশ্বনাথ যাদব।
ওমেনস: সঞ্জনা যোশী, প্রজ্ঞা মোহন।
বক্সিং:-
মেনস ৬৩.৫ কেজি: শিব থাপা।
মেনস ৬৭ কেজি: রোহিত টকাস।
মেনস ৭৫ কেজি: সুমিত কুণ্ডু।
মেনস ৮০ কেজি: আশিষ কুমার
আরও পড়ুন:- CWG 2022: অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা, সমস্যা মিটল লভলিনার
স্কোয়াশ:-
মেনস সিঙ্গলস: সৌরভ ঘোষাল, রমিত ট্যান্ডন, অভয় সিং।
ওমেনস সিঙ্গলস: জ্যোৎস্না চিনাপ্পা, সুনয়না কুরুভিল্লা, অনাহত সিং।
ব্যাডমিন্টন:-
মিক্সড টিম (গ্রুপ স্টেজ): ভারত পাকিস্তান।
হকি:-
ওমেনস গ্রুপ স্টেজ: ভারত বনাম ঘানা।