বার্মিংহ্যামেই কমনওয়েলথ গেমসের ইতিহাসে পদক জয়ের নিরিখে সর্বকালীন রেকর্ড গড়তে পারে ভারত। তবে বাকিদের মাঝেও ভারত মেডেল জয়ের জন্য কাদের দিকে আলাদা করে তাকিয়ে থাকবে, দেখে নেওয়া যাক সেই তালিকা। বিশেষ করে সোনা জয়ের জন্য নীচের দশ জন প্রতিযোগীর দিকে নজর থাকবে ভারতের।
1/8ব্যাটমিন্টনে ভারতের প্রধান পদক সম্ভাবনা হলেন পিভি সিন্ধু। ২০১৪ সালে ব্রোঞ্জ ও ২০১৮ সালে রুপো জিতেছেন পিভি। এবার কি তবে সোনার পদক অপেক্ষা করে রয়েছে সিন্ধুর জন্য?
2/8'ধিং এক্সপ্রেস' নামে ডাকা হয় তাঁকে। ভারতের অসমের স্পিড-রানার, হিমা দাস মহিলাদের ৪X১০০ মিটার রিলে ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে কমনওয়েলথে যাচ্ছেন। রিলে ইভেন্টের জন্য ভারতীয় দলে রয়েছেন দ্যুতি চাঁদ, শ্রাবণী নন্দা, এমভি জিলনা এবং এনএস সিমি। কিন্তু অর্জুন পুরস্কারপ্রাপ্ত হিমা একজন পাকা স্প্রিন্টার, যিনি বিশ্ব ইভেন্টে ভারতের হয়ে বহু পদক জিতেছেন। এবং পদক জেতার শীর্ষ প্রতিযোগীদের মধ্যে একজন। হিমা ২০১৮ সালে এশিয়ান গেমসে ৪X১০০ মিটার মিশ্র রিলে ইভেন্টে সোনা জিতেছিল। এবং ২০১৯ সালে তিনি বিভিন্ন বিশ্ব ইভেন্টে পাঁচটি স্বর্ণপদক জিতে ট্র্যাক এবং ফিল্ডে একটি রূপকথা লিখে ফেলেছিলেন। যাইহোক হিমা এখনও অলিম্পিক্স, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসের মতো কোনও বড় মাল্টি-স্পোর্ট ইভেন্টে কোনও পদক জিততে পারেননি। এ বার কমনওয়েলথে পদক জেতার বড় সম্ভাবনা রয়েছে তাঁর।
3/8বজরং পুনিয়া-সহ একাধিক কুস্তিগীড়ের গলায় এবছর কমনওয়েলথ গেমসের পদক দেখছে ভারত। তবে রবি দাহিয়া যেরকম ফর্মে রয়েছেন, তাতে ৫৭ কেজি বিভাগে সোনা জয়ের অন্যতম দাবিদার তিনি।
4/8পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্স ২০২০-তে ব্রোঞ্জ জিতেছিল। ১৯৮০ সালের পর দীর্ঘ ৪১ বছরের খরা কাটিয়ে এটি হকিতে ভারতের প্রথম অলিম্পিক্স পদক। আত্মবিশ্বাসী হকি দলকে ঘিরে এ বার কমনওয়েলথে রয়েছে বড় আশা।
5/8প্রথম বার কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলা হচ্ছে। তবে মেয়েদের ক্রিকেট। আর ক্রিকেট ম্যাচগুলি টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে। ভারতীয় দল ২৯জুলাই থেকে তাদের যাত্রা শুরু করবে। ২৯ জুলাই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ভারতীয় মহিলা দল ‘এ’ গ্রুপে রয়েছে। এই গ্রুপে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বার্বাডোসের দল রয়েছে যারা মূলত ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু খেলবে বার্বাডোজ নামে। ভারতের মেয়েদের ঘিরে পদক জয়ের বড় আশা রয়েছে।
6/8২০ বছরের লক্ষ্য সেন ইতিমধ্যেই পুরুষদের একক ব্যাডমিন্টনে ভারতের জন্য একজন সুপারস্টার। ঠিক এই বছর, ভারত ১৪ বারের থমাস কাপ বিজয়ী ইন্দোনেশিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল এবং লক্ষ্য এতে বড় ভূমিকা নিয়েছিলেন। লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে এবং কমনওয়েলথে তাঁকে ঘিরে বড় আশা রয়েছে। সেই সঙ্গে চিরাগ শেট্টি এবং সাত্যকি সাইরাজ রানকিরড্ডি জুটিকে ঘিরেও পদকের আশা করছে ভারত।
7/8এ বারে কমনওয়েলথ গেমসে মেয়েদের বক্সিং দল বেশ শক্তিশালী। লভলিনা টোকিওতে অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন। নিখাত জারিন যিনি এ বছরই আইবিএ মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন। সেই সঙ্গে মেরি কম, সরিতা দেবী, লেখাকে সিদের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। অন্যদিকে লভলিনার একটা সমস্যা তৈরি হয়েছিল নিজের কোচকে না পেয়ে। সরকারি হস্তক্ষেপে সেই সমস্যা মিটে গিয়েছে। ফলে এখন সম্পূর্ণ ফোকাস বক্সিংয়ের দিকে করতে পারবেন তিনি। এই দুই তারকার থেকে পদক আশা করছে ভারত। শেষ বার বক্সিং থেকে মোট ন'টি পদক এসেছিল। সোনা, রুপো এবং ব্রোঞ্জ। প্রত্যেকটি তিনটি করে। এ বার পদক সংখ্যা বাড়বে বলেই আশাবাদী সকলে।
8/8কমনওয়েলথ গেসমের ভারোত্তলনে ভারত বরাবর ভালো পারফর্ম্যান্স উপহার দেয়। সন্দেহ নেই এবার মীরুবাই চানুর কাছ থেকে পদক আশা করে রয়েছে দেশ।