বাংলা নিউজ > ময়দান > Delhi police tweet on Virat Kohli: বিরাটের নামে 'গুরুতর অভিযোগ','গ্রেফতার করবেন না',গুজরাট পুলিশকে বার্তা দিল্লি পুলিশের

Delhi police tweet on Virat Kohli: বিরাটের নামে 'গুরুতর অভিযোগ','গ্রেফতার করবেন না',গুজরাট পুলিশকে বার্তা দিল্লি পুলিশের

বিরাট কোহলি (AFP)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করা বিরাট কোহলিকে নিয়ে টুইট দিল্লি পুলিশের। ‘দিল্লির ছেলেকে’ গ্রেফতার না করার বার্তা দিয়ে গুজরাট পুলিশকে সেই টুইটে ট্যাগ করল অমিত শাহের অধীনে থাকা বাহিনী।

রবিবার প্রায় একা হাতেই আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন বিরাট কোহলি। দ্বিশতরান হাতছাড়া হলেও দলকে ৫৭১ রানের বিশাল পাহাড় গড়তে সাহায্য করেছেন 'সুপার ভি'। ২০১৯ সালের পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাদা পোশাকে এই ম্যাচে ভারতের জন্য শতরান করেন বিরাট। এবং তারপরও নিজের একাগ্রতা বজায় রেখে অজি বোলারদের 'সংহার' করেন বিরাট। 'অতিথি নারায়ণ' নীতি ভুলে মাঠে অতিথি অজিদের 'গভীর আঘাত' করেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার। আর এই আবহে গুজরাট পুলিশের উদ্দেশে দিল্লি পুলিশের বার্তা, 'দিল্লির ছেলে বিরাট কোহলিকে যেন গ্রেফতার না করা হয়।' (আরও পড়ুন: যে ভাবে রান নিতে দৌড়াচ্ছিলেন, মনে হয়নি অসুস্থ- অনুষ্কার দাবি কার্যত অস্বীকার অক্ষরের)

মোদী রাজ্যে কোহলির বিরাট ইনিংসে অস্ট্রেলিয়ার এই টেস্ট জয় করে সিরিজে সমতা ফেরানোর আশা পুরোপুরি ভেঙে গিয়েছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশের তরফে টুইট করে লেখা হয়, 'প্রিয় গুজরাট পুলিশ, স্বেচ্ছায় অতিথিদের আঘাত করার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলিকে গ্রেফতার করবেন না। অসাধারণ (AUS-SOME) খেলেছেন বিরাট কোহলি!' এদিকে দিল্লি পুলিশের পোস্ট করা ছবিতে লেখা ছিল - ‘বুরা না মানো, কোহলি হ্যায়’। উল্লেখ্য, বিরাটের ব্যাটের ওপর ভরসা করেই গতকাল ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর থেকে ৯১ রান এগিয়ে যায়। তাঁকে গতকাল যোগ্য সঙ্গত দেন অক্ষর প্যাটেল।

গতকাল ১৮৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন বিরাট কোহলি। এদিকে কোহলির স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মা গতকালই ইনস্টাগ্রামে দাবি করেন, অসুস্থ অবস্থায় গতকালকের ইনিংসটি খেলেন কোহলি। পোস্টে অনুষ্কা লিখেছেন, ‘অসুস্থ হওয়া সত্ত্বেও এই মানসিকতা নিয়ে খেলা। আমাকে সব সময়ে অনুপ্রাণিত করে।’ এদিকে এই ইনিংসে প্রথম থেকে একাগ্র থেকেছেন বিরাট কোহলি। শতরানে পৌঁছনো পর্যন্ত বিরাটের ব্যাট থেকে এসেছিল মাত্র পাঁচটি বাউন্ডারি। ক্রিজে দাঁত চেপে টিকে থেকে অজি বোলারদের ক্লান্ত করে তোলেন তিনি। পরে ধীরে ধীরে কিছুটা আগ্রাসী হয়ে ভারতকে এগিয়ে নিয়ে যান বিরাট। পরে অবশ্য অপরদিকে কোনও ব্যাটরের সঙ্গ না পেয়ে নিজেই ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন। অফ-স্টাম্পের বাইরের বল টেনে অন সাইডে খেলতে গিয়ে মিড-উইকেটে ক্যাচ আউট হন। তবে ভারতকে ভালো অবস্থানে নিয়ে এসে ইনিংস শেষ করেন প্রাক্তন অধিনায়ক।

বন্ধ করুন