বাংলা নিউজ > ময়দান > ক্যারিবিয়ান সফরে ব্যর্থ অজিঙ্কা রাহানের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক

ক্যারিবিয়ান সফরে ব্যর্থ অজিঙ্কা রাহানের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক

ব্যর্থ অজিঙ্কা রাহানের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক (ছবি-টুইটার)

ক্যারিবিয়ান সফরে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না রাহানে। বলার মতন কোন রান পাননি। আর তারপরেই তাঁর ধারাবাহিকতার অভাব নিয়ে মুখ খুলেছেন ভারতের কিপার ব্যাটার দীনেশ কার্তিক। তাঁর মতে ধারাবাহিকতার অভাব রাহানের সমস্যা আর সেই কারণেই ক্যারিবিয়ান সফরে ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ অজিঙ্কা।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে ‘কামব্যাক ম্যান’ তিনিই। তিনি হলেন অজিঙ্কা রাহানে। একটা সময়ে নিয়মিত ভারতীয় টেস্ট দলের সদস্য ছিলেন এই ডানহাতি ব্যাটার। পাশাপাশি জাতীয় টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্বও সামলেছেন তিনি। এরপর খারাপ ফর্মের কারণে দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। দীর্ঘ ১৮ মাস পরে ফিরে আসেন ডব্লূটিসির ফাইনালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ ভালো পারফরম্যান্স করেন তিনি। পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফিরে পান সহ অধিনায়কত্বও। তবে ক্যারিবিয়ান সফরে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না রাহানে। বলার মতন কোন রান পাননি। আর তারপরেই তাঁর ধারাবাহিকতার অভাব নিয়ে মুখ খুলেছেন ভারতের কিপার ব্যাটার দীনেশ কার্তিক। তাঁর মতে ধারাবাহিকতার অভাব রাহানের সমস্যা আর সেই কারণেই ক্যারিবিয়ান সফরে ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ অজিঙ্কা।

প্রসঙ্গত ডব্লুটিসি ফাইনালে দীর্ঘ ১৮ মাস পরে ফিরে এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৯ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে তাঁর এই পারফরম্যান্সের ধারে কাছেও তিনি পারফরম্যান্স করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরে। তাই দীনেশ কার্তিক মনে করেন এই সিরিজকে কাজে লাগানোর সুযোগ থাকলেও তা করতে একেবারেই ব্যর্থ হয়েছেন রাহানে। আর রাহানে স্বয়ং সেটা বিলক্ষণ জানেন বলেই তাঁর মত। তবে পাশাপাশি কার্তিক এটাও জানিয়েছেন যে এই সিরিজে ভালো পারফরম্যান্স না করলেও টেস্ট দলে রাহানের আরও সুযোগ পাওয়া উচিত। ভারতীয় দলের পরবর্তী টেস্ট সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল।

দীনেশ কার্তিক মনে করেন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অভিজ্ঞ রাহানে। ফলে এই সিরিজেও জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়া উচিত বলেই মনে করেন অনেকে। কার্তিক বলেন, ‘অজিঙ্কা রাহানের জন্য খুব সাদামাটা সিরিজ গেছে ওয়েস্ট ইন্ডিজ সফর। তার পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ডব্লুটিসি ফাইনালে রাহানে দুর্দান্ত খেলেছিল। আর সেই কারণেই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নেওয়া হয়েছে। পাশাপাশি সহ অধিনায়কও করা হয়েছিল। সিরিজে রাহানের রান না পাওয়াটা আমার কাছে বিস্ময়। অনেক কথা উঠেছে রাহানেকে নিয়ে। কীভাবে ওঁকে সহ অধিনায়কত্ব দেওয়া হল তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এর কোন কিছু রাহানের উপর খুব বেশি প্রভাব ফেলেনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ও দুবার ব্যাট হাতে সুযোগ পেয়েছিল। দুবারেই ব্যাট হাতে ও ব্যর্থ হয়েছে। হ্যা এটা ঠিক অনেক সময়ে পিচ কঠিন হবে। কঠিন প্রতিপক্ষও থাকবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটাও দেখা গেছে যে ওঁর ধারাবাহিকতার সমস্যা রয়েছে। আর এই কারণেই কিন্তু ওঁকে দলে ওঁর জায়গা হারাতে হয়েছিল। তাই রাহানে নিজেও ভালো করে জানে যে ক্যারিবিয়ান সফরে ওঁর সামনে ভালো পারফরম্যান্স করার সুযোগ থাকলেও সেটা ও কাজে লাগাতে পারেনি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৮ এপ্রিলের রাশিফল বেআইনি অস্ত্রের খবর কেন ছিল না পুলিশের কাছে? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই 'আগে ভাবতাম আরএসএস মানে…এখন ভোগ করতে করতে…,' আর কী বললেন মমতা? এ তো পুরো রাজযোটক! র‍্যাপিড ফায়ারে মিলে গেল আদৃত-কৌশাম্বির সব পছন্দ, দেখুন ভিডিও তিনিই গরিবের 'মসিহা', এখন মহা বিপদে পড়েছেন সেই সোনু সুদ, তাঁর সঙ্গে কী ঘটেছে? ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের বয়সকে কাঁচকলা! ৬০ এই আলেজান্দ্রার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট, কে তিনি? ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো সুভাষের নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতি, বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে FIR ভারতের ৫২৭ খাবারে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক! দাবি করছে EU

Latest IPL News

১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.