বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে রীতিমতো চাপে রেখে দিয়েছেন ভারতের তারকা রমেশবাবু প্রজ্ঞানন্দ। বুধবার দাবা বিশ্বকাপের ফাইনালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচও মাত্র এক ঘণ্টার মধ্যে ড্র হয়ে যায়। ম্যাচে ৩০টি চাল খেলা হলেও দ্রুত ড্র হয়ে যায়। স্বভাবতই এবার ক্লাসিক্যালের দু’টি রাউন্ডে কার্লসেন বা প্রজ্ঞানন্দ- কেউ জিততে পারেননি। যার ফলে ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। আর বৃহস্পতিবার টাইব্রেকারের পরেই পাওয়া যাবে বিশ্বচ্যাম্পিয়ন।
মঙ্গলবার প্রথম ক্লাসিক্যাল ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। আর কালো ঘুঁটি দিয়ে খেলেছিলেন কার্লসেন। প্রথম দিন ৩৫ চালের পরে খেলাটি ড্র হয়েছিল। তবে অনেকক্ষণ স্থায়ী হয়েছিল ম্যাচটি। বুধবার আবার কালো ঘুঁটি নিয়ে খেলেন প্রজ্ঞা। কার্লসেন সাদা ঘুঁটি নিয়েছিলেন। খেলাটি তাই তিনিই শুরু করেন। শুরুতে থেকেই দুই প্লেয়ার কুইন সামলে একে অপরকে টক্কর দিয়ে চলেছিলেন। খুব দ্রুত চাল দিচ্ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য একটি সময়ের পর দু’জনের কেউই কুইনকে রক্ষা করতে পারেননি। কুইন হারিয়ে খেলার গতি কিছুটা স্লো হলেও, লড়াই জারি ছিল। তবে সেই সময়েই মনে হচ্ছিল, খেলা ড্রয়ের দিকেই এগোচ্ছে। কেউই কোনও ভুল করছিলেন না। কোনও প্লেয়ারই অন্যকে বিপাকে ফেলতে পারছিলেন না। খুব সতর্ক হয়ে খেলছিলেন তাঁরা। শেষ পর্যন্ত ৩০ চালের পরে খেলা ড্র করার সিদ্ধান্ত নেন প্রজ্ঞা ও কার্লসেন। এই ড্রয়ের ফলে দুই প্রতিযোগীরই পয়েন্ট দাঁড়াল ১।
১৮ বছরের প্রজ্ঞানন্দ যেভাবে খেলছেন, তাতে দেখে মনে হচ্ছিল না, তিনি প্রথম বার বিশ্বকাপের ফাইনাল খেলছেন। মঙ্গলবার ফাইনালের শুরুটা প্রজ্ঞানন্দ ভালোই করেছিলেন। সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন কার্লসেনের থেকে। কিন্তু কার্লসেন বুদ্ধি কাজে লাগিয়ে ফিরে আসেন। ৩৫ চালের পর ম্যাচটি ড্র হয়ে যায়। দ্বিতীয় ম্যাচটিরও ফল একই রয়েছে। ড্র হয়ে গিয়েছে।
এবার বৃহস্পতিবার টাইব্রেকারে ম্যাচের মীমাংসা হবে। টাইব্রেকারের পরেই দাবার বিশ্বচ্যাম্পিয়ন পাওয়া যাবে। বৃহস্পতিবার প্রথমে ২৫ মিনিট করে দু’টি র্যাপিড প্রতিযোগিতা খেলবেন কার্লসেন এবং প্রজ্ঞানন্দ। সেখানেও যদি ম্যাচের ফলাফল না পাওয়া যায়, সে ক্ষেত্রে আবার ১০ মিনিট করে দু’টি র্যাপিড প্রতিযোগিতা খেলবেন তাঁরা। সেখানেও ফল না মিললে ১০ মিনিট করে দু’টি ব্লিৎজ প্রতিযোগিতা হবে। যত ক্ষণ না এক জন জিতছেন, তত ক্ষণ এই ব্লিৎজ প্রতিযোগিতা চলতে থাকবে। দেখার, প্রজ্ঞানন্দ বৃহস্পতিবার বাজিমাত করেন কিনা!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।