শুভব্রত মুখার্জি: ফুটবল বিশ্বে যে সব শক্তিধর দেশ রয়েছে তাদের মধ্যে অন্যতম জার্মানি। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই দল বরবার তাদের হার না মানা মনোভাবের জন্য বিশ্ববিখ্যাত। বুধবার রাতেই জার্মানি একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। সেই ম্যাচে বিশেষজ্ঞদের একাংশকে চমকে দিয়ে ২-০ গোলে জেতে কলম্বিয়া। ২০২৪ সালে এই জার্মানিতেই বসছে ইউরো কাপের আসর। তার আগে জয়ের রাস্তায় জার্মান দলের ফেরাটা খুব গুরুত্বপূর্ণ। আর এমন আবহেই অনেক ফুটবল বিশেষজ্ঞরা অবাক হয়েছেন। সকলের মতে, কীভাবে ফুটবল ম্যাচ জিততে হয় তা নাকি ভুলে গেছে জার্মান দল!
অনেকের মতে এই মুহূর্তে জার্মানদের কাছে সবথেকে বড় আ্যাডভান্টেজ হল ইউরো কাপ এখনও প্রায় এক বছরের কাছাকাছি সময় দেরি আছে। তার আগে নিজেদেরকে কিছুটা হলেও গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে তারা। জার্মানির বর্তমান কোচ হ্যান্সি ফ্লিকের গলাতেও শোনা গেল এই ভাবনার প্রতিধ্বনি।জার্মানির সিনিয়র দলের পারফরম্যান্সে এতটাই হতাশ তাদের ভক্তরা যে হাফটাইমের সময়েই তাদেরকে হুইসেল দিতে দিতে নিয়ে যায় সাজঘরে। আর সেই ঘটনার ফের পুনরাবৃত্তিও হল ম্যাচ শেষে।
ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে হ্যান্সি ফ্লিক জানালেন, ‘এই ফলাফল হওয়ার পরে আমি আর কী বলতে পারি! কোনও যুক্তি বা তর্ক আমাদের পক্ষে যাবে না।’ কয়েকজন সমর্থক আবার 'হ্যান্সি আউট' বলে পোস্টারও দেন। ম্যাচ হারের জন্য যে একটা বিরাট অংশ হ্যান্সিকেই দায়ী করছেন তা স্পষ্ট হয়ে যায়। গত সপ্তাহেই ইউক্রেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি। আবার পোল্যান্ডের বিরুদ্ধে তারা ১-০ ফলে হেরেও যায়। তারপরেই এই হারের ফলে চাপ বাড়ল হ্যান্সির উপরে। ম্যাচ হেরে হ্যান্সি জানান, ‘আমাদের ভালো রেজাল্ট করা দরকার। না ফলে খুব কঠিন হবে পরবর্তী পদক্ষেপ ফেলার বিষয়ে। তবে বিষয়টা কঠিন হচ্ছে। জার্মানি আয়োজক বলে ইতিমধ্যেই তারা ২০২৪ ইউরোতে কোয়ালিফাইও করে গিয়েছে। প্রীতি ম্যাচ খেলে সেখানে জিতে আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তবে খারাপ পারফরম্যান্স সবদিক থেকে বাজেভাবে প্রভাব ফেলছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।