বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Asian Cup 2023: এএফসি এশিয়ান কাপ আমাদের কাছে বিশ্বকাপের সমান- ইগর স্টিমাচ

AFC Asian Cup 2023: এএফসি এশিয়ান কাপ আমাদের কাছে বিশ্বকাপের সমান- ইগর স্টিমাচ

মাঠে নামার আগে কী বললেন ইগর স্টিমাচ? (ছবি:এক্স)

Igor Stimac: ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ বলেন, ‘এএফসি এশিয়ান কাপ আমাদের কাছে বিশ্বকাপের সমান। আমরা আমাদের সকল খেলাকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছি, ফ্রেন্ডলি থেকে কোয়ালিফায়ার পর্যন্ত, বিশেষ করে এএফসি এশিয়ান কাপের মতো বড় টুর্নামেন্ট।’

Igor Stimac on AFC Asian Cup 2023: আসন্ন এএফসি এশিয়ান কাপে শনিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তবে তার আগে কোচ ইগর স্টিমাচ নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তবে শুধু বিশ্বকাপার অস্ট্রেলিয়া নয় এছাড়াও ডার্ক হর্স উজবেকিস্তান এবং শক্তিশালী সিরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। যদিও ক্রোয়েশিয়ান কোচ আশাবাদী যে ভারত তাদের বিরুদ্ধে ভালো খেলবে। তবে মাঠে নামার আগে TOI-এর সঙ্গে সাক্ষাৎকারের বেশ কিছু কথা বলেছেন ইগর স্টিমাচ।

সুনীল ছেত্রীর খেলার প্রসঙ্গে স্টিমাচ বলেছেন যে সুনীলের মধ্যে এখনও অনেক ক্ষুধা আছে। তিনি বলেন, ‘আমি একবার সুনীলকে বলেছিলাম যে ভারতের হয়ে ১০০ গোল করতে হবে। তার আগে আমি তাঁকে যেতে দেব না। আমরা খুব হাসলাম কারণ সে তখন ৮০ গোল করে ছিল এবং এখন সে ১০০ গোলের থেকে খুব বেশি দূরে নেই। সে শরীরিকভাবে এখনও বেশ তরুণ।’ টুর্নামেন্টের প্রথমেই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে ভারত। সেটা কি দলের জন্য বড় উদ্বেগ? এই বিষয়ে ইগর স্টিমাচ বলেন, ‘আপনি যা উল্লেখ করেছেন সবই আমাদের জন্য উদ্বেগের বিষয়, কিন্তু এত বড় খেলার জন্য আশিক (কুরুনিয়ান), আনোয়ার (আলি), জিকসন (সিং) এবং এখন সাহল (আবদুল সামাদ) না থাকাটা আমাকে কষ্ট দেয়। এই খেলা তাদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা হবে। এই খেলোয়াড়দের সঙ্গে, আমাদের দল টুর্নামেন্টের সবচেয়ে কঠিন দলগুলির একটির সঙ্গে লড়াই করার জন্য আরও ভালোভাবে সজ্জিত হত। তাদের শারীরিক উপস্থিতি এবং সংযম খারাপভাবে মিস করা হবে। কিন্তু এমনকি তাদের ছাড়া, আমাদের চাপটা অনেক।’

এশিয়ান কাপকে কতটা গুরুত্ব দিচ্ছেন সেই বিষয়ে স্টিমাচ বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে আমাদের লক্ষ্য এশিয়ান কাপে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করা। আমরা যা করব তা বাস্তবসম্মত প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাওয়া উচিত কারণ এশিয়া কাপে আমরা এখনও আন্ডারডগ। আমাদের কাছ থেকে বড় কিছু আশা করবেন না। আমরা শুধু প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা সম্মান ও গর্বের সাথে দেশের প্রতিনিধিত্ব করব।’ তিনি আরও বলেন, ‘এএফসি এশিয়ান কাপ আমাদের কাছে বিশ্বকাপের সমান। আমরা আমাদের সকল খেলাকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছি, ফ্রেন্ডলি থেকে কোয়ালিফায়ার পর্যন্ত, বিশেষ করে এএফসি এশিয়ান কাপের মতো বড় টুর্নামেন্ট।’

এই টুর্নামেন্টে ভারতের জন্য বাস্তবসম্মত লক্ষ্য কী হবে? সে বিষয়ে ইগর স্টিমাচ, ‘ফুটবল একটি সুন্দর খেলা, যে কোনও কিছু ঘটতে পারে, তাই আমরা আমাদের ছেলেদের জন্য আমাদের শক্তি বিকাশের এবং আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার একটি দুর্দান্ত সুযোগ হিসেবে এই চ্যালেঞ্জটি গ্রহণ করছি। আমরা অস্ট্রেলিয়ার মান সম্পর্কে সচেতন এবং আমাদের প্রতিপক্ষের মতো তাদের সম্মান করি, কিন্তু আমরা আত্মসমর্পণের জন্য মাঠে নামছি না।’ নিজেদের প্রস্তুতি নিয়ে খুব একটা খুশি নন ভারতীয় দলের ফুটবল কোচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.