বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Champions League- আল হিলালের বিরুদ্ধে ০-২ গোলে হারল ১০ জনের মুম্বই, শেষ ছাংতে-ভেকেদের অভিযান

AFC Champions League- আল হিলালের বিরুদ্ধে ০-২ গোলে হারল ১০ জনের মুম্বই, শেষ ছাংতে-ভেকেদের অভিযান

আল হিলাল বনাম মুম্বই সিটি এফসির ম্যাচের মুহূর্ত (ছবির সৌজন্যে-AFP)

লিগের প্রথম সাক্ষাতে ৬-০ জিতেছিল আল হিলাল। এবার নিজেদের ঘরের মাঠে ০-২ হারল মুম্বই। এদিনের জয়ের ফলে মুম্বই বিরুদ্ধে দুই পর্বে মিলিয়ে ৮-০ গোলে জিতল আল হিলাল। অন্যদিকে চার ম্যাচ হেরে এ বারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হয়ে গেল মুম্বই সিটি এফসি-র।

সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ২-০ গোলে জয় পয়েছে আল হিলাল। লিগের প্রথম সাক্ষাতে ৬-০ জিতেছিল আল হিলাল। এবার নিজেদের ঘরের মাঠে ০-২ হারল মুম্বই। এদিনের জয়ের ফলে মুম্বই বিরুদ্ধে দুই পর্বে মিলিয়ে ৮-০ গোলে জিতল আল হিলাল। অন্যদিকে চার ম্যাচ হেরে এ বারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হয়ে গেল মুম্বই সিটি এফসি-র। আসলে হাঁটুর চোটের কারণে এবারের মুম্বইয়ের বিরুদ্ধে খেলতেই পারেননি নেইমার। অস্ত্রোপচার করিয়ে প্রায় আট মাস মাঠের বাইরে চলে গিয়েছেন তিনি।

সোমবার ম্যাচের কিক-অফের আগে ভক্তরা দলে দলে ডি ওয়াই প্যাটিল স্টেডিয়ামে প্রবেশ করতে থাকেন। এটি একটি আকর্ষণীয় ছবি তৈরি করেছিল। কারণ চোটের কারণে নেইমারের অনুপস্থিতি সত্ত্বেও, অনেক তরুণ তাদের জার্সিতে ব্রাজিলিয়ান তারকার নাম লিখে মাঠে এসেছিলেন। প্রায় ৩০ হাজার দর্শকের সামনে আল হিলালের বিরুদ্ধে খেলতে নেমেও সফল হতে পারল না মুম্বই সিটি। দুঃখজনক ঘটনা হল এদিন সবকিছুই যেন তাদের পক্ষে যায়নি। তাই তো দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময়টাই মুম্বইকে ১০ জনে খেলতে হল।

নেইমারকে ছাড়াই প্রথম পর্বে আল হিলাল ৬-০ গোলে হারিয়েছিল মুম্বইকে। এবার মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নেইমারকে ছাড়াই ২-০ গোলে জিতল আল হিলাল। এদিনের ম্যাচে শুরু থেকেই রক্ষণ সামলে খেলা শুরু করেছিল মুম্বই এফসি। ফলে প্রথমার্ধে কোনও গোল হয়নি। এদিকে মুম্বইয়ের সামনে ছিল ৬-০ গোলের দারুণ একটা চাপ। লড়াইয়ে ফিরতে হলে আল হিলালের ৬-০ গোলের জবাব দিতে হত মুম্বইকে। এমন সময়ে এদিনের ম্যাচের ছন্দ কেটে যায় ৫৪ মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেহতাব সিংহ। তার পরেই সমস্যায় পরে যায় মুম্বইয়ের রক্ষণ। যা কাজে লাগায় আল হিলাল। ম্যাচের ৬২ মিনিটে মাইকেলের গোলে এগিয়ে যায় সৌদির ক্লাব আল হিলাল। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ব্যবধান বাড়িয়ে দেন ইপিএলের নিউক্যাসল এবং ফুলহ্যাম ক্লাবে খেলে আসা ২৯ বছরের সার্বিয়ার স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ।

এবার নিয়মরক্ষার ম্যাচে ২৮ নভেম্বর মুম্বই অ্যাওয়ে ম্যাচ খেলবে এফসি নাসাজি মাজাদানদারান ক্লাবের বিরুদ্ধে। আগামী মাসে ঘরের মাঠে মুম্বই দলের প্রতিপক্ষ পিএফসি নাভবাহোর নামাঙ্গান। যদিও এই দুটো ম্যাচ খেলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শক্তিকে পরীক্ষা করে নিতে চাইবে মুম্বই। কারণ এখনও পর্যন্ত নিজেদের গ্রুপ লিগের চারটি ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই। এবং চারটি ম্যাচেই হেরেছে তারা। চার ম্যাচের শেষে তাদের সংগ্রহ শূন্য। অন্যদিকে চার ম্যাচ শেষে আল হিলালের পয়েন্ট ১০। এই মুহূর্তে তারা এই গ্রুপের শীর্ষে রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেয়ে কোলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দীপিকা, খুশিতে ডুবে রণবীর ‘অতি বামপন্থী’ সঞ্জীবের ‘গড ফাদার’ জেলবন্দি পার্থ! কীভাবে সম্ভব? প্রশ্ন শতরূপের অস্থির আবহ!মানবিকতার খাতিরে মুক্তি পাচ্ছে না ঋত্বিক-জয়-ইন্দ্রনীলের 'পরিচয় গুপ্ত' ঋতুপর্ণা-স্বস্তিকাদের উপর ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের নতুন সরকারের! আটকে শ্যুটিং ভারতকে পাকিস্তান ভাবতে এসো না… সিরিজ শুরুর আগে শান্তর মন্তব্যে বার্তা মহারাজের! রাত পোহালেই বিজেপির ধরনা শেষ ধর্মতলায়, পরবর্তী কর্মসূচি নিয়ে ধন্দে গেরুয়া শিবির কেন পালন করা হয় মিলাদ উন নবি? জেনে নিন এই দিনের ইতিহাস ‘পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছি!এবার বিদেশে আবার জিতব’….হুঙ্কার শান্তর… ঘটনার দিন সন্দীপ-অভিজিৎ ফোনে কথা? কোর্টে বিস্ফোরক ইঙ্গিত CBIর যৌনাঙ্গের ছবি পাঠিয়ে হেনস্থা, টলিপাড়ার এক প্রযোজকের বিরুদ্ধে এবার সরব অভিনেত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.