এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপের পাশাপাশি চলছে সুপার কাপ। ইতিমধ্যেই শেষ পর্যায়ে চলে এসেছে গ্রুপ পর্ব। সেমিফাইনালে উঠে গিয়েছে জামশেদপুর এফসি এবং ইস্টবেঙ্গল এফসি। এখনও বাকি রয়েছে আরও দুটি দলের ওঠার। তবে চলতি মরশুমের মাঝেই সুপার কাপকে আগামী বছর থেকে নতুন ফরম্যাটে আয়োজিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনটাই জানা গিয়েছে সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে। শুধু তাই নয়, এবার সারা বছর ধরে সুপার কাপ খেলানোর জন্য সমস্তরকমের পরিকল্পনা করা হচ্ছে এফএ কাপের মতো। ফুটবলারদের জাতীয় দলের সঙ্গে ক্লাব ফুটবল খেলার সূচিকে মাথায় রেখে সবরকমের ব্যবস্থা নেওয়া হবে বলে ঠিক করা হয়েছে ফেডারেশনের বৈঠকে।
এই বৈঠকে আরও ঠিক করা হয়েছে যে আগামী সুপার কাপে শুধু আইএসএল বা আই লিগের নয়, দ্বিতীয় ডিভিশনেরও বেশকিছু ক্লাব অংশগ্রহণ করুক কারণ এটা করলেই সব ফুটবলারদের একই ছাতায় আনা সম্ভব হবে। পাশাপাশি আই লিগের ক্লাবগুলির উপরও বিশেষ মনোযোগ দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। নজর দেওয়া হবে তাদের পরিকাঠামো বদলের দিকে। বৈঠকে উপস্থিত কর্তাদের মতে পরিকাঠামো, আর্থিক পরিস্থিতি, এই সবকিছু ঠিক করা না হলে চাপ হবে আইএসএলে এবং একই সঙ্গে দেশের ঘরোয়া ফুটবলের যে মান তৈরি হয়েছিল সেটাও নষ্ট হয়ে যাবে।
এছাড়া খরচ বা এএফসি কাপ খেলার জন্য দলগুলি লাইসেন্স নিয়েও আলোচনা করা হয় এই বৈঠকে। এবার কর্তারা তাকিয়ে এফএসডিএল-এর কর্তাদের সঙ্গে বৈঠকের দিকে। সেখানে সবকিছু ঠিক হলেই পরবর্তী সুপার কাপের ফরম্যাট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সুপার কাপ পড়েছে চতুর্থ মরসুমে। টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হয়েছে ৯ জানুয়ারিতে। যোগ্যতা অর্জন পর্ব শেষ হয়েছে ৮ জানুয়ারিতে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা, যোগ্যতা অর্জন ও গ্রুপ পর্ব মিলিয়ে ১৭। মোট ১৬টি দল খেলেছে গ্রুপ পর্বে। তাদের ভাগ করা হয়েছিল ৪টি গ্রুপে। অর্থাৎ প্রতিটি গ্রুপে ছিল চারটি করে দল। সবকটি গ্রুপ থেকে একটি করে দল যাবে সেমিফাইনালে। ম্যাচগুলির জন্য বেছে নেওয়া হয়েছে কলিঙ্গ স্টেডিয়ামের দুটি আলাদা মাঠকে। ফাইনাল ম্যাচটি খেলা হবে ২৮ জানুয়ারি। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কে জেতে এবারের খেতাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।