অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) শনিবার চুক্তি লঙ্ঘনের জন্য সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ ইগর স্টিমাচকে শোকজের নোটিশ ধরিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) কিছু ক্লাব এশিয়ান গেমস, বিশ্বকাপ বাছাইপর্ব এবং এশিয়ান কাপের প্রস্তুতির জন্য তাদের খেলোয়াড়দের জাতীয় ক্যাম্পের জন্য ছাড়ছে না, সেই কারণেই স্টিম্যাচ এই ক্লাবদের নিয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন। এরপরেই কড়া পদক্ষেপ নেয় ফেডারেশন। শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ ইগর স্টিমাচকে শোকজ নোটিশ পাঠিয়েছে। ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে ইগর স্টিমাচ চুক্তি লঙ্ঘন করেছেন।
সাম্প্রতিক এশিয়ান গেমস, বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এশিয়ান কাপের প্রস্তুতিতে জাতীয় শিবিরে ফুটবলারদের ছেড়ে দিতে অনিচ্ছুক আইএসএলের কয়েকটি ক্লাবকে আক্রমণ করে স্টিমাচ বলেছেন, ভারতীয় ফুটবলের যদি তাঁর সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাঁকে সত্যিটা বলতে হবে। ভারতীয় দলের কোচের মতামত প্রকাশ্যে আসেই নড়ে চড়ে বসে এআইএফএফ। তারা কোচকে শোকজ পাঠিয়েছে। পিটিআইকে এআইএফএফের এক সূত্র জানিয়েছে, ‘এটা শুধু সাম্প্রতিক মন্তব্য নয়, এটা বেশ কিছুদিন ধরেই ঘটছে। তিনি এআইএফএফ-এর সঙ্গে চুক্তি ভঙ্গ করছেন। যদি তাঁর কোনও সমস্যা থাকে, তা হলে তিনি প্রকাশ্যে না গিয়ে সরাসরি ফেডারেশনের সঙ্গে আলোচনা করতে পারতেন।’ তিনি আরও বলেছেন, জনসমক্ষে সেই কথা বলতে গেলেন কেন? দেখা যাক উনি কী জবাব দেন। তার উপরেই নির্ভর করছে ফেডারেশন কী ব্যবস্থা নেবে।
ইস্টবেঙ্গল, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি, জামশেদপুর এফসি, পঞ্জাব এফসি, ওড়িশা এফসি শিবিরের শুরুতেই নিজেদের ফুটবলারদের ছেড়ে না দেওয়ায় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এবং এর ফলে ভারতীয় দলের প্রধান কোচ ইগর স্টিমাচ রেগে গিয়েছেন। গত অগস্টে ইন্ডিয়ান সুপার লিগের বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি শিবিরের জন্য নির্বাচিত ফুটবলারদের ছেড়ে দেওয়ার জন্য সমস্ত ক্লাবকে অনুরোধ করেছিলেন স্টিমাচ। এবার ফেডারেশনের তরফ থেকে যে চিঠি স্টিমাচকে দেওয়া হয়েছে সেটি সামনে এসেছে, তাতে স্পষ্ট ফেডারেশন এবার স্টিমাচের বিষয়ে লাগাম ধরতে চায়। কোচকে দেওয়া চিঠিতে বেশ কিছু বিষয় তুলে ধরেছে ফেডারেশন। তবে চিঠির প্রথমেই স্টিমাচের সাফল্যকে কুর্নিশ করেছে ফেডারেশন। এরপরে তাঁর ভুল গুলোকে ধরিয়েছে তারা। RevSportz-এর রিপোর্টে বলা হয়েছে, ‘ক্লজ ৯ (চুক্তির) বলে যে AIFF নিম্নলিখিত কারণে অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে।’ ক্লজ গুলি হল:
A) যদি দলের প্রধান প্রশিক্ষক ইচ্ছাকৃতভাবে বারবার তাঁকে দেওয়া শর্তাবলী/নির্দেশ বারবার লঙ্ঘন করেন, তাহলে এই ধরনের অপরাধে নথিভুক্ত হবে।
B) যদি প্রধান কোচ অবহেলা করেন বা শৃঙ্খলা ভঙ্গকারী আচরণ করেন।
D) যদি হেড কোচ AIFF কে জনসমক্ষে বদনাম করে বা AIFF এর ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কোনও কাজ করেন।
G) সতর্কতা সত্ত্বেও প্রধান কোচের দ্বারা বারবার চরম অসদাচরণের ঘটনা ঘটলে।
এরপরে এআইএফএফ চিঠিতে লিখেছে, ‘আপনার বক্তব্য মানহানিকর আচরণের সমান। উপরের শর্তাবলী থেকে আরও স্পষ্ট, আপনার আচরণ আপনার চুক্তি লঙ্ঘন করে।’
তিন দিনের মধ্যে চিঠির জবাব চেয়েছে ফেডারেশন। এদিকে আগামী ৭ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হতে যাওয়া চার দিনের কিংস কাপ টুর্নামেন্টে খেলার জন্য ভারতীয় দল যখন প্রস্তুতি নিচ্ছে, তখনই স্টিমাচের এই মন্তব্য আসে। থাইল্যান্ডে সফর শেষে চিনে অনুষ্ঠিত হবে এশিয়ান অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসেও অংশ নেবে দল। তার আগে এন বিতর্ক দলে কতটা প্রভাব ফেলে সেটাও দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।