শুভব্রত মুখার্জি: চলতি মরশুম শুরুর আগেই দীর্ঘদিনের গোলরক্ষক ডেভিড ডে হিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এরপরেই দলে নেওয়া হয় প্রতিভাবান গোলরক্ষক আন্দ্রে ওনানাকে। ইউনাইটেডের জার্সিতে তৃতীয় ম্যাচেই হতশ্রী গোল হজম করলেন তিনি। হাফ লাইম থেকে বিপক্ষ ফুটবলারের নেওয়া শটে পরাস্ত হতে হল তাঁকে। হতশ্রী গোল নিজের তৃতীয় ম্যাচেই হজম করে আত্মবিশ্বাসে কিছুটা হলেও আঘাত নিশ্চয় পেতে হয়েছে ওনানাকে। নিজের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এই গোল হজম করে নিজেতে সমস্যায় পড়লেন দলকে ও সমস্যায় ফেলে দিলেন ওনানাও।
ওনানাকে যখন প্রথমবার চুক্তিবদ্ধ করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ তখন আনন্দের সীমা পরিসীমা ছিল না ভক্তদের।যা প্রথম ম্যাচে কিছুটা হলেও আঘাত পেল তাদের সীমাহীন উচ্ছ্বাস। ইন্টার মিলান থেকে এই মরশুমেই ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলে নিয়েছে ইউনাউটেড। নিজেদের ঘরের মাঠ এ ২০২৩/২৪ মরশুমের জন্য প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব আরসি লেন্সের মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচে যদিও ইউনাউটেড ৩-১ ফলে সহজ জয় তুলে নিয়েছে। তবুও তাদের কাছে কাটার মত রয়ে গিয়েছে ওনানার ওইভাবে গোল হজম করাটা।
ম্যাচের ২৩ মিনিটে ঘটে ঘটনাটি। সেন্টার সার্কেল থেকে লেন্সের ফুটবলার ফ্লোরিয়ান সোতোকা, গোললাইন থেকে ওনানাকে এগিয়ে থাকতে দেখে একটি চিপ শট করেন। ওনানা সেই সময়ে বক্সের একেবারে আউটার প্রান্তে দাঁড়িয়েছিলেন। শট যে একেবারে লক্ষ্যে রয়েছে তা বুঝতে পেরে পিছনে দৌড়াতে শুরু করেন ওনানা। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ওনানাকে পরাস্ত করে বল ঢুকে যায় গোলে। গোল খেয়ে বিমর্ষভাবে মাঠেই বসে নিজের মোজা ঠিক করতে দেখা যায় ওনানাকে। তবে এর পরবর্তী সময়ে ম্যাচে একাধিক ভালো সেভ করেছেন তিনি। ম্যান ইউ টিভিকে ম্যাচ শেষে এই জঘন্য গোল হজম করার জন্য দায় স্বীকার ও করেছেন ওনানা। ইউনাইটেডের জার্সিতে ওনানার অভিষেক হয়েছিল আমেরিকাতে। সেখান প্রাক মরশুম প্রীতি ম্যাচে ইউনাইটেড মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের। যে ম্যাচে ২-০ গোলে হারতে হয়েছিল তাদের। ওনানা তার দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে হারেন বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।