বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > রক্ষণ মজবুত করতে কুয়াদ্রাতের হাতে তৈরি নিশুকে এবার ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল

রক্ষণ মজবুত করতে কুয়াদ্রাতের হাতে তৈরি নিশুকে এবার ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল

নিশু কুমার।

নিশুর সঙ্গে চুক্তির অঙ্কটা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বিশাল বড় অঙ্কের টাকা খরচ করেই নিশুকে তোলা হয়েছে। তবে কেরালা ব্লাস্টার্স তাঁকে পুরোপুরি ছাড়েনি। নিশু লাল-হলুদে এসেছেন এক বছরের জন্য লোনে।

নতুন মরশুমে দল গঠনের জন্য একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল> এবার ভালো দল গঠনই লক্ষ্য তাদের। যে কারণে নন্দকুমারকে ইতিমধ্যে তারা সই করিয়েছে। তার পর স্প্যানিশ ফুটবলার বোরহা হেরেরার সঙ্গে চুক্তি করেছে। পরপর দু'দিন দুই নজর কাড়া চুক্তির পর ফের বুধবার চমক দিল লাল-হলুদষ এবার তারা সই করাল নিশু কুমারকে।

দেশের অন্যতম কমপ্লিট ডিফেন্ডার বলা হয় নিশুকে। নিশুর সঙ্গে চুক্তির অঙ্কটা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বিশাল বড় অঙ্কের টাকা খরচ করেই নিশুকে তোলা হয়েছে। তবে কেরালা ব্লাস্টার্স তাঁকে পুরোপুরি ছাড়েনি। নিশু লাল-হলুদে এসেছেন এক বছরের জন্য লোনে। ডিফেন্স মজবুত করতেই আগেভাগে নিশু কুমারকে সই করানো হল। বুধবার বেলা গড়াতেই ক্লাবের বিনিয়োগকারী সংস্থার তরফে সরকারি ভাবে নিশু কুমারকে সই করানোর খবর জানানো হয়।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে না খেলার ‘নীতিগত’ সিদ্ধান্তের কথা স্পষ্ট করলে জানালেন লিও মেসি

উত্তরপ্রদেশের মুজাফফর নগরের ছেলে নিশু চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমি এবং এআইএফএফ এলিট অ্যাকাডেমি থেকে মূলত প্রশিক্ষণ নিয়েছেন। বেঙ্গালুরু এফসি প্রথম ক্লাব তাঁর। বেঙ্গালুরুর জার্সিতেই আই লিগ এবং আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। সুপার কাপেও খেলেছেন। মূলত লাল-হলুদের নতুন কোচ কার্লস কুয়াদ্রাতই তাঁকে লাল-হলুদে নিয়ে আসছেন। বেঙ্গালুরুতে কুয়াদ্রাতের হাত ধরেই নিজেকে তৈরি করেছেন নিশু। নিজের হাতে তৈরি করা ফুটবলারকে দলে রেখে শক্তি বাড়ানোই মূল উদ্দেশ্য স্প্যানিশ কোচের। কুয়াদ্রাত বিশ্বাস করেন, নিশু ইস্টবেঙ্গলে আসার ফলে দলের গভীরতা বাড়বে।

আরও পড়ুন: বার্সার আবেগ, আল হিলালের রেকর্ড টাকা উপেক্ষা করে মেসি যাচ্ছেন বেকহ্যামের ক্লাবে

নিশুর ভালো গতি আছে, ফুটবল বুদ্ধি তুখড়। সবচেয়ে বড় কথা, তিনি মারাত্মক লড়াকু ফুটবলার। সহজে হাল ছাড়েন না। লাল-হলুদের জার্সিতে প্রিয় কোচের অধীনে নিজের সেরাটা দিতে মরিয়া হয়ে থাকবে নিশুও। ভারতের জার্সিতে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। নিশু দলে থাকার সবচেয়ে বড় সুবিধে তিনি ডান দিক এবং বাঁ-দিক দু'দিকেই সমান ভাবে অপারেট করতে পারেন। দু'টো পা কাজ করে তাঁর।

নিশু ২০২০-২১ মরশুমে আইএসএল-এর আগে কেরল ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন। ২০২২-২৩ মরশুমে নিশু ১৭টি ম্যাচে একটা অ্যাসিস্টও করেছেন ১২টি ইন্টারসেপশন, ২২টি ক্লিনশিট এবং ১৫টি সফল ট্যাকল রয়েছে তাঁর পরিসংখ্যানে। ফিটনেসের দিক থেকেও দারুণ ভালো রেকর্ড তাঁর। খেলেছেন সব ক’টি ম্যাচ। সামগ্রিক ভাবে ৮২টি আইএসএল ম্যাচ খেলা হয়ে গিয়েছে নিশুর। ৩টি গোল, ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। তাই বলাই যায়, নিশু কুমার ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকেও যেতে পারেন। তারকা ফুটবলার লা-হলুদে যোগ দেওয়ায় দলের ভারসাম্য আরও ভালো হল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুক্রেও ঝড়-বৃষ্টি হাঁকাবে বাউন্ডারি, বর্ষণ চলবে কতদিন? দেখুন আবহাওয়ার আপডেট পোলিওয় হারিয়েছেন হাত-পা, পদ্মশ্রী নেওয়ার আগে মোদীকে প্রণাম কেএস রাজন্নার আবির্ভাবের গানে কেঁদে ভাসালেন নেহা, সুপারস্টার সিঙ্গারের মঞ্চ কোন উপহার পেল খুদে IPL 2024 Points Table: পঞ্জাবকে ছিটকে দিল RCB, কোহলিদের প্লে-অফের সম্ভাবনা কতটা? একবার ফ্লোর টেস্ট জিতেছি, আবার জিতব, হরিয়ানায় আস্থা ভোটের চিঠির জবাব সাইনির মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল RCB, পরিত্রাতা কোহলি আগামিকাল অক্ষয় তৃতীয়ায় বুধাদিত্য রাজযোগ, ৩ রাশির ভাগ্য খুলবে, পাবে আয়ের নতুন পথ বিশেষ ভোগ নিবেদনে আয়োজিত হল ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে বড়মার অন্নকূটের অনুষ্ঠান ট্রেনের নীচে ফুলকি, পোড়া গন্ধ, দাঁড়িয়ে পড়ল গোবরডাঙা লোকাল মাধুরীর জন্মদিনে বিশেষ চমক 'ভক্ত' অঙ্কিতার! ড্যান্স দিওয়ানেতে নাচলেন কোন গানে?

Latest IPL News

মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল RCB, পরিত্রাতা কোহলি স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG IPL-কলকাতায় ভারি বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের পিচে গড়াগড়ি খেয়েও ছক্কার পর ছক্কা হাঁকালেন রঘুবংশী, KKR শেয়ার করল দারুণ ভিডিয়ো আইপিএলের মতো রান উঠবে না T20 বিশ্বকাপে, ক্রিকেটারদের বার্তা পিচ কিউরেটরের সবাই ভাবত লাল বলেই শুধু সাফল্য পাবেন, কীভাবে লোকের ভুল ভাঙালেন, জানালেন রাহুল বিরাটকে চার নম্বরে পাঠিয়ে সূর্যকে তিনে পাঠাও, ভারতীয় দলকে উপদেশ ব্রায়ান লারার IPL 2024-পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে, হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.