ATK Mohun Bagan vs Chennaiyin FC Highlights: দীর্ঘদিন অনুশীলন করিয়েছেন। কিন্তু ডুরান্ড কাপ এবং এএফসি কাপের রোগ সারাতে পারলেন না জুয়ান ফেরান্দো। দুই রোগেই আইএসএলের প্রথম ম্যাচে হারল এটিকে মোহনবাগান। প্রথমার্ধে প্রচুর সুযোগ পেয়েও গোল করতে না পারা এবং রক্ষণের ঘুমিয়ে যাওয়ার ফলে ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির কাছে ২-১ গোলে হেরে গেল সবুজ-মেরুন শিবির।
খেলার ফল
এটিকে মোহনবাগান ১-২ চেন্নাইয়িন এফসি। এটিকে মোহনবাগানের হয়ে ২৭ মিনিটে মনবীর সিং গোল করেন। কারিকারি ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। ৮৩ মিনিটে গোল করেন রহিম আলি।
প্রস্তুতি হল, অজুহাত হল, তবে পুরনো রোগ সারল না ATK মোহনবাগানের!
অনুশীলন করলেও রোগ সারাতে পারেননি জুয়ান ফেরান্দো। যদিও ম্যাচের অজুহাত খাড়া করেছিলেন এটিকে মোহনবাগানের কোচ। দাবি করেছিলেন, ইউরোপের ফুটবলে সাত ঘণ্টা প্রশিক্ষণ হয়। ভারতীয় ফুটবলে মাত্র দু'ঘণ্টার। যদিও ম্যাচ হারের পর অনেকের বক্তব্য, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের ছেড়ে দিয়ে যে ভুলটা করেছেন ফেরান্দো, তা থেকেই বাঁচতেই উটকো যুক্তি দিচ্ছেন ফেরান্দো। কারণ তিনি জানেন যে হাতে গোল করার লোক নেই।
জিতে গেল চেন্নাইয়িন
ম্যাচ শেষের বাঁশি! জিতে গেল চেন্নাইয়িন এফসি। অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল চেন্নাইয়িন। খেলার ফল : এটিকে মোহনবাগান ১-২ চেন্নাইয়িন।
সুযোগ হাতছাড়া এটিকে মোহনবাগানের
৯০ মিনিট: কর্নার এটিকে মোহনবাগানের। কিছু করতে পারবে সবুজ-মেরুন শিবির? ফারদিন আলি মোল্লার হেডার। না, গোলে থাকল না। ওই জায়গা থেকে গোলে রাখা উচিত ছিল।
দারুণ ডিফেন্ডিং চেন্নাইয়িনের
৮৮ মিনিট: দ্বিতীয় গোলের পরে জেগে উঠেছে চেন্নাইয়িন ডিফেন্স। এটিকে মোহনবাগানের আক্রমণ রুখে দিল। দেবজিতের কাছেই বল যেতে দিল না ডিফেন্স।
মোহনবাগানের প্রাক্তনীকে রুখলেন ATK মোহনবাগান
ভালো দুর্দান্ত সেভ দেবজিতের। মোহনবাগানের প্রাক্তনী রুখে দিলেন এটিকে মোহনবাগানের ফ্রি-কিক। তবে দেবজিতের কাজটা সহজ করে দেন লিস্টন।
বক্সের বাইরে ফ্রি-কিক মোহনবাগানের
৮৬ মিনিট: বক্সের মধ্যে পড়ে গেলেন হুগো। পেনাল্টির আবেদন। ধাক্কা হলেও পেনাল্টির মতো ছিল না। তবে বক্সের বাইরে হ্যান্ডবল চেন্নাইয়িনের। সমতা ফেরাতে পারবে এটিকে মোহনবাগান?
গোল খেয়েই আক্রমণে এটিকে মোহনবাগান
৮৫ মিনিট: গোল খেয়েই আক্রমণে এটিকে মোহনবাগান। তবে কোনও লাভ হল না। গোল শোধ করতে পারবে সবুজ-মেরুন শিবির?
ঘুমিয়ে গেল ATK মোহনবাগানের ডিফেন্স! দাঁড়িয়ে হারের মুখে
৮৩ মিনিট: গোওওওওওওওওওল! এটিকে মোহনবাগান ডিফেন্স ঘুমিয়ে গেল। এটিকে মোহনবাগান ১-২ চেন্নাইয়িন। দুর্দান্তভাবে কাট করে বক্সের বাইরে থেকে কারিকারির দারুণ পাস। এটিকে মোহনবাগানের ডিফেন্ডাররা যুবভারতীতে নন, ইকো পার্কে ছিলেন। বিনা মার্কিংয়ে রহিম আলি ঝাঁপিয়ে পড়লেন। দুর্দান্ত ফিনিশ রহিমের। ডান পায়ে দ্বিতীয় পোস্টের একেবারে কোণে বল রাখেন।
ফ্রি-কিকে কোনও লাভ হল না
বক্সের বাইরে থেকে ফ্রি-কিক। কোনও লাভ হল না। বল ক্লিয়ার করে দিল চেন্নাইয়িন এফসি। লিস্টন বল নিয়ে ফের উঠে আসার চেষ্টা করলেন। কোনও লাভ হল না।
বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক
৮০ মিনিট: বক্সের ঠিক বাইরে হ্যান্ডবল। একেবারে ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক এটিকে মোহনবাগানের। পেনাল্টির আবেদন সবুজ-মেরুন শিবিরের। তবে ফ্রি-কিকের সিদ্ধান্তেই অনড় রেফারি।
মাঠে এলেন সৌরভ দাস
৭৩ মিনিট: চোট পেয়ে বেরিয়ে গেলেন অজিত কুমার। মাঠে এলেন সৌরভ দাস।
জোড়া পরিবর্তন এটিকে মোহনবাগানের
৬৮ মিনিট: জোড়া পরিবর্তন এটিকে মোহনবাগানের। মাঠে এলেন কার্ল ম্যাকহিউ এবং লিস্টন কোলাসো। দিমিত্রের পরিবর্তে এলেন ম্যাকহিউ। আশিস রাইয়ের পরিবর্তে মাঠে লিস্টন।
কীভাবে গোল হল?
কারিকারিকে পাস দেন জুলিয়াস। এটিকে মোহনবাগান রক্ষণ এক লাইনে দাঁড়িয়ে যায়। বিশাল কেইথ এগিয়ে আসেন। তাঁর পাশ থেকে বল বের করে নিতেই কারিকারিকে ফেলেন মোহনবাগান গোলকিপার। তারপরই ফাউল করেন। একেবার সহজতম সিদ্ধান্ত ছিল রেফারির পক্ষে। পেনাল্টিতে ঠান্ডা মাথায় শট।
লুকিয়ে রাখা গেল না ‘রোগ’, পেনাল্টিতে গোল খেল এটিকে মোহনবাগান
৬৩ মিনিট: গোওওওওওওওওওল চেন্নাইয়িনের। গোলকিপার বিশাল কেইথের ফাউলের মাশুল গুনল এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগান ১-১ চেন্নাইয়িন। তবে এটিকে মোহনবাগানের রক্ষণ দাঁড়িয়ে যাওয়ায় তাঁর কিছু করার ছিল না বলে যুক্তি দেখাতেই পারেন বিশাল।
পেনাল্টি চেন্নাইয়িনের
৬২ মিনিট: জঘন্য রক্ষণ এটিকে মোহনবাগানের। স্রেফ দাঁড়িয়ে গেল এটিকে মোহনবাগানের। একেবারে সোজা সিদ্ধান্ত রেফারির জন্য। পেনাল্টি পেল চেন্নাইয়িন।
স্কিল দেখাতে গিয়ে চেন্নাইয়িনকে কর্নার 'উপহার' প্রীতমের
৬০ মিনিট: স্কিল দেখাতে গিয়ে চেন্নাইয়িনকে কর্নার 'উপহার' প্রীতম কোটালের। রোনাল্ডনিহোর মতো স্কিল দেখাতে গিয়ে কর্নার দিয়ে বসেন। তবে কোনও বিপদ হয়নি এটিকে মোহনবাগানের।
বেঁচে গেলেন দেবজিৎ
৫৫ মিনিট: ৩৫ গজ থেকে দূর থেকে অলস শট এটিকে মোহনবাগানের অধিনায়ক জনি কাউকোর। তবে দুর্বল শট ধরতে গিয়ে বল ফস্কালেন দেবজিৎ মজুমদার। বিপদ অবশ্য হয়নি চেন্নাইয়িনের।
অবশেষে শুরু হল খেলা
প্রায় ১০ মিনিট ফ্লাডলাইটের একাংশ নিভে থাকল। এবার শুরু হল খেলা। ৫৪ মিনিট থেকে খেলা শুরু হল।
আস্তে আস্তে আলো ফিরছে
আস্তে আস্তে আলো ফিরছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে মাঠের একদিকে এখনও কিছুটা অন্ধকার আছে।
আবারও লজ্জা যুবভারতীর, নিভল একদিকের ফ্লাডলাইট
৫৩ মিনিট: আবারও লজ্জা যুবভারতী ক্রীড়াঙ্গনের। নিভে গেল একদিকের স্তম্ভের বাকি। খেলা আপাতত বন্ধ আছে। ফ্লাডলাইটের আলো বন্ধের জেরে আপাতত খেলা হচ্ছে না।
আনাড়ি শট মনবীরের
৪৮ মিনিট: দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার এটিকে মোহনবাগানের। হুগোর কর্নার। তবে হেড দিয়ে ক্লিয়ার করে দিল অ্যাওয়ে দল। ডানদিকের প্রান্তে বল চলে যায়। সেখান থেকে ক্রস। বুক দিয়ে ভালো রিসিভ, মনবীর সিং শটের জায়গা পেলেন না। আড়ানি শট গোলের ধারেকাছেও থাকল না।
‘যুবভারতী ফাঁকা পুরো’, দাবি মোহনবাগান সমর্থকদের
ম্যাচের মধ্যেই মোহনবাগান সমর্থকরা ‘রিমুভ এটিকে’ দাবিতে অনড় আছেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক মোহনবাগান সমর্থকের দাবি, যুবভারতী ফাঁকা পুরো। মোহনবাগানের সমর্থকরা ‘এটিকে মোহনবাগানের’ ম্যাচ দেখতে যায়নি।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
শুরু দ্বিতীয়ার্ধের খেলা। এটিকে মোহনবাগান ১-০ চেন্নাইয়িন এফসি।
১-০ গোলে এগিয়ে ATK মোহনবাগান, ফাইনাল থার্ডে সেই সমস্যা
প্রথমার্ধের খেলা শেষ। মনবীর সিংয়ের ২৭ মিনিটের গোলে এগিয়ে আছে এটিকে মোহনবাগান। তবে যতগুলি সুযোগ পেয়েছিল সবুজ-মেরুন শিবির, তার অধিকাংশই শেষ করতে পারেনি।
অফসাইডের জালে মোহনবাগানের
৪৪ মিনিট: অফসাইডের জালে এটিকে মোহনবাগান। থ্রু বল দেওয়ার চেষ্টা শুভাশিস। তবে অফসাইডের জালে হুগো।
দূর থেকে শট শুভাশিসের, বাঁচালেন দেবজিৎ
৪১ মিনিট: দূর থেকে শট শুভাশিসের। ৩৫ গজ দূর থেকে বাঁ-ফুটের শট গোলপোস্টের বাঁ-দিকে উড়ে যাচ্ছিল। তা বাঁচিয়ে দেন দেবজিৎ।
কর্নার এটিকে মোহনবাগানের
৩৯ মিনিট: কর্নার এটিকে মোহনবাগানের। ফালু দিয়াগনের কারণে কর্নার পেয়েছে সবুজ-মেরুন শিবির।
হলুদ কার্ড দেখলেন অজিত
৩৭ মিনিট: হলুদ কার্ড অজিত কুমারকে। হুগো দ্রুত থ্রো করতে যাচ্ছিলেন। তাঁকে ধাক্কা দিতে যান অজিত। হুগো উলটে পড়ে গেলেন। কনুইয়ের কিছুটা ধাক্কা লাগলেও হুগো যেভাবে পড়ে গিয়েছিলেন, ধাক্কার মাত্রা সেরকম বেশি ছিল না। তবে হলুদ কার্ড দেখলেন অজিত।
প্রথম কর্নার চেন্নাইয়িনের
৩৫ মিনিট: ডানদিক থেকে ক্রস চেন্নাইয়িনের। বক্সের মধ্যে থেকে তা হেড করে বের করে দিলেন প্রীতম কোটাল। কর্নার চেন্নাইয়িনের। তবে কোনও লাভ হল না।
চাপে চেন্নাইয়িন
৩২ মিনিট: আরও অজিতকে টপকে গেলেন আশিক। বাঁ-দিক থেকে ক্রস এটিকে মোহনবাগান খেলোয়াড়ের। তবে তা এটিকে মোহনবাগানের কোনও খেলোয়াড়ের কাছে গেল না। বেঁচে গেলেন দেবজিৎরা। তবে অজিত যেভাবে বাববার বোকা বনছেন, তাতে দ্বিতীয়ার্ধে তাঁকে সম্ভবত নামানো হবে না।
আচমকা খেলার ঝাঁঝ বাড়াল এটিকে মোহনবাগান
২৮ মিনিট: আচমকা খেলার ঝাঁঝ বাড়াল এটিকে মোহনবাগান। এবার অবশ্য গোল হল না। চেন্নাইয়িনের রক্ষণেই আটকে গেল হুগোর ফ্রি-কিক, গোলকিক চেন্নাইয়িন।
গোল ATK মোহনবাগানের! দুর্দান্ত কাউন্টারে পরাস্ত দেবজিৎ
২৬ মিনিট: গোওওওওওল এটিকে মোহনবাগানের। মাথা ঠান্ডা রেখে চেন্নাইয়িনের জালে বল জড়িয়ে দিলেন মনবীর সিং। চেন্নাইয়িনের আক্রমণ থেকে কাউন্টার অ্যাটাকে ওঠে এটিকে মোহনবাগান। কয়েকটি পাসে চেন্নাইয়িনের ডিফেন্স ভেঙে দেয়। হুগোকে পাস দেন আশিস রাই। দিমিত্রসকে পাস দেন হুগো। দিমিত্রস মনবীরের উদ্দেশ্যে বল দেন। বক্সের মাঝখান থেকে দেবজিতের বাঁ-দিক দিয়ে বাঁ-পায়ে শট মনবীরের। জালের ডানদিকের কোণে বল জড়িয়ে গেল।
হুগোর ফ্রি-কিক, গোলকিক চেন্নাইয়িন
২০ মিনিট: বক্সের ঠিক বাইরে হ্যান্ডবল অজিতের। হুগোর ফ্রি-কিক। দ্বিতীয় পোস্টে রাখার চেষ্টা। কিন্তু গোললাইন পার করে গেল। গোলকিক চেন্নাইয়িনের।
মাঝমাঠে দুরন্ত স্কিল হুগোর
১৯ মিনিট: মাঝমাঠে দুরন্ত স্কিল হুগোর। ৩৬০ ডিগ্রি ঘুরে মার্কারকে ছিটকে গেলেন। বক্সের মধ্যে আশিককে পাস। বল বাইরে করে দিল চেন্নাইয়িন।
থালায় সাজিয়ে দিলেন হুগো, তাও খেতে পারলেন না শুভাশিস
১৬ মিনিট: দারুণ ফ্রিকিক হুগোর। চামচের মতো বল সাজিয়ে দেন হুগো। এগিয়েও যান শুভাশিস। পা ঠেকিয়ে তেকাঠিতে রাখলেই গোল নিশ্চিত ছিল। কিন্তু পায়ে বলই ঠেকাতে পারলেন না এটিকে মোহনবাগানের খেলোয়াড়।
মারাত্মক ভুল দেবজিতের, তবে বেঁচে গেলেন
১৫ মিনিট: মারাত্মক ভুল দেবজিৎ মজুমদারের। তাঁকে পিছন থেকে বল ঠেলে দেন সতীর্থ। কিন্তু ঠিকভাবে বল রিসিভ করতে পারেননি বঙ্গসন্তান। বল ছিনিয়ে নেয় মোহনবাগান। দেবজিতের উপর চাপ তৈরি করেন মনবীর। শেষপর্যন্ত আশিকের শট রুখে দেন দেবজিৎ। শান্তি পাবেন বঙ্গসন্তান।
সেই গোলে বল ঢোকানোর লোক পাচ্ছে না ATKMB, চাপে চেন্নাইয়িন
প্রথম কয়েক মিনিটে ম্যাচে আধিপত্য এটিকে মোহনবাগানের। কিন্তু যথারীতি ফাইনাল-থার্ডে ব্যর্থতার জেরে সেই অর্থে দেবজিৎ মজুমদারকে পরীক্ষার মুখে পড়তে হয়নি। এটিকে মোহনবাগানের পজেশন ৬১ শতাংশ।
প্রথম আক্রমণ চেন্নাইয়িনের
৯ মিনিট: প্রথম আক্রমণ চেন্নাইয়িনের। তিন চেন্নাইয়িন খেলোয়াড় উঠে আসছেন। পেটার পায়ে বল। পাস করলেন থাপাকে। তাঁর শট গায়ে লাগল এটিকে মোহনবাগানের খেলোয়াড়ের।
লক্ষ্যভ্রষ্ট এটিকে মোহনবাগানের
৬ মিনিট: চেন্নাইয়িনের রক্ষণের ডানদিকে ফাঁকফোকর। অজিত কুমারকে টপকে উঠে আসছেন আশিক। চেন্নাইয়িনের ডিফেন্সে হাহাকার। আশিকের নীচু ক্রস থেকে বক্সের সেন্টার থেকে শট আশিস রাইয়ের। লক্ষ্যভ্রষ্ট।
শট মোহনবাগানের, সেভ প্রাক্তনী দেবজিতের
৪ মিনিট: দেবজিৎ মজুমদারের প্রথম সেভ! কর্নারে পরিকল্পনার ছাপ। বক্সের মাথা থেকে দিমিত্রস পেত্রাতোসের শট। নিজের ডানদিকে ঝাঁপিয়ে বল সেভ করলেন মোহনবাগানের প্রাক্তন গোলকিপার।
কর্নার এটিকে মোহনবাগানের
৩ মিনিট: বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা এটিকে মোহনবাগানের। বাঁ-দিক থেকে সেন্টার আশিকের। কিন্তু বাজে সেন্টার।
যুবভারতীতে কিক-অফ, চাকরি বাঁচাতে পারবেন ATK মোহনবাগানের কোচ?
যুবভারতীতে কিক-অফ এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচে। চাকরি বাঁচাতে পারবেন জুয়ান ফেরান্দো?
কে গোল করবেন এটিকে মোহনবাগানের?
আইএসএলের প্রথম ম্যাচে নামার আগে দলের গোল করার ক্ষমতা নিয়ে চাপে আছেন জুয়ান ফেরান্দো। সন্তোষ কাপ এবং এএফসি কাপের ম্যাচ - দুই প্রতিযোগিতায় গোল করতে গিয়ে খাবি খেয়েছে এটিকে মোহনবাগান। অথচ রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসদের ছেড়ে দিয়েছেন ফেরান্দো। তাই আজ সবথেকে বড় প্রশ্ন, কে গোল করবেন এটিকে মোহনবাগানের?
চেন্নাইয়িন এফসির প্রথম একাদশ
দেবজিৎ মজুমদার, বাফা হাখামানেশি, ফালু দিয়াগনে, নারায়ণ দাস, অজিত কুমার, অনিরুদ্ধ থাপা, জুলিয়াস ডুকের, জিতেশ্বর সিং, প্রশান্ত করুথাদাথকুনি, পেটার স্লিসকোভিচ এবং রহিম আলি।
বেঞ্চে বসতে হচ্ছে পোগবাকে
ঢাক-ঢোল পিটিয়ে ফোরেন্টিন পোগবাকে আনা হয়েছিল। কিন্তু যতটা ‘চড়াম, চড়াম’ উঠেছিল, পোগবা নামার আগে সেই আওয়াজ অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে তাঁকে বেঞ্চে রেখেছেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। তাছাড়া বেঞ্চে আছেন আর্শ আনোয়ার শেখ, কার্ল, ম্যাকহিউ, সুমিত রাঠি, লেনি রদ্রিগেজ, লিস্টন কোলাসোরা।
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ
বিশাল কাইথ, ব্রেন্ডন হামিল, শুভাশিস বসু, প্রীতম কোটাল, জনি কাউকো (অধিনায়ক), দীপক টাংরি, হুগো বৌমাস, আশিক কুরুনিয়ান, আশিস রাই, দিমিত্রস পেত্রাতোস এবং মনবীর সিং। অর্থাৎ প্রথম একাদশে নেই ফ্লোরেন্টিন পোগবা। ৩-৫-২ ফর্মেশনে খেলছে এটিকে মোহনবাগান।
আজ চেন্নাইয়িনয়ের বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান
ATK Mohun Bagan vs Chennaiyin FC Live Score: আইএসএলের (ইন্ডিয়ান সুপার লিগ) প্রথম ম্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান। ডুরান্ড কাপ এবং এএফসি কাপের ব্যর্থতার জেরে কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সেই ম্যাচে যথেষ্ট চাপে থাকবেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। উত্তর খুঁজতে হবে একাধিক প্রশ্নের।