বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > CFL 2023: কোচ তাড়ানোর পর দিনই টালিগঞ্জকে ৪-০ উড়িয়ে দিল মহমেডান, উঠে এল লিগ টেবলের দুইয়ে

CFL 2023: কোচ তাড়ানোর পর দিনই টালিগঞ্জকে ৪-০ উড়িয়ে দিল মহমেডান, উঠে এল লিগ টেবলের দুইয়ে

বড় জয় পেল মহমেডান।

বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৪-০ গোলে হারায় মহমেডান। জোড়া গোল করেন অভিজিৎ সরকার। অন্য দু'টি করছেন অভিষেক হালদার এবং গণেশ বেসরার।

মঙ্গলবারই মহমেডান স্পোর্টিং তাদের প্রধান কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে বরখাস্ত করেছে। আর বুধবরাই ছিল টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ। সহকারী কোচ শাহিদ রমনের অধীনেই খেলতে নেমেই আগুনে মেজাজে টালিগঞ্জকে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। ৪-০ গোলে জয় ছিনিয়ে নিল তারা।

বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৪-০ গোলে হারায় মহমেডান। জোড়া গোল করেন অভিজিৎ সরকার। অন্য দু'টি করছেন অভিষেক হালদার এবং গণেশ বেসরার।

এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে মহমেডান। সাধারণত ময়দানের ট্রেন্ড অনুযায়ী, কোচ বদলের পরের ম্যাচেই জিততে দেখা যায় দলগুলিকে। এদিনও সেটাই অব্যাহত থাকল। বল পজেশন থেকে গোল লক্ষ্য করে শট, সবেতেই অনেকটা এগিয়ে ছিল মহমেডান। বিকাশ সিংয়ের মাইনাসে পা ছোঁয়াতে পারলে শুরুতেই এগিয়ে যেত দল। কিন্তু জায়গায় পৌঁছতে পারেননি অভিজিৎ।

তবে গোলের জন্য সাদা-কালো ব্রিগেডকে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি। ম্যাচের ১৫ মিনিটের মাথাতেই মহমেডানকে এগিয়ে দেন অভিষেক হালদার। তন্ময়ের পাস থেকে অনবদ্য গোল করেন মাঝমাঠের ফুটবলার। ম্যাচের ৩০ মিনিট গড়াতেই এসেছিল আরও একটি সহজ সুযোগ। গণেশ বেসরার মাপা মাইনাসে পা ছোঁয়াতে পারেননি বিকাশ সিং। তবে ম্যাচের ৩৪ মিনিটেই সেই আক্ষেপ মিটিয়ে ব্যবধান বাড়ান অভিজিৎ সরকার। বাঁ দিক থেকে মাপা মাইনাস রেমসাঙ্গার। আলতো টোকায় বল জালে জড়ান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা ফুটবলার। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মহমেডান।

দ্বিতীয়ার্ধেও একই দাপট ধরে রেখে মাঠে নেমেছিল সাদা-কালো ব্রিগেডয। তবে ম্যাচ চলাকালীন হঠাৎ-ই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামে। অঝোর বৃষ্টিতেও মহমেডান গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠেছিল। ম্যাচের ৫৭ মিনিটে জুইডিকার ক্রস থেকে নীচু হেডে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন অভিজিৎ। মহমেডান ৩-০ এগিয়ে যাওয়ায় চাপে পড়ে যায় টালিগঞ্জ। প্রথমার্ধেই ম্যাচ তাদের হাত থেকে বের হয়ে গিয়েছিল। তৃতীয় গোলটির পর ক্ষীণ আশাটুকুও টালিগঞ্জের শেষ হয়ে যায়।

ম্যাচের ৬৫ মিনিটে অভিজিতের শট ক্রসপিসে না লাগলে এদিন হ্যাটট্রিক করতে পারতেন তিনি। এদিকে ম্যাচের ৭৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন গণেশ বেসরা। জোড়া গোলে ম্যাচের সেরা অভিজিৎ সরকার। এই নিয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্টের হাত ধরে গ্রুপের দুই নম্বরে উঠে এল মহমেডান। যার ফলে একধাপ নীচে চার নম্বরে নেমে গেল মোহনবাগান। কার্ড সমস্যায় এদিন ছিলেন না দলের সর্বোচ্চ গোলদাতা ডেভিড। তাতেও মহমেডান অসংখ্য গোলের সুযোগ তৈরি করেছিল। যদি সব সুযোগ কাজে লাগানো যেত, হাফ ডজন বা তার বেশি গোলেই জিততে পারত সাদা-কালোরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোথায় গেল দুর্নীতির টাকা? সুজয়কৃষ্ণসহ ৩ জনকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গেল CBI ‘দেব ইলেকশনের সময় বেশ সক্রিয়’, আর সায়নী? তারকা ও রাজনীতি নিয়ে কী বললেন চিরঞ্জিৎ ইডেনে এল জিত, কিন্তু হারলে কেমন মুড থাকে মালকিন প্রীতির, জানালেন PBKS প্রাক্তনী OYO বন্ধ তো কোথায় যাব-পার্কে নীতিপুলিশ বিধায়ককে সোজা জবাব তরুণ-তরুণীর ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে ব্যাংককের তাপমাত্রা! অত্যন্ত গরমে দগ্ধ থাইল্যান্ড সাহারার ধূলিঝড়ে বিধ্বস্ত এথেন্স ও গ্রিস! কমলা রঙে ছেয়ে গিয়েছে আকাশ, দেখুন ছবি ‘যেন সত্যিকারের রাম-সীতা’! রামায়ণ থেকে ফাঁস রণবীর-সাই-এর প্রথম লুক, দেখুন ছবি বিশ্বে সবচেয়ে সস্তা পাসপোর্টের মধ্যে রয়েছে ভারত, ভিসা ছাড়াই যেতে পারেন ৬২ দেশে তৈরি আরও ৪ স্টেশন, কলকাতার আরও এক গুরুত্বপূর্ণ রুটে শুরু মেট্রোর ট্রায়াল রান আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের তালিকা

Latest IPL News

ইডেনে এল জিত, কিন্তু হারলে কেমন মুড থাকে মালকিন প্রীতির, জানালেন PBKS প্রাক্তনী কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.