বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Saudi Pro League 2023-24: ভিডিয়ো-সৌদি প্রো লিগে বিতর্কিত হ্যান্ড বল, হারের হ্যাটট্রিক আল ফতের

Saudi Pro League 2023-24: ভিডিয়ো-সৌদি প্রো লিগে বিতর্কিত হ্যান্ড বল, হারের হ্যাটট্রিক আল ফতের

আল হারবি ও জেকব। ছবি-এক্স

সৌদি প্রো লিগে বিতর্কিত হ্যান্ড বল। যার জেরে পেনাল্টি আদায় করে নেয় আল হাজম। হারের হ্যাটট্রিক গড়ল আল ফতে।

অবশেষে সাফল্য পেল আল হাজম এফসি। লাগাতার তিনটি হারের পর, এসেছিল একটি ড্র এবং তার পরের ম্যাচেই জয়ের স্বাদ পেল জোসে ড্যানিয়েল ক্যারেনোর ছেলেরা। আল ফতে'র বিরুদ্ধে একটি 'মাস্ট উইন ম্যাচ' তারা শেষ করলো ২-০তে। পাশাপাশি, এই হার নিয়ে পরপর তিনটি পরাজয়ের শিকার হলো স্লাভেন বিলিচের ছেলেরা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় আল হাজম। এরপর লাগাতার চেষ্টা করা সত্ত্বেও ম্যাচে ফিরতে পারেনি আল-হাসান ও আল-মগ্রেনের দল। তবে এদিন ম্যাচে ঘটে একটি অদ্ভুত কান্ড। একটি বিরল পেনাল্টি পায় তারা। আল ফতের ফরহাদ আল হারবি 'হাই ফাইভ' করতে গিয়ে অজান্তেই হাতে বল লাগিয়ে ফেলেন এবং সেটার ভিত্তিতেই পেনাল্টি নির্দেশ রেফারি। এর সুবাদে গোল করে বিপক্ষ দলকে চাপে ফেলে দেয় ক্যারেনোর ছেলেরা।

শুক্রবার আল হাজম ক্লাব স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। এদিন আয়োজক দলের জয়ে অবশেষে হাসি ফোটে আল হাজম সমর্থকদের মুখে। এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট অব্যাহত রাখে আল হাজম এফসি। যদিও ম্যাচে সমতা ফেরানোর মতো সুযোগ পেয়েছিল আল ফতে। কিন্তু পারেনি তার সদ্ব্যবহার করতে। এদিন ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় আয়োজক দল। আল হাজমের হয়ে প্রথম গোলটি করেন ব্রুনো ভিয়ানা। এরপরই ঘটে সেই বিরল এবং বিতর্কিত কান্ড। নিজের দলের গোলকিপার জেকব রিনেকের সঙ্গে 'হাই ফাইভ' করতে গিয়ে অজান্তেই বলটি হাতে লাগিয়ে ফেলেন ফরহাদ আল হারবি।

এরপরেই রেফারি বাঁশি বাজান। এবং সঙ্গে সঙ্গেই পেনাল্টি ঘোষণা করেন। অতিথি দলের তরফে 'ভিএআর'এর আবেদন করা হয় সঙ্গে সঙ্গে এবং তা দেখেই আল হাজেমের পক্ষে নিশ্চিত হয় পেনাল্টি। সুযোগের সদ্ব্যবহার করেন টোজে। পেনাল্টিতে গোল করে নিজের দলকে ২-০তে এগিয়ে দেন তিনি। যদিও ম্যাচে সমতা ফেরানোর বেশ কিছু সুযোগ আসে আল ফতের কাছে। কিন্তু অতিথি দল তা পরিণত করতে পারেনি গোলে। শেষ পর্যন্ত সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে ২-০ গোলে মাঠ ছাড়ে আল হাজমের ফুটবলাররা।

উল্লেখ্য সৌদি প্রো লিগে এই মরশুম শুরু হয়েছে ১১ আগস্ট এবং চলবে পরের বছরের ২৭ মে পর্যন্ত পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ১৮টি দল। এই পর্যন্ত খেলা হয়েছে ১৩৫টি ম্যাচ এবং মোট গোলের সংখ্যা ৪১৮। এই পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর মোট গোলের সংখ্যা ১৬। ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে আল হিলাল। এখনও পর্যন্ত একটিও ম্যাচে পরাজিত হননি তারা। যদিও অপরাজিত থাকার তালিকায় আল হিলাল ছাড়া আর কোনও দল নেই। দ্বিতীয় স্থানে ৩৭ পয়েন্ট নিয়ে রয়েছে রোনাল্ডোর দল আল নাসের।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হঠাৎ ক্ষেপে গেলেন কেন করিনা? কার উদ্দেশ্যে বললেন, 'আমাকে কেউ খোঁচালে...' কলকাতা লিগ জেতাতে ইস্টবেঙ্গলকে গায়ের জোরে ৩ পয়েন্ট দিল IFA! অভিযোগ কুণালের চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর দিলেন কাঞ্চন! কী জানালেন? হরিয়ানায় লজ্জার হার কৃষক নেতা গুরনামের, জুটল মোটে ১১৭০ ভোট, পাশে নেই ১% লোকও ষষ্ঠীতে T20I-এর লড়াই সূর্যকুমার ও হরমনপ্রীতদের, ভারতের ২টি ম্যাচ দেখবেন কীভাবে? পুজোয় নয়া কর্মসূচি ডাক্তারদের, ষষ্ঠীতে কলকাতা জুড়ে 'অভয়া পরিক্রমা' হরিয়ানা ছুঁল পুরনো রেকর্ড, বিধানসভায় সর্বোচ্চ সংখ্যক মহিলা, কোন দলের কতজন জিতলেন আরজি কর বিতর্ক অতীত, পুজোয় 'আপনজন' সৌরভ নিলেন ২০০ জন শিশুর পড়াশোনার দায়িত্ব জম্মু-কাশ্মীরে খাতা খুলল AAP, বিজেপিকে চমকে দেওয়া মালিককে ফোন কেজরির কল্যাণী-সহ শিয়ালদায় ২০ পুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে! কখন ছাড়বে? রইল টাইমটেবিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.