বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ফুটবল ইতিহাসে এই অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফুটবল ইতিহাসে এই অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গোল করার পরে রোনাল্ডোর সেলিব্রেশন (ছবি:রয়টার্স) (REUTERS)

অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সব প্রতিযোগিতা মিলিয়ে এক হাজার ৯৭ ম্যাচে রোনাল্ডো করলেন মোট ৮০১টি গোল।

অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সব প্রতিযোগিতা মিলিয়ে এক হাজার ৯৭ ম্যাচে রোনাল্ডো করলেন মোট ৮০১টি গোল। গত সেপ্টেম্বরে দ্বিতীয় মেয়াদে ইউনাইটেডে ফেরার পর থেকে এই নিয়ে লিগে তিনি ৬টি গোল করেছেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবল মাঠে ফুল ফুটিয়ে চলেছেন রোনাল্ডো। ৮০০ গোলের চূড়ায় পৌঁছালেন পর্তুগিজ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে আর্সেনালের বিপক্ষে ৫২তম মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর্সেনালের বিরুদ্ধে দলকে এগিয়ে দিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলের সীমানায় পা রাখলেন পর্তুগিজ তারকা।

এদিন রেকর্ড স্পর্শ করে রোনাল্ডো জানান, ‘আমরা এর মধ্যেই পরের ম্যাচ নিয়ে ভাবছি, উদযাপনের কোনও সময় নেই! লড়াইয়ে ফেরার জন্য এই জয়টি দারুণ গুরুত্বপূর্ণ ছিল। তবে লক্ষ্য ছুঁতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। আমার সব সতীর্থকে অভিনন্দন, এদিন দুর্দান্ত স্পিরিট ছিল। বিশেষ কৃতজ্ঞতা আমাদের সমর্থকদের প্রতি, আপনাদের ছাড়া এটা করতে পারতাম না আমরা।’

ফুটবলের ইতিহাসে ক্যারিয়ার গোলের হিসেবে সব সেরাদের বেশ আগেই পেছনে ফেলেছেন রোনালদো। পেলের হিসেবে তার ৭৬৭ গোল পর্তুগাল অধিনায়ক ছাপিয়ে যান গত মার্চে। এরপর পিছনে ফেলেন ব্রাজিলের আরেক বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওর ৭৭২ গোলকে। অনেক পরিসংখ্যানবিদের হিসেবে ক্যারিয়ার গোলের হিসেবে আগে থেকেই শীর্ষে রোনাল্ডো। তবে এখানেও ছোট্ট একটা কিন্তু আছে। আগের প্রজন্মের ফুটবলে ও ছোট ছোট লিগগুলোর পরিসংখ্যান নিয়ে সুনিশ্চিত হওয়াটা কঠিন। তবে আনঅফিসিয়াল পরিসংখ্যানবিদদের সংগঠন ‘আরএসএসএসএফ'’ এর হিসাব অনুযায়ী, প্রাক্তন অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বিকান কমপক্ষে ৮০৫ গোল নিয়ে আছেন তালিকায় সবার ওপরে। তবে রোনাল্ডো যেভাবে এগিয়ে চলেছেন, তাতে বিকানকেও ছাড়িয়ে যাওয়াও তার জন্য এখন সময়ের অপেক্ষা মাত্র।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হাসপাতালে রহস্য মৃত্যু ওড়িশার বিখ্যাত গায়িকা ২৭ বছর বয়সী রুকসানা বানোর! পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার ভারতের মাটিতে প্রখম বাংলাদেশি হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেওযার নজির মাহমুদের সাত দিন পর মুক্ত কলতান, বললেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই রুখতে পারবে না ওরা এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.