বিশ্ব ফুটবলে একটি জনপ্রিয় নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর পায়ে বল পড়লে যেমন গোলের সম্ভাবনা তৈরি হয়। ঠিক তেমনই তিনি ফুটবল মাঠে বিতর্ক যেন কোনও ভাবেই পিছু ছাড়ে না তাঁর। গত মরশুমে অর্থাৎ ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তিনি। তবে এবার বড় শাস্তির মুখে পড়লেন পর্তুগিজ তারকা ফুটবলার। ঠিক কি শাস্তির মুখে পড়লেন রোনাল্ডো? আল শাবাব ও আল নাসের ম্যাচে দর্শকদের অশালীন ইঙ্গিত করার জন্য এক ম্যাচ বরখাস্ত করা হলো তাঁকে। এখানেই শেষ নয়, মাঝ-মাঠের রাজাকে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে এবং ২০ হাজার রিয়াল দিতে হবে আল শাবাবকে।
রবিবার, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি, সৌদি প্রো লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় আল নাসের ও আল শাবাব। একটি টানটান উত্তেজনা ভরা ম্যাচের সাক্ষী হয় স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক। রুদ্ধশ্বাস এই ম্যাচ আল নাসের জেতে ৩-২ গোলে। কিন্তু ম্যাচ চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন আল নাসের দলের তারকা মিডফিল্ডার, তথা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানা যায় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উঠছিল 'মেসি মেসি' স্লোগান। জয়ের পর রোনাল্ডো সেই মেসি ভক্তদের দিকে অশালীন ইঙ্গিত দেন কুঁচকিতে হাত দিয়ে, যা আল শাবাব সমর্থকেরা একেবারেই ভালো চোখে নেয়নি।
এরপর সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির তরফ থেকে জানানো হয় যে একটি ম্যাচের জন্য রোনাল্ডোকে বরখাস্ত করেছে। পাশাপাশি, তাঁকে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে এবং ২০ হাজার রিয়াল দিতে হবে আল শাবাবকে। এছাড়া রোনাল্ডোর এই অশালীন আচরণের নিন্দা করেছেন বেশ কিছু প্রাক্তন তারকা ফুটবলারও।
যদিও এটি প্রথমবার নয় এর আগে বহুবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি, আল হিলালের বিরুদ্ধে ম্যাচ জেতার পরও প্রায় একই কীর্ত্তি করার অভিযোগ উঠে রোনাল্ডোর বিরুদ্ধে। যদিও দলের তরফ থেকে সাহায্যের বা হাত বাড়িয়ে দেওয়া হয় তাঁর প্রতি এবং জানানো হয় যে কুঁচকিতে আঘাত ছিল তারকা মিডফিল্ডারের এবং সেই কারণেই তিনি সেখানে হাত দিয়েছিলেন। এবার দেখার বিষয় রোনাল্ডো কি প্রতিক্রিয়া দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।