ফের তাল কাটলো ইস্টবেঙ্গলের। শনিবার অ্যাওয়ে ম্যাচে ফের হারের মুখে পড়তে হলো কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের। ম্যাচ বাঁচানোর দোরগোড়ায় এসেও শেষ পর্যায়ে গোল খেলেন লাল-হলুদ ফুটবলাররা। ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নিলো নর্থইস্ট ইউনাইটেড এফসি। মুখে হাসি নিয়ে স্টেডিয়াম ছাড়লেন হোম টিমের সমর্থকেরা। পাশাপাশি, তারা উন্নতি করল পয়েন্ট টেবিলেও। অন্যদিকে এই হার সামান্য হলেও চাপে ফেলে দিল লাল-হলুদ শিবিরকে।
তবে এদিন ম্যাচ শেষে, দলের তরুণ ডিফেন্ডার চুঙ্গাকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে চুঙ্গার কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে জাতীয় দলের শিবিরে এবং তিনি চান সেই সমস্যা সারিয়ে তরুণ ডিফেন্ডার ফর্মে ফিরুক।
কার্লেস কুয়াদ্রাত বলেন, 'চুঙ্গার সবে ২৩ বছর বয়স। ওর এখনও অনেক খেলা বাকি রয়েছে এবং ভবিষ্যতে ওর দলের একটা গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠার মতো দক্ষতা রয়েছে। যখন আপনার রক্ষণভাগ শক্তিশালী থাকে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করে তখন সেটা দলের ক্ষেত্রে ভালো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে ক্রেসপো আমাদের সঙ্গে নেই এবং তাঁর পরিবর্তে বার্গকে মিডফিল্ডার হিসেবে খেলাতে হচ্ছে। জাতীয় দলের সঙ্গে যোগদান করার পর চুঙ্গার আর সেই ফর্মে নেই ঠিকই, তবে আমি মনে করি একজন কোচ হিসেবে এটা আমার দায়িত্ব ওকে সব রকম ভাবে সাহায্য করা এবং ম্যাচের জন্য পুরোপুরি উপযুক্ত করে তোলা।'
পাশাপাশি, ম্যাচ বাঁচাতে না পারার জন্য দলের বেশ কিছু ফুটবলাদের প্রতি ক্ষোভ উগরে দেন কুয়াদ্রাত। তিনি বলেন, 'ডার্বি ম্যাচে যেই দল খেলেছিল আমরা তাদেরকেই মাঠে নামিয়ে ছিলাম। যদিও রক্ষণভাগের ভুলে আমরা শুরুতে দুটি গোল খেয়েছিলাম, কিন্তু তারপরে আমরা কামব্যাক করি। শেষে গিয়ে আবার গোল খাই, যার জন্য আমরা ম্যাচ বাঁচাতে পারিনি। সত্যি বলতে গেলে আমার রাগ এখনও কমছে না কারণ এভাবে গোল খাওয়া আমাদের একেবারেই উচিত হয়নি। আমরা ঠিক করেছিলাম যে এরম ভুল আমরা আর করব না, কিন্তু মাঠে নেমে কোনও কিছুই পরিকল্পনা অনুযায়ী হয়নি। যেভাবে দুটো গোল খেয়েছি সেটা একেবারেই মানতে আমি পারছি না আর এটা মেনেও নেওয়া যায় না। তবে আশা করছি এই পরাজয়ের ধাক্কা কাটিয়ে আমরা আগামী ম্যাচে আবার ঘুরে দাঁড়াবো।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।