বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ডার্বি এখন অতীত! মুম্বই ম্যাচ নিয়ে ভাবনা শুরু করে দিল এটিকে মোহনবাগান

ডার্বি এখন অতীত! মুম্বই ম্যাচ নিয়ে ভাবনা শুরু করে দিল এটিকে মোহনবাগান

ডার্বিতে গোল করার পরে মনবীর সিং-এর সেলিব্রেশন (ছবি:টুইটার)

ডার্বির ভুল শুধরে মুম্বইয়ের বিরুদ্ধে নামতে তৈরি মনবীর সিং, লিস্টন কোলাসোরা।

ডার্বি এখন অতীত। এটিকে মোহনবাগানের ভাবনায় এখন মুম্বই সিটি এফসি। ডার্বি জেতার পরের দিনই রয় কৃষ্ণ, জনি কাউকোদের সকালটা কেটেছে হোটেলের পুল সেশনে। এসসি ইস্টবেঙ্গলকে হারানোর উচ্ছাস দূরে সরিয়ে রেখে প্রায় দু ঘন্টা হল রিকভারি সেশন। সেখানেও পুরো দলের উপর কড়া নজর ছিল অ্যান্টনিও লোপেজ হাবাস। রবিবার বিকেলে পুরো টিমকে বিশ্রাম দিয়েছিলেন স্প্যানিশ কোচ। ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগানের পরের ম্যাচ বুধবার মুম্বই সিটি এফসির সঙ্গে। সেই ম্যাচেই এখন পাখির চোখ মেরিনার্সদের। ডার্বির দুই গোলদাতা মনবীর সিং ও লিস্টন কোলাসোর গলাতেও তারই প্রতিধ্বনী।

এদিন বাগানের অন্যতম তারকা ফুটবলার মনবীর সিং বলেন, ‘রবিবার থেকে ডার্বি অতীত। পরের মুম্বই ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একা কঠিন ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। সেই ম্যাচেও গোল করতে চাই এবং জিততে চাই। ম্যাচ ধরে ধরে এগোনোর কথা বলেন সব সময় বলেন আমাদের কোচ। সেটাই আমাদের সবার লক্ষ্য।’

বাগানের আর এক তারকা লিস্টন কোলাসো বলেন, ‘ডার্বিতে জেতার পরে আমাদের লক্ষ্য এখন মুম্বই। ঐ ম্যাচেও সেরাটা দিতে হবে। আরও গোল করতে হবে। যে ভুল গুলো ডার্বিতে হয়েছে সেটা ভুলে মাঠে নামব। যে গোলের সুযোগ আমি নষ্ট করেছি সেটা কেন হল তা রাতে শুয়ে শুয়ে ভেবেছি। সেই ভুল আর হবে না সেই প্রতিজ্ঞা নিয়েই পরের ম্যাচগুলোতে মাঠে নামব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন