শুভব্রত মুখার্জি: ২০২৩-২৪ মরশুমের জন্য নতুন ভাবে দলগঠন করেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড টুর্নামেন্টে বেশ ভালো খেলেছিল লাল হলুদ দল। ১৬৫৭ দিন বাদে মোহনবাগানকে হারিয়ে ডার্বিও জিতে ছিল তারা। ফলে দলকে নিয়ে নতুন করে আশাও জেগেছে সমর্থকদের মনে। আর এমন আবহে মঙ্গলবার নতুন হোম কিট প্রকাশ করল ইস্টবেঙ্গল। আইএসএলের দশম বর্ষে ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। তার আগেই দলের আনুষাঙ্গিক বিষয়গুলো গুছিয়ে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা।
ইতিমধ্যেই আইএসএলের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। আর সেই আইএসএল শুরুর আগেই এবার লাল হলুদ সমর্থকদের জন্য নয়া হোম কিট সামনে নিয়ে আসা হল ক্লাবের তরফে। ক্লেটন সিলভার এদিন ইস্টবেঙ্গলের নতুন জার্সি পরে একটি ছবি ক্লাবের তরফে প্রকাশ করা হয়। ব্যাকগ্রাউন্ডে ছিল ইস্টবেঙ্গলের চিরাচরিত মশাল। মশালের আলোকে যেন উদ্ভাসিত হচ্ছিলেন ক্লেটন। ইস্টবেঙ্গলের জার্সির লাল হলুদ রঙ যেন আরো চকচকে হয়েছিল উঠেছিল মশালের আলোকে। আঙুল সামনের দিকে করে ক্লেটন সিলভা যেন বুঝিয়ে দিতে চাইলেন যে বিপক্ষরা যেন ইস্টবেঙ্গলকে হাল্কাভাবে নেওয়ার ভুল না করে।
প্রসঙ্গত এবার আইএসএলে লালা হলুদ তাদের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে। ২৫ সেপ্টেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হওয়ার পরে ব্যর্থতার পর এবার আইএসএলে ভালো ফল করাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। আর সেই কারণেই একটি ভিডিয়োর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটানো হল লাল হলুদের হোম কিটের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সমর্থকরা ক্লাবের গ্যালারিতে অপেক্ষারত অবস্থায় রয়েছেন প্রিয় ক্লাবের জন্য। সেই সময় হাতে মশাল নিয়ে মাঠে ঢুকছেন ক্লেটন সিলভা। এরপর এক এক করে সমর্থকরা গ্যালারি থেকে মশাল নিয়ে নামা শুরু করলেন। লাল হলুদের এইবারের হোম জার্সিতে বিশেষ কিছু নতুনত্ব নেই। চিরাচরিত ডিজাইন রাখা হয়েছে। অনেকটা ২০০০ সালের গোড়ার দিকের বাইচুং ভুটিয়াদের সময়কার জার্সির মতন সামনে ডান দিকে লাল এবং বাঁদিকে হলুদ রঙ রাখা হয়েছে। জার্সির ডান এবং বাম হাতে লাল ও হলুদ রং মেশানো হয়েছে । জার্সির গায়ে দুই পাশে একদিকে হলুদ ও অপরদিকে লাল রং রয়েছে। জার্সির সামনে পিছনে ইস্টবেঙ্গলের নতুন স্পনসর ব্যাটারির নাম লেখা রয়েছে। জার্সির পিছনেও একই ধরনের ডিজাইন রাখা হয়েছে। জার্সিতে স্পনসর হিসেবে রয়েছে ইনভেস্টর ইমামির নাম। প্যান্টের রং চিরাচরিত কালো রাখা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই রংটাই আমাদের একসঙ্গে নিয়ে আসে, এই আগুনটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।’