'ক্রিশ্চিয়ান' বলছেন ফিনল্যান্ডের সমর্থকরা। ডেনমার্কের সমর্থকরা বলে উঠছেন, 'এরিকসেন'। মাঠের লড়াই ছাপিয়ে কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে গ্যালারিতে দু'দলের সমর্থকদের সেই আবেগ মন জিতে নিল ফুটবল বিশ্বের।
শনিবার কোপেনহেগেন গ্রুপ বি'র ম্যাচে মুখোমুখি হয় ডেনমার্ক এবং ফিনল্যান্ড। প্রথমার্ধের শেষ লগ্নে (৪২ মিনিট) ফিনল্যান্ডের পেনাল্টি বক্সের কাছে আচমকা লুটিয়ে পড়ে যান ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন। মাঠেই সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় খেলা। মাঠে ডাকা হয় চিকিৎসকদের। দ্রুত শুরু হয় হৃদস্পন্দন চালু করার কাজ। যা চিকিৎসার পরিভাষায় ‘কার্ডিও পালমোনারি রিসাটিটেশন’ বা ‘সিপিআর’ হিসেবে পরিচিত। সেই সময় এরিকসেনকে আড়াল করে রাখেন ডেনমার্কের খেলোয়াড়রা। পরে স্ট্রেচারে করে তারকা মিডফিল্ডারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায়, জ্ঞান ফিরেছে তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউরোপীয় ফুটবলের নিয়াামক সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীল আছে এরিকসেনের শারীরিক অবস্থা।
তারইমধ্যে এরিকসেনের আরোগ্য কামনায় কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে একইসঙ্গে প্রার্থনা করতে থাকেন ফিনল্যান্ড এবং ডেনমার্কের সমর্থকরা। 'ক্রিশ্চিয়ান' বলে ওঠেন ফিনিশরা। আর ঘরের ছেলের হয়ে 'এরিকসেন' বলতে থাকেন ডেনমার্কের সমর্থকরা।
দু'দেশের সমর্থকদের সেই আচরণে মুগ্ধ হয়েছে বিশ্ব। যাঁরা সাধারণত ফুটবল দেখেন না, তাঁরাও সেই দুর্দান্ত মুহূর্তের প্রশংসা করেছেন। তেমনই একজন পৌলমী নাগ। তিনি বলেন, ‘আমি ফুটবল ম্যাচে নজর রাখি না। কিন্তু সুন্দরের থেকেও বেশি কিছু। ইউরো ২০২০-র সময় ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন পড়ে গিয়েছেন। তারপর ফিনল্যান্ড সমর্থকরা বলছেন ক্রিশ্চিয়ান, ডেনমার্কের সমর্থকরা বলছেন এরিকসেন।’ ফুটবল ভক্ত রাজদ্বীপ চট্টোপাধ্যায় লেখেন, 'ক্রিশ্চিয়ান এরিসকনকে শ্রদ্ধা জানানো হচ্ছে। ফিনিশরা বলছেন ক্রিশ্চিয়ান, ড্যানিশরা উত্তর দিচ্ছেন এরিকসন। এটা শুধু একটা খেলা নয়।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।