বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Euro 2020: গ্যালারিতে 'ক্রিশ্চিয়ান' বলছে ফিনল্যান্ড, 'এরিকসেন' বলছে ডেনমার্ক : ভিডিয়ো

Euro 2020: গ্যালারিতে 'ক্রিশ্চিয়ান' বলছে ফিনল্যান্ড, 'এরিকসেন' বলছে ডেনমার্ক : ভিডিয়ো

গ্যালারিতে ফিনল্যান্ড এবং ডেনমার্কের সমর্থকরা। (ছবি সৌজন্য রয়টার্স)

দু'দলের সেই আচরণ মন জিতে নিয়েছে ফুটবল বিশ্বের।

'ক্রিশ্চিয়ান' বলছেন ফিনল্যান্ডের সমর্থকরা। ডেনমার্কের সমর্থকরা বলে উঠছেন, 'এরিকসেন'। মাঠের লড়াই ছাপিয়ে কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে গ্যালারিতে দু'দলের সমর্থকদের সেই আবেগ মন জিতে নিল ফুটবল বিশ্বের। 

শনিবার কোপেনহেগেন গ্রুপ বি'র ম্যাচে মুখোমুখি হয় ডেনমার্ক এবং ফিনল্যান্ড। প্রথমার্ধের শেষ লগ্নে (৪২ মিনিট) ফিনল্যান্ডের পেনাল্টি বক্সের কাছে আচমকা লুটিয়ে পড়ে যান ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন। মাঠেই সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় খেলা। মাঠে ডাকা হয় চিকিৎসকদের। দ্রুত শুরু হয় হৃদস্পন্দন চালু করার কাজ। যা চিকিৎসার পরিভাষায় ‘কার্ডিও পালমোনারি রিসাটিটেশন’ বা ‘সিপিআর’ হিসেবে পরিচিত। সেই সময় এরিকসেনকে আড়াল করে রাখেন ডেনমার্কের খেলোয়াড়রা। পরে স্ট্রেচারে করে তারকা মিডফিল্ডারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায়, জ্ঞান ফিরেছে তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউরোপীয় ফুটবলের নিয়াামক সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীল আছে এরিকসেনের শারীরিক অবস্থা।

তারইমধ্যে এরিকসেনের আরোগ্য কামনায় কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে একইসঙ্গে প্রার্থনা করতে থাকেন ফিনল্যান্ড এবং ডেনমার্কের সমর্থকরা। 'ক্রিশ্চিয়ান' বলে ওঠেন ফিনিশরা। আর ঘরের ছেলের হয়ে 'এরিকসেন' বলতে থাকেন ডেনমার্কের সমর্থকরা। 

দু'দেশের সমর্থকদের সেই আচরণে মুগ্ধ হয়েছে বিশ্ব। যাঁরা সাধারণত ফুটবল দেখেন না, তাঁরাও সেই দুর্দান্ত মুহূর্তের প্রশংসা করেছেন। তেমনই একজন পৌলমী নাগ। তিনি বলেন, ‘আমি ফুটবল ম্যাচে নজর রাখি না। কিন্তু সুন্দরের থেকেও বেশি কিছু। ইউরো ২০২০-র সময় ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন পড়ে গিয়েছেন। তারপর ফিনল্যান্ড সমর্থকরা বলছেন ক্রিশ্চিয়ান, ডেনমার্কের সমর্থকরা বলছেন এরিকসেন।’ ফুটবল ভক্ত রাজদ্বীপ চট্টোপাধ্যায় লেখেন, 'ক্রিশ্চিয়ান এরিসকনকে শ্রদ্ধা জানানো হচ্ছে। ফিনিশরা বলছেন ক্রিশ্চিয়ান, ড্যানিশরা উত্তর দিচ্ছেন এরিকসন। এটা শুধু একটা খেলা নয়।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'আমাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল', জল্পনা উস্কে বড় দাবি গডকরির এম বিশ্বেশ্বরায় কে ছিলেন? কেন তাঁর জন্মদিনে পালন করা হয় ইঞ্জিনিয়ারস দিবস রিঙ্কু-সরফরাজ সহ ৮ উইকেট শিকার! মোহান্তি-দিন্দার ক্লাবে জায়গা পাওয়া বোলারটি কে? মুষলধারে বৃষ্টিতে মিরাটে বাড়ি ধসে মৃত ৯, ধ্বংসাবশেষে ১ জনের আটকে পড়ার আশঙ্কা বন্দে ভারতে পাথর ছুড়ে গ্রেফতার পাঁচ কীর্তিমান! মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা, তদন্তে নেমে বিক্ষোভের মুখে পুলিশ ‘বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে এই শো শুরু করি…’! রান্নাঘরে ইন কনীনিকা, আউট সুদীপা অভিজিৎ মণ্ডল বেরোতেই চটি দেখিয়ে উঠল ‘কলকাতা পুলিশ হায় হায়’ স্লোগান কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক ব্যাঙ্ক অফিসারের স্ত্রীকে ধর্ষণ, গোপনাঙ্গে ঢোকানো হল গ্লাস, ধৃত সেনা জওয়ান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.