শুভব্রত মুখার্জি
কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়াম একসাথে সাক্ষী থাকল ঐতিহাসিক উচ্ছ্বাস এবং মনখারাপের রাতের। একদিকে ১-০ ফলে ম্যাচ জিতে যখন তাঁদের ইউরোর অভিষেক ম্যাচেই ইতিহাস রচনা করলেন ফিনল্যান্ডের ফুটবলাররা । তখন অপরদিকে হাসপাতালে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এরিকসেনকে জয় উপহার দিতে ব্যর্থ হলেন ড্যানিশরা।
জার্মান সম্প্রচারকারী সংস্থার খবর অনুযায়ী ক্রিশ্চিয়ান এরিকসেন নিজেই হাসপাতাল থেকে ভিডিওবার্তায় ডেনমার্ক দলের সতীর্থদের ফের মাঠে নামতে অনুরোধ করেছিলেন। প্রথমার্ধের ৪০ মিনিটে স্থগিত হওয়া ম্যাচে ফের মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে ড্যানিশ ফুটবলাররা মাঠেও নামেন।
প্রসঙ্গত ম্যাচের ৪০ মিনিটে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ফলে মুখ থুবড়ে মাঠের মধ্যে পড়ে যান ইন্টার মিলান তথা ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। তারপর মাঠেই তাকে 'সিপিআর' পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসা করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে পাঠানো হয় হাসপাতালে। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফেরা সতীর্থকে জয় উপহার দিতে ব্যর্থ হয় ড্যানিশরা। বরং উল্টোদিকে কোপেনহেগেনে ডেনমার্ককে হারিয়ে ইউরোর অভিষেক মঞ্চ রাঙিয়ে দিলেন ফিনিশ ফুটবলাররা। বক্সের মধ্যে ফিনিশিংয়ে ব্যর্থতাই শেষ পর্যন্ত ড্যানিশ ও ফিনিশদের মধ্যে পার্থক্য গড়ে দিল।
বারবার দলের তারকা ফুটবলার এরিকসেনের অভাব অনুভূত হল। ফিফা র্যাঙ্কিংয়ে ১০ নম্বর দল ডেনমার্ক একের পর এক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারল না । পিছিয়ে পড়ার পরে তাঁরা পেনাল্টি পেলেও গোল করার সুযোগ হাতছাড়া করে। র্যাঙ্কিংয়ে ডেনমার্কের চেয়ে ৪৪ ধাপ পিছিয়ে থাকা ফিনল্যান্ড পুরো ম্যাচে বলার মতো একটাই সুযোগই তৈরি করে। ৬০ মিনিটে সেই সুযোগ দারুণভাবে কাজে লাগান জোয়েল পোহইয়ানপালো। তাঁর জোরালো হেড ফেরাতে ব্যর্থ হন ক্যাসপার স্মাইকেল।
উল্লেখ্য ৪৩ মিনিট থেকে স্থগিত হওয়া ম্যাচ ফের শুরু হলে এরিকসেনের বদলি হিসেবে ডেনমার্ক মাঠে নামায় মাথিয়ান ইয়েনসেনকে। ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় বক্সে ইউসেফ পলসেনকে ফাউল করায় ৭৪ মিনিটে পেনাল্টিও পায় ড্যানিশরা । কিন্তু টটেনহামের মিডফিল্ডার পিয়ের-এমিল হইবিয়ারের দুর্বল শট ঠেকিয়ে দেন ফিনল্যান্ডের গোলকিপার হৃডেস্কি। এরপর একাধিক সুযোগ তৈরি হলেও ফিনল্যান্ডের ডিফেন্স ভাঙতে না পারায় ১-০ ব্যবধানে মনখারাপের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ড্যানিশদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।