লিওনেল মেসি প্রাণের বার্সেলোনাকে কখনই ছাড়তে চাননি। বার্সা ছাড়ার পরে মেসি সাংবাদিক সম্মেলনে এসে যেভাবে কেঁদেছিলেন ছবিটা তখনই পরিষ্কার হয়েগিয়েছিল। কিন্তু একরাতের সিদ্ধান্তে বার্সেলোনা ছেড়ে প্যারিসে চলে আসতে হয়েছিল লিওনেল মেসিকে। সেই সময় মেসি বুঝেছিলেন যে প্যারিসে থাকাটা তাঁর কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ইন্টার মায়ামির হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে মেসি বললেন, ‘আমি পিএসজিতে যাওয়ার জন্য বার্সেলোনা ছাড়তে চাইনি। এক রাতের সিদ্ধান্তে বার্সা ছাড়ি আমি। কিন্তু আমি বার্সেলোনাতেই থাকতে চেয়েছিলাম। প্যারিসে থাকাটা আমার কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু এখানে সম্পূর্ণ উলটো ঘটনাই ঘটছে আমার সঙ্গে।’ বার্সেলোনার মেসি, পিএসজির মেসি আর ইন্টার মায়ামির মেসি, এই তিন জায়গায় লিওনেল মেসি নিজেকে ভিন্ন ভাবে খুঁজে পেয়েছেন। বার্সেলোনায় তিনি যখন ছিলেন তখন তাঁর মুখে হাসি ছিল। মাঠে তাঁকে দেখলেই বোঝা যেত, খেলাটা তিনি উপভোগ করছেন। তবে পিএসজি-তে এসে সেই হাসি হারিয়ে গিয়েছিল। নিজের ফর্ম খুঁজছিলেন মেসি। তবে এবার ইন্টার মায়ামিতে এসে নিজের হাসি যেন খুঁজে পেয়েছেন মেসি।
ইন্টার মায়ামির মেসিও হাসিখুশি আর প্রাণচাঞ্চল্যে ভরপুর। ইন্টার মায়ামিতে যাওয়ার পর মেসিও জানালেন সেটিই, প্যারিসে ভালো ছিলেন না তিনি। রবিবা লিগস কাপের ফাইনালে নাশভিলের মুখোমুখি হবে মেসির ক্লাব ইন্টার মায়ামি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানোর পর এটা ছিল মেসির প্রথম সংবাদ সম্মেলন। মার্কিন যুক্তরাষ্ট্রে মেসির প্রথম সংবাদ সম্মেলন বলেই কিনা প্রশ্নগুলো শুধুই লিগস কাপের ফাইনালে সীমাবদ্ধ থাকেনি। যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানো, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া, ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা—সবকিছু নিয়েই মেসিকে প্রশ্ন করা হয়েছিল। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার প্রসঙ্গে মেসি সেখানে বলেছেন, ‘আমি আসলে পিএসজিতে যেতে চাইনি। আমি বার্সেলোনাই ছাড়তে চাইনি এবং বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার বিষয়টি আমার জন্য খুব কঠিন ছিল।’
পিএসজি ছাড়ার আগে মেসির পরবর্তী গন্তব্য হিসেবে মায়ামির পাশাপাশি সৌদি আরবের আল হিলালের নাম শোনা গিয়েছিল। সৌদি আরবের পর্যটন দূত থাকার সুবাদে মধ্যপ্রাচ্যে দেশটিতে পাড়ি দেবেন বলে প্রবল গুঞ্জনও উঠেছিল। তবে আল হিলাল বা বার্সেলোনো নয়, মেসি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাবকে। তবে মেসি যে এই সিদ্ধান্তটি অনেক ভেবেচিন্তে আর সময় নিয়েই নিয়েছেন তা এদিন জানিয়েছেন লিওনেল মেসি। তিনি বলেন ‘আমি এখানে খুব সুখে আছি। এটা এমন জায়গা, যেখানে আমি আসতে চেয়েছি। এ সিদ্ধান্ত আমরা লম্বা সময় নিয়ে নিয়েছি। এটা এমন নয় যে আজ আর কাল—দুদিন ভেবেই সিদ্ধান্তে পৌঁছেছিলাম।’ রবিবার লিগস কাপের ফাইনাল। মেসির ইন্টার মায়ামির সামনে ন্যাশভিল। আর্জেন্তাইন মহাতারকা বলছেন, ‘এটা আমার কাছে অবিশ্বাস্য একটা বিষয়। সমর্থকদের জন্য, ক্লাবের জন্যও দারুণ এক ব্যাপার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।