বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA U-17 Women's World Cup: বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ভারত, দেখে নিন কারা সুযোগ পেলেন

FIFA U-17 Women's World Cup: বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ভারত, দেখে নিন কারা সুযোগ পেলেন

ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল। ছবি- এআইএফএফ।

India Squad for FIFA U17 Football World Cup: ২১ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ৮ জন স্ট্রাইকার।

ঘরের মাঠে আসন্ন অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল ভারত। ২১ জনের স্কোয়াডে রয়েছেন ৩ জন গোলকিপার, ৬ জন ডিফেন্ডার, ৪ জন মিডফিল্ডার ও ৮ জন ফরোয়ার্ড।

বুধবার ভারতীয় দলের হেড কোচ থমাস ডেনারবি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। উল্লেখ্য, এবছর অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। আগামী ১১ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে ভুবনেশ্বর, মারগাঁও ও নভি মুম্বইয়ে।

ভারতের সঙ্গে এ-গ্রুপে রয়েছে ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র ও মরোক্ক। বিশ্বকাপের প্রথম দিনেই ভারত মাঠে নামবে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। পরে ১৪ অক্টোবর ভারতের ম্যাচ মরোক্কর বিরুদ্ধে। ১৭ অক্টোবর ভারত খেলতে নামবে শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলা হবে ভারতের লিগ ম্যাচগুলি।

আরও পড়ুন:- IND vs SA: ঘরের মাঠে একরাশ লজ্জা! সিরিজ হারলেও ইন্দোরে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত এক রেকর্ড গড়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা

মাত্র ক'দিন আগেই স্পেনে শেষ প্রস্তুতি টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল।

অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের চূড়ান্ত দল:-
গোলকিপার: মোনালিসা দেবী, মেলডি চানু, অঞ্জলি মুন্ডা।
ডিফন্ডার: অষ্টম ওরাওঁ, কাজল, নাকিতা, পূর্ণিমা কুমারি, বর্ষিকা, শিল্কি দেবী।
মিডফিল্ডার: ববিনা দেবী, নীতু লিন্ডা, শৈলজা, শুভাঙ্গি সিং।
ফরোয়ার্ড: অনিতা কুমারী, লিন্ডা কম, নেহা, রেজিয়া দেবী, শেলিয়া দেবী, কাজল ডিসুজা, লাবণ্য উপাধ্যায়, সুধা তিরকে।
হেড কোচ: থমাস ডেনারবি।

আরও পড়ুন:- Shooting included in Commonwealth Games 2026: ভারতকে সর্বাধিক পদক দেওয়া শুটিং ফিরল কমনওয়েলথ গেমসে, বাদ পড়ল কুস্তি

ভারতের লিগ ম্যাচের সূচি:-
১১ অক্টোবর : ভারত বনাম আমেরিকা যুক্তরাষ্ট্র (কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)।
১৪ অক্টোবর : ভারত বনাম মরোক্ক (কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)।
১৭ অক্টোবর : ভারত বনাম ব্রাজিল (কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর)।

বন্ধ করুন