বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023-24: 'জোর করে' ডার্বিতে নামানোর মাশুল? গোয়ার বিরুদ্ধেও আনোয়ারকে পাচ্ছেন না হাবাস

ISL 2023-24: 'জোর করে' ডার্বিতে নামানোর মাশুল? গোয়ার বিরুদ্ধেও আনোয়ারকে পাচ্ছেন না হাবাস

আনোয়ার আলি। ছবি-এক্স

একটা জল্পনা কয়েক দিন ধরেই চলছিল, আনোয়ার আলিকে গোয়ার বিরুদ্ধে পাওয়া যাবে কিনা। অবশেষে জানা গেল চোট পুরোপুরি এখনও সারেনি।

চলতি আইএসএলে শুরুর দিকে দুর্দান্ত ছন্দে ছিল মোহনবাগান। একের পর এক ম্যাচ জিতে পালতোলা নৌকা এগিয়ে যাচ্ছিল নিজের গতিতে। এমনকী বহু কঠিন পরিস্থিতি থেকে ম্যাচে সমতা ফিরিয়ে পরাজয় এড়াতেও সফল হয়েছিল সবুজ-মেরুন শিবির। যদিও মাঝে তাল কাটে এবং পরপর তিনটি ম্যাচে হারের মুখ দেখে তারা। তবে সুপার কাপ শেষ হতেই ফের তারা ঘুরে দাঁড়িয়েছে। প্রথমে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ড্রয়ের পর জয় পায় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।

এবার মোহনবাগানের সামনে আইএসএলের দ্বিতীয় স্থানাধিকারী দল এফসি গোয়া। শেষবার যখন দুই দল মুখোমুখি হয়েছিল তখন বড় ব্যবধানে পরাজিত হয়েছিল সবুজ-মেরুন শিবির তাই এই ম্যাচে বদলা নেয়ার জন্য মরিয়া আন্তনিয় লোপেজ হাবাসের ছেলেরা। কিন্তু ম্যাচ শুরুর আগে বড় ধাক্কা খেলো দল। পাওয়া যাবে না দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলিকে। শুধু আনোয়ার আলি নয়, পাওয়া যাবেনা ব্রেন্ডন হ্যামিলকেও। সব মিলিয়ে, বদলার ম্যাচের আগে চরম চাপে বাগান শিবির।

যদিও হাবাস জানিয়েছিলেন যে আনোয়ার আলি ৮৫ শতাংশ ফিট। কিন্তু মঙ্গলবার গোয়া যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফের পায়ে ব্যথা অনুভব করেন দলের তারকা ডিফেন্ডার, যা একপ্রকার চাপে ফেলেছে গোটা দলকে। তবে ম্যাচ শুরুর আগে হেড কোচের কাছে স্বস্তির বিষয় যে কার্ড সমস্যা মিটিয়ে ফিরে এসেছেন দলের তিন তারকা ফুটবলার আর্মান্দো সাদিকু, দীপক টাংরি ও লিস্টন কোলাসো।

গত ম্যাচে হায়দবাদ এফসির বিরুদ্ধে জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন হাবাস। দলের কাছে গোল করার সুযোগ ছিল প্রচুর, কিন্তু একটারও সদ্ব্যবহার করতে পারেনি কেউ। ম্যাচ শেষ হয় ২-০ ফলাফলে। সুতরাং দল যাতে কোনও রকমের কোনও সমস্যায় না পড়ে আসন্ন ম্যাচে, সেদিকে নজর রয়েছে হেড কোচের। হাবাস বলেন, 'দলের ফুটবলারদের এই মানসিকতা নিয়ে খেলতে নামতে হবে যে একটাই সুযোগ পাবো এবং সেটাতেই আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। অনেক সুযোগ আসবে এবং তাতে কোনও ক্ষতি নেই। কিন্তু হাতেগোনা যদি কয়েকটা সুযোগ আসে, তাহলে সেটা কাজে লাগাতেই হবে।'

প্রসঙ্গত, এই মুহূর্তে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মোহনবাগান এবং গোয়া রয়েছে দ্বিতীয় স্থানে। সবুজ-মেরুন শিবিরকে পরবর্তী রাউন্ডে যেতে হলে জয় এবং ধারাবাহিকতা দুটোই বজায় রাখতে হবে। এবার দেখার বিষয় আজকের ম্যাচে কেমন পারফর্ম করে দেখায় তারা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের সন্দীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ পুজোর অষ্টমীতে লুচির সঙ্গে খান পনিরের এই পদ, রাখতে পারেন ভোগের থালাতেও দুর্গাপুজোয় বাংলাদেশের ইলিশ আসবে ভারতে? এখনও আশা আছে, ‘অন্য দেশের কথা…’ ‘হম কিসিসে কম নেহি’, দলীপে দাপুটে শতরান করে নির্বাচকদের চাপ বাড়ালেন স্যামসন শ্রীলেখা 'শিরি লেখা',উন্মেষ ‘উনি মেষ’!নাম বিকৃত করে তারকাদের বিদ্রুপ TMC নেত্রীর DVC-র জল ছাড়ায় সায় ছিল রাজ্য়েরও? বন্যার আবহে সামনে নয়া তথ্য বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে নয়া নিম্নচাপ, ফের প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা? ফের লাইনচ্যুত করার চেষ্টা, রেলট্র্যাকে ৬ ফুট লোহার পোল! ট্রেন থামিয়ে দিলেন চালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.