প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল মোহনবাগান। এরপরে দ্বিতীয়ার্ধের শুরুতে আরও তিনটি গোল করে তারা। এখন ৪-০ জিতল মোহনবাগান।
BFC v MBSG Live: BFC v MBSG Live: বেঙ্গালুরুকে ৪-০ হারাল মোহনবাগান
ম্যাচের ১৭ মিনিটে হেক্টর ইউস্তের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তবে তখনও মনে হয়নি বড় ব্যবধানে জিততে পারে মোহনবাগান। কারণ বারবার আক্রমণের ঝড় তুলছিল বেঙ্গালুরু এফসি। সেই সময়ে পেনাল্টিও পেয়েগিয়েছিল বেঙ্গালুরু। তবে সেই পেনাল্টি মিস করেন সুনীল ছেত্রী। এরপরেও লড়াই সমানে সমানে চলে। প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল মোহনবাগান। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝড় তুলল মোহনবাগান। মাত্র ৯ মিনিটে তিনটি গোল করে ৪-০ এগিয়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ৫১ মিনিটে মনবীর সিং, ৫৪ মিনিটে অনিরুদ্ধ থাপা, ৬০ মিনিটে গোল করেন সাদিকু। ৪-০ এগিয়ে যেতেই বেঙ্গালুরু কোণঠাসা করল মোহনবাগান। এরপরে আরও বেশকিছু সুযোগ তৈরি করলেও তাতে সফল হতে পারেনি সাদিকু, কামিন্সরা। যদি সেগুলোও গোল হত তাহলে আরও বড় ব্যবধানে জিতত মোহনবাগান। এই জয়ের ফলে মোহনবাগানের লিগ শিল্ডের দৌড়ে টিকে থাকল। এবার মুম্বই সিটি এফসিতে হারাতে পারলেই লিগ শিল্ড জিতবে মোহনবাগান।
BFC v MBSG Live: BFC v MBSG Live: ৯০ মিনিট বেঙ্গালুরু-০, মোহনবাগান-৪
৯০ মিনিটের খেলা শেষ। এখনও ৪-০ এগিয়ে রয়েছে মোহনবাগান। ৫ মিনিটের অতিরিক্ত সময় খেলা দেওয়া হয়েছে। দেখার ম্যাচের ফল বদলায় কিনা।
BFC v MBSG Live: BFC v MBSG Live: মাঠে এলেন কামিন্স
ম্যাচের ৭৯ মিনিটে মোহনবাগান দলে বড় পরিবর্তন। সাদিকুর জায়গায় মাঠে এলেন কামিন্স।
BFC v MBSG Live: BFC v MBSG Live: বড় সুযোগ নষ্ট করলেন সাদিকু
ম্য়াচের ৭৫ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেছিল মোহনবাগান। পেত্রাতোস গোলের মখ প্রায় খুলে দিয়েছিলেন, তবে সতীর্থকে দেওয়া পাসটিকে কাজে লাগাতে পারেননি সাদিকু। যদি এই সুযোগকে তিনি কাজে লাগাতে পারতেন তাহলে স্কোর ৫-০ হতেই পারত।
BFC v MBSG Live: BFC v MBSG Live: ৭০ মিনিট বেঙ্গালুরু-০, মোহনবাগান-৪
৪-০ এগিয়ে থেকে দলে বেশকিছু পরিবর্তন করল মোহনবাগান। মনে করা হচ্ছে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুলতে সফল হয়েছে তারা। সেই কারণেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দিতে চাইবে সবুজ মেরুন শিবির।
BFC v MBSG Live: BFC v MBSG Live: ঝড় তুলেছে মোহনবাগান
৫১ থেকে ৬০ মিনিটের মধ্যে তিনটে গোল করল মোহনবাগান। ঘরের ভক্তদের সামনে বেঙ্গালুরু এফসির জন্য এটি এখন অপমানে পরিণত হচ্ছে। মনভীর সিং বক্সের ভিতরে রান তোলেন এবং সাদিকুকে সমর্থন করেন। তিনি বলটি তার কাছে স্কোয়ার করেন এবং আলবেনিয়ান খালি জালের ভিতরে বলটি ট্যাপ করে।
BFC v MBSG Live: BFC v MBSG Live: আবার গোলললললল…. ৪-০ এগিয়ে গেল মোহনবাগান
৬০ মিনিটে ম্যাচের চতুর্থ গোলটি করলেন সাদিকু। মনবীর দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যা গোল করতে ভুল করেননি সাদিকু। মাত্র ৯ মিনিটে তিনটে গোল করল মোহনবাগান।
BFC v MBSG Live: BFC v MBSG Live: আবার গোলললললল….
৩-০ এগিয়ে গেল মোহনবাগান। এবার গোল করলেন অনিরুদ্ধ থাপা। ম্য়াচের ৫৪ মিনিটেই ৩-০ করল মোহনবাগান। কাউকো দূর থেকে নীচু শট নেন, যা গুরপ্রীতকে বাঁচাতে বাধ্য করে। পেত্রাতোস রিবাউন্ডে যান এবং থাপার কাছে বলটি স্কোয়ার করেন, যিনি মোহনবাগানের তৃতীয় গোলটি করেন। গুরপ্রীত কিছুই করতে পারেননি।
BFC v MBSG Live: BFC v MBSG Live: গোলললললল
ম্যাচের ৫১ মিনিটে ২-০ এগিয়ে গেল মোহনবাগান। দ্বিতীয় গোলটি করলেন মনবীর। তার আগে কাউকো দারুণ একটা পাস দিয়েছিলেন সাদিকুকে। কিন্তু জোভানোভিচ সময়মতো তাদের মাঝে চলে আসেন এবং বলটি কর্নারের জন্য বাইরে পাঠিয়ে বেঙ্গালুরুকে বিপদ মুক্ত করেন।
BFC v MBSG Live: BFC v MBSG Live: মোহনবাগানে পরিবর্তন
দ্বিতীয়ার্ধের শুরুতে অমনদীপকে বসিয়ে নেওয়া হল, মাঠে নামলেন আশিস রাই।
BFC v MBSG Live: BFC v MBSG Live: শুরু দ্বিতীয়ার্ধ
প্রথমার্ধে ১-০ এগিয়ে রয়েছে মোহনবাগান। এখন দেখার শেষ ৪৫ মিনিটে খেলার গতি কোন দিকে গড়ায়। বেঙ্গালুরু কি নিজেদের ঘরের মাঠের শেষ ম্যাচটি জিতবে, নাকি মোহনবাগান লিড বাড়াতে পারবে?
BFC v MBSG Live: BFC v MBSG Live: শেষ প্রথমার্ধ, ১-০ এগিয়ে মোহনবাগান
প্রথমার্ধে ১-০ এগিয়ে রইল মোহনবাগান। ম্যাচে ১৭ মিনিটে হেক্টর ইউস্তের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তবে বেঙ্গালুরুও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু তারা তাতে সফল হয়নি। এমন কি পেনাল্টি মিস করেন সুনীল ছেত্রী। এখন দেখার দ্বিতীয়ার্ধে ম্যাচ কোন দিকে গড়ায়।
BFC v MBSG Live: BFC v MBSG Live: শেষ ৪৫ মিনিট, এগিয়ে মোহনবাগান
৪৫ মিনিটের খেলা শেষ, তিন মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন দেখার মোহনবাগান লিড বাড়াতে পারে কিনা।
BFC v MBSG Live: BFC v MBSG Live: পেনাল্টি মিস করলেন সুনীল ছেত্রী!
পেনাল্টি মিস করলেন সুনীল ছেত্রী! ম্যাচের ৪০ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল বেঙ্গালুরুর। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না সুনীল। ক্রস বারে বল মারেন এবং পেনাল্টি মিস করেন তিনি।
BFC v MBSG Live: BFC v MBSG Live: পেনাল্টি পেল বেঙ্গালুরু এফসি
সুনীল ছেত্রী পেনাল্টি জিতলেন। ম্য়াচের ৪১ মিনিটে বক্সের ভিতরে ছেত্রীকে চ্যালেঞ্জের জানিয়ে হলুদ কার্ড দেখেন আনোয়ার আলি। সমতায় ফিরে আসার সুযোগ পেয়েছিলেন সুনীল ছেত্রী।
BFC v MBSG Live: BFC v MBSG Live: ৩৫ মিনিট বেঙ্গালুরু-০, মোহনবাগান-১
ম্যাচ বেশ উত্তপ্ত হয়ে উঠছে। বেশ কিছু ফাউল দেখা যাচ্ছে। মাঝে মাঝেই ফুটবলাররা নিজেদের মেজাজ হারাচ্ছেন। মাঝে মাঝেই রেফারিকে কার্ড বের করতে হচ্ছে। ৩৫ মিনিটের মধ্যেই ম্যাচে পাঁচটা হলুদ কার্ড বের করেছে ম্য়াচ রেফারি।
BFC v MBSG Live: BFC v MBSG Live: ২৫ মিনিট বেঙ্গালুরু-০, মোহনবাগান-১
হেক্টর ইউস্তের গোলে ১-০ এগিয়ে গিয়েছে মোহনবাগান। এরপরেই ম্যাচের রাশ ধরার চেষ্টা করছে মোহনবাগান। ম্য়াচের ২৪ মিনিটে দিমিত্রি পেত্রাতোস দারুণ একটি শট নিয়েছিলেন। তবে গুরপ্রীত দারুণ সেভ করেন।
BFC v MBSG Live: গোলললললল
ম্যাচের ১৭ মিনিটে গোল করে এগিয়ে গেল মোহনবাগান। হেক্টর ইউস্তের ভাগ্যের কারণে এগিয়ে গেল মোহনবাগান। হেক্টর ইউস্তে তিনি তার প্রথম আইএসএল গোল করেছেন। দিমিত্রি পেত্রাতোসের কর্নার থেকে ইউস্তের প্রাথমিক প্রচেষ্টা ক্রসবারে আঘাত করে কিন্তু রিবাউন্ড বলটি তার কাছে ফিরিয়ে আসে। এরপরে তিনি দ্বিতীয় সুযোগের নিখুঁত ব্যবহার করেন এবং গোল করতে ভুল করেননি ইউস্তে।
BFC v MBSG Live: কার্ড দেখলেন বেঙ্গালুরুর কোচ জেরার্ড জারাগোজা
মোহনবাগানের ফুটবলার দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে তর্ক করার জন্য হলুদ কার্ড দেখলেন বেঙ্গালুরুর কোচ জেরার্ড জারাগোজা।
BFC v MBSG Live: ১১ মিনিট বেঙ্গালুরু-০, মোহনবাগান-০
এখনও পর্যন্ত মোহনবাগানকে চাপে রেখেছে বেঙ্গালুরু। এর মাঝেই মোহনবাগানের অমনদীপ হলুদ কার্ড দেখলেন। এর মাঝেই রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন গুরপ্রীত সিং সান্ধু।
BFC v MBSG Live: ৫ মিনিট বেঙ্গালুরু-০, মোহনবাগান-০
পাঁচ মিনিটের খেলায় বেশ কয়েকবার আক্রমণে উঠেছিল বেঙ্গালুরু, কিন্তু সফল হতে পারেননি সুনীল ছেত্রীরা।
BFC v MBSG Live: দেখে নিন মোহনবাগানের লিগ টেবিলের অবস্থান
লিগ তালিকায় ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে সবার ওপরে রয়েছে মুম্বই সিটি এফসি। মোহনবাগানের ২০ ম্যাচে ৪২। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে জিতলে তারা পৌঁছবে ২১ ম্যাচে ৪৫-এ। অর্থাৎ, তখন মুম্বইয়ের সঙ্গে তাদের মাত্র দু’পয়েন্টের ব্যবধান বজায় থাকবে। শেষ ম্যাচে এই মুম্বই-ই প্রতিপক্ষ মোহনবাগানের। সেই ম্যাচে একটি ড্র-ই লিগ শিল্ড এনে দিতে পারে আরব সাগর পাড়ের দলকে। কিন্তু ড্র নয়, মোহনবাগানকে জিততেই হবে।
BFC v MBSG Live: কী বললেন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ?
মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ বলেন, ‘আমরা একটানা তিনটি ম্যাচ জেতার কথা বলেছিলাম। আমরা দিল্লিতে করেছি, এবং এখন আমাদের দুটি ম্যাচ জিততে হবে। পেশাদার খেলোয়াড় এবং কোচ হিসাবে চাপ সবসময় থাকে, তবে এটি একটি ভালো চাপ এবং আমাদের এটি পরিচালনা করতে হবে।’
BFC v MBSG Live: দেখে নিন দুই দলের হেড টু হেডের লড়াই
আইএসএলে দুই দল মুখোমুখি হয়েছে মোট আটবার। তার মধ্যে পাঁচবারই জিতেছে মোহনবাগান, একবার বেঙ্গালুরু ও একটি ম্যাচে ড্র হয়।
BFC v MBSG Live: দেখে নিন বেঙ্গালুরু এফসি-র একাদশ
সুনীল ছেত্রীর নেতৃত্বে মাঠে নামতে তৈরি বেঙ্গালুরু। এখন দেখার মোহনবাগানের লিগ শিল্ড জয়ের স্বপ্নকে আটকে দিতে পারে কিনা!
BFC v MBSG Live: দেখে নিন মোহনবাগানের একাদশ
দেখে নিন মোহনবাগানের একাদশ। শুভাশিসের নেতৃত্বে মাঠে নামছে মোহনবাগান। লিগ তালিকায় ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে সকলের ওপরে রয়েছে মুম্বই সিটি এফসি। মোহনবাগানের ২০ ম্যাচে ৪২। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে জিতলে তারা পৌঁছবে ২১ ম্যাচে ৪৫-এ। অর্থাৎ, তখন মুম্বইয়ের সঙ্গে তাদের মাত্র দু’পয়েন্টের ব্যবধান বজায় থাকবে। শেষ ম্যাচে এই মুম্বই-ই প্রতিপক্ষ মোহনবাগানের। সেই ম্যাচে একটি ড্র-ই লিগ শিল্ড এনে দিতে পারে আরব সাগর পাড়ের দলকে। কিন্তু ড্র নয়, মোহনবাগানকে জিততেই হবে।
HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
ইন্ডিয়ান সুপার লিগ শিল্ডের লড়াইয়ে টিকে রয়েছে শুধু দু’টি দল, মুম্বই সিটি এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। সেরা দুইয়ে থাকার লড়াইয়ে অবশ্য এফসি গোয়া, ওডিশা এফসি-ও রয়েছে। কিন্তু এক নম্বর জায়গাটার জন্য লড়াই চলছে এই দুই দলের মধ্যেই। এই লড়াইয়ে জিততে গেলে শেষ দুই ম্যাচে জিততেই হবে সবুজ-মেরুন বাহিনীকে। যার প্রথমটি তারা খেলতে নামছে বৃহস্পতিবার, বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে, সুনীল ছেত্রীদের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।