বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023-24 Fixture: জামশেদপুরের বিরুদ্ধে অভিযান শুরু করবে, দেখুন ISL-এ ইস্টবেঙ্গলের সূচি

ISL 2023-24 Fixture: জামশেদপুরের বিরুদ্ধে অভিযান শুরু করবে, দেখুন ISL-এ ইস্টবেঙ্গলের সূচি

ইস্টবেঙ্গল দল। ছবি- পিটিআই  (PTI)

নতুন মরশুমে কতটা প্রস্তুত ইস্টবেঙ্গল। বোঝা যাবে ২৫ সেপ্টেম্বরই। কারণ সেদিন আইএসএল অভিযান শুরু করছে লাল-হলুদ। এক নজরে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের সূচি।

এবারের আইএসএল শুরু হচ্ছে আগামী ২১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি এবং বেঙ্গালুরু এফসি। এবারের আইএসএলের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কোচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে। মোট ১২টি দল এবারের আইএসএলে অংশ নিচ্ছে। নতুন দল হিসাবে এবারের টুর্নামেন্টে যুক্ত হয়েছে পঞ্জাব এফসি। এবারের আইএসএলে ১১টি শহরের ১২টি ক্লাব অংশ নিচ্ছে। এখনও পর্যন্ত এফএসডিএল বা আইএসএল যে সূচি প্রকাশ করেছে তাতে ২৯ ডিসেম্বর পর্যন্ত ম্যাচের নির্ঘন্ট দেওয়া হয়েছে।

মোহনবাগান তাদের আইএসএল পর্ব শুরু করছে ২৩ সেপ্টেম্বর। ইস্টবেঙ্গল তাদের আইএসএল পর্ব শুরু করছে ২৫ সেপ্টেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে। গত কয়েক বছরের ব্যর্থতা কাটিয়ে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল। কোচ করে নিয়ে আসা হয়েছে কার্লেস কুয়েদ্রাতকে। সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে লাল-হলুদ। ফাইনালেও জায়গা করে নেয় তারা। কিন্তু অল্পের জন্য ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে হারতে হয়েছে। ফলে ফের একবার ট্রফি জয়ের সামনে গিয়েও ফিরে আসতে হয়েছে।

আইএসএলে যাতে এমনটা না হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে ক্লাব কর্তা থেকে শুরু করে সমর্থকরা। কারণ একের পর এক মরশুমে খারাপ পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের। নয়া কোচ এসে কিছুটা হলেও যেন সমর্থকদের আত্মবিশ্বাস জুগিয়েছে।

এবার এক নজরে দেখে নেওয়া যার আইএসএলে ইস্টবেঙ্গলের সূচি:-

২৫ সেপ্টেম্বর- বনাম জামশেদপুর এফসি- হোম

৩০ সেপ্টেম্বর- বনাম হায়দরাবাদ এফসি- হোম

৪ অক্টোবর- বনাম বেঙ্গালুরু এফসি- অ্যাওয়ে

২১ অক্টোবর- বনাম এফসি গোয়া- হোম

২৮ অক্টোবর- বনাম মোহনবাগান সুপার জায়ান্ট- অ্যাওয়ে

৪ নভেম্বর- বনাম কেরালা ব্লাস্টার্স- হোম

২৫ নভেম্বর- বনাম চেন্নাইয়ন এফসি- অ্যাওয়ে

৪ ডিসেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড- হোম

৯ ডিসেম্বর- বনাম পঞ্জাব এফসি- হোম

১৬ ডিসেম্বর- বনাম মুম্বই সিটি এফসি- অ্যাওয়ে

২২ ডিসেম্বর- বনাম ওড়িশা এফসি- হোম

বন্ধ করুন