গত দুই মরশুম ধরেই এমবাপ্পের পিএসজি ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার কিলিয়ান এমবাপ্পের দলবদলের নাটকে ইতি পড়ল। জানা গিয়েছে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে দুই সপ্তাহ আগেই, ১ জুলাই থেকে মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নামবেন ফরাসি তারকা। গত মঙ্গলবার পিএসজির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এমবাপ্পে। সেই সাক্ষাতেই এই ফরোয়ার্ড জানিয়ে দেন, সামনের গ্রীষ্মেই তিনি পিএসজি ছাড়বেন। এই খবর প্রকাশ করেছে ‘দ্য অ্যাথলেটিক’। এখন মার্কা জানাচ্ছে, সেদিনের সাক্ষাতেই এমবাপ্পে পিএসজিকে জানিয়ে দিয়েছিলেন, তাকে যেন আর নতুন চুক্তির প্রস্তাব না দেওয়া হয়।
মাদ্রিদভিত্তিক আরেক ক্রীড়া দৈনিক এএস-এর খবর ছিল, ২০৩০ সাল পর্যন্ত রিয়ালে চুক্তি করেছেন এমবাপ্পে। সংবাদমাধ্যমটি জানায়, বেতন কমিয়ে লা লিগার ক্লাবের সঙ্গে আলোচনা চলছে এমবাপ্পের। পিএসজিতে তার যে বেতনকাঠামো কিংবা সাইনিং বোনাস, রিয়ালে ওই মাপের অর্থ পাবেন না বিশ্বকাপজয়ী তারকা। চলতি ২০২৩-২৪ মরশুমে পিএসজিতে ৭২ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন এমবাপ্পে। এএস জানায়, রিয়াল মাদ্রিদে এত বেতন পাবেন না ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। এমনকি সাইনিং বোনাসও পিএসজি-মাপের হবে না। বার্ষিক বেতন ৫০ মিলিয়ন ইউরোর মধ্যে রাখতে চায় রিয়াল কর্তৃপক্ষ। ছয় বছরের চুক্তিতে একই বেতন পাবেন এমবাপ্পে। অর্থাৎ আলোচনার টেবিলে থাকা ৫০ মিলিয়ন ইউরো করে প্রতি বছর পাবেন ফরাসি ফরোয়ার্ড। তবু এটি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে দামি চুক্তি।
এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। এরপরও রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের কত নম্বর জার্সি পেতে পারেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ফরাসি তারকা ‘১০’ নম্বর জার্সি পড়বেন। এর আগে রিয়ালে দশ নম্বার জার্সি পরেছেন এমবাপের স্বদেশী কিংবদন্তি জিনেদিন জিদান। তারও আগে রিয়ালের দশ নম্বর জার্সি উঠেছিল আরেক কিংবদন্তি হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসের গায়ে। বর্তমানে দশ নম্বর জার্সি পরেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। বয়সের কারণে মদ্রিচ এখন রিয়ালের একাদশে অনিয়মিত। দলও ছাড়তে পারেন তিনি। যে কারণ এমবাপ্পের দশ নম্বর জার্সি পাওয়া নিয়েও তেমন দুশ্চিন্তা নেই।
ধারণা করা হচ্ছে, চলতি মরশুম শেষেই স্বদেশী ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন ২০১৮ বিশ্বকাপজয়ী ফরাসি সুপারস্টার এমবাপ্পে। সাত বছর এমবাপ্পে যেভাবে পিএসজিকে অনেকটা একাই এগিয়ে নিয়ে গেছেন তাতে হুট করে তার চলে যাওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে পিএসজি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়লে আগামী মরশুমে ভিন্ন পরিস্থিতির মুখে পড়বে পিএসজি। সেরা তারকাকে ছাড়া দলের কৌশল কী হবে, আক্রমণভাগের নেতৃত্বেই বা কে থাকবেন, এ সব প্রশ্নের উত্তর এখন ঘুরপাক প্যারিসের পরাশক্তিদের তাঁবুতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।