পিএসজি ছেড়ে এই মরশুমে আমেরিয়ার ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্তাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। আর সেই ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন লিও। প্রতি ম্যাচেই গোল করছেন তিনি। সেই সঙ্গে গোল করাচ্ছেনও। বলা ভালো মিয়ামিকে এক অন্য জায়গায় নিয়ে গিয়েছেন মেসি। ইতিমধ্যেই তিনি এই মরশুমে মিয়ামির হয়ে সর্বোচ্চ গোলও করে ফেলেছেন।
শুধু তাই নয়, এই ম্যাচে অর্থাৎ ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ৩৬.৩ গজ দূর থেকে দুর্দান্ত গোল করলেন আর্জেন্তাইন অধিনায়ক। তাঁর কেরিয়ারে এত দূরত্ব থেকে গোল এর আগে একবারই রয়েছে। বার্সেলোনার হয়ে ৩৮.৮ গজ দূর থেকে গোল করেছিলেন তিনি। ২০১২ সালে মালোরকার বিরুদ্ধে। এবার মিয়ামির হয়ে এত দূরত্ব থেকে গোল করলেন এই কিংবদন্তি। স্বাভাবিক ভাবেই তাঁর সেই গোলের ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
দাঁড়িয়ে থাকা গোলরক্ষক কিছুই করতে পারেননি। তিনি যে বড় শট মেরে গোল করেছেন এমনটা নয়। দূর থেকে শট নেন কিন্তু তা বল গড়াতে গড়াতেই জালে জড়িয়ে যায়। যদিও এত দূর থেকে গোল স্বাভাবিক ভাবেই খুশি মেসি সমর্থকরা। সেই সঙ্গে এই ম্যাচে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মিয়ামি।
এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় মিয়ামি। ম্যাচের একেবারে শুরুতেই অর্থাৎ মাত্র ৩ মিনিটের মাথায় জোসেফ মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। ব্যাস! সেখান থেকেই শুরু হয় মেসিদের দাপট। বিপক্ষ দলের ফুটবলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করতে থাকে। তবে মেসি এদিন মাত্র একটি গোলই করেছেন। ২০ মিনিটের মাথায় বিশ্বমানের গোলটি করেন মেসি। সেই গোলের সঙ্গে সঙ্গেই মিয়ামির ফাইনালের রাস্তা কার্যত খুলে যায়। এখানেই থেমে থাকেননি তারা প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একটি গোল করে মিয়ামি। ইঞ্জুরি টাইমে জর্ডি আলবা মিয়ামির তৃতীয় গোলটি করেন।
স্বাভাবিক ভাবেই প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়ায় জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। এখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনও উপায় ছিল না ফিলাডেলফিয়ার। যদিও দ্বিতীয়ার্ধেও ডিফেন্সিভ ফুটবল খেলে মিয়ামি। তবে ৭৩ মিনিটের মাথায় ফিলাডেলফিয়ার অ্যালেজান্দ্রো বেদওয়া গোল করে ব্যবধান কমান। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। কারণ ৮৪ মিনিটের মাথায় ডেভিড রুইজ মিয়ামির হয়ে গোল করে ফলাফল ৪-১ করেন। এরপর আর কোনও দলই গোল করতে না পারায় ম্যাচ জিতে নেয় মিয়ামি। সেই সঙ্গে ফাইনালে চলে গেল তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।