নিজের নতুন ক্লাবের অনুশীলনে নেমে পড়লেন লিওনেল মেসি। নিজের ক্লাব ফুটবল জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এলএমথার্টি। সেই ভিডিয়ো প্রকাশ করা হল প্যারিস সাঁ জাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রথম দিনে বল নিয়ে বেশকিছুক্ষণ অনুশীলন করতে দেখা গেল মেসিকে। সতীর্থ অ্যাঞ্জেল ডি’মারিয়ার সঙ্গে অনুশীলন করার পাশাপাশি দলের সকল ফুটবলারদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। প্রথম দিনে মেসির সকল স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখা হল।
ভিডিয়োতে দেখা যায় ক্লাবের প্রথম দিনের অনুশীলনে পা রাখলেন মেসি। গাড়ি থেকে নামার পরে সোজা দলের কোচের সঙ্গে দেখা করেন মেসি। পিএসজি-র কোচ মৌরিসিয়ো পোচেত্তিনোর সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ আলোচনা করেন মেসি। মৌরিসিয়ো পোচেত্তিনোও আর্জেন্তিনার একজন ফুটবলার, সেক্ষেত্রে জমে উঠল দু’জনের আাড্ডা। এরপরেই প্রাণের বন্ধু নেইমারের সঙ্গে দেখা করেন। এরপর একে একে দলের সকল ফুটবলার ও স্টাফেদের সঙ্গে দেখা করেন মেসি। সেই তালিকায় ছিলেন কিলিয়ান এমবাপে ও সার্জিও রামোস। সাজঘরে গিয়ে নিজের সতীর্থদের সঙ্গে দেখা করেন ক্লাবের নতুন অতিথি।
জিমেতে গিয়ে রামোসের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় আর্জেন্তিনার প্রাক্তন তারকাকে। এরপরেই অনুশীলন গ্রাউন্ডে নেমে পড়েন মেসি। সেখানেই বল পায়ে অনুশীলন করলেন। মেসির পায়ের জাদু ধরা দিল ক্যামেরায় শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে মাঠে ছাড়লেন তিনি। এ ভাবেই পিএসজিতে মেসির প্রথম দিনের অনুশীনের ছবি বিশ্বের সামনে তুলে ধরল লিওনেল মেসির নতুন ক্লাব প্যারিস সাঁ জাঁ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।