এফএ কাপের নক আউট পর্ব থেকে ছিটকে গেল গতবারের বিজয়ী লিভারপুল। অ্যামেক্স স্টেডিয়ামে এফএ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয় ব্রাইটন ও লিভারপুল। ২-১ গোলে হারে লিভারপুল। মরশুমটা মোটেই ভালো যাচ্ছে না লিভারপুলের। এই হার লিভারপুলের সমস্যা বাড়িয়ে তুলল। কারাবাও কাপ থেকে ছিটকে যাওয়ার পর ক্লপের দল প্রিমিয়র লিগে নবম স্থানে রয়েছে। তাদের একমাত্র সুযোগ এখন চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু শেষ ষোলোতে তারা খেলবে রিয়াল মাদ্রিদের সঙ্গে।
প্রিমিয়র লিগে কিছুদিন আগেই ব্রাইটনের কাছে ৩–০ গোলে হারতে হয় লিভারপুলকে। এবার সেই ব্রাইটনের কাছে ফের আটকে গেল ক্লপের দল। শুধু তাই নয়, এই ম্যাচ হেরে এফএ কাপ থেকে বিদায় নিল লিভারপুল। ম্যাচে এগিয়ে গিয়েও হারতে হল তাদেরকে।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় লিভারপুল প্রথম গোল করে ১-০ তে এগিয়ে যায়। হার্ভে এলিয়ট এগিয়ে দেন দলকে। এর ১০ মিনিট পরই লুইস ডাঙ্কের গোলে সমতা ফেরায় ব্রাইটন। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দুই দলই গোল করার চেষ্টা করে। কিন্তু কোন দলই লক্ষ্যভেদ করতে পারেনি। খেলা ড্র হবে বলেই মনে হচ্ছিল। ইনজুরি টাইমে অর্থাৎ ৯২ মিনিটের মাথায় গোল করেন কাওরু মিতোমা। তাঁর সেই গোলের সঙ্গে সঙ্গেই লিভারপুলের বিদায় নিশ্চিত হয়ে যায়। এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হল লিভারপুলকে।
ম্যাচের শেষে লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন বলেন, ‘এই মরশুমটি আমাদের জন্য মোটেই ভালো যাচ্ছে না। বছরের শুরুতে, আমরা নতুন করে শুরু করতে চেয়েছিলাম কিন্তু তা হয়নি। আমরা আরও খারাপ খেলেছি। এখন আমরা দুটি কাপ থেকেই ছিটকে গিয়েছি। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা।’
ম্যাচের শেষে ব্রাইটনের হয়ে গোল করা ডাঙ্ক বলেন, ‘অবিশ্বাস্য সমাপ্তি। আমরা আজকে আমাদের সেরা খেলাটা খেলতে পারেনি। কিন্তু আমরা এটি একটি শীর্ষ দলের বিপক্ষে মাঠে নেমেছি এবং জয় পেয়েছি। আমাদের মনে হচ্ছে আমরা আমাদের সেরা দিনগুলিতে যে কাউকে হারাতে পারি এবং আমাদের স্কোয়াডে শেষ মুহূর্তে ম্যাচ জেতানোর রসদ আছে এবং আশা করি আমরা প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারব।’