বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Manipur Violence: মণিপুর নিয়ে অমিত শাহকে 'অপমান' ISL-র ফুটবলারের, দলকে হুমকি BJP-র, চাইলেন ক্ষমা

Manipur Violence: মণিপুর নিয়ে অমিত শাহকে 'অপমান' ISL-র ফুটবলারের, দলকে হুমকি BJP-র, চাইলেন ক্ষমা

অমিত শাহ। (HT_PRINT)

মণিপুর নিয়ে অমিত শাহকে অপমান করলেন জামশেদপুর এফসির এক ফুটবলার। বিজেপির হুমকির মুখে পড়ে সেই পোস্ট ডিলিট করে ক্ষমা চাইলেন সেই ফুটবলার।

মণিপুর নিয়ে এখনও উত্তপ্ত দেশের রাজনীতি। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে। যা পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। প্রতিদিনই সংসদে মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে। শাসক দল বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। সেই আলোচনার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর নিয়ে সংসদে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জড়িয়ে পড়লেন মণিপুরের ফুটবলার সেমিনলেন ডুঞ্জেল। তিনি নিজের ইনস্টাগ্রাম পেজে অমিত শাহর বক্তব্য নিয়ে মন্তব্য করেন। সেই মন্তব্যকে অপমানজনক হিসাবে দেখছে বিজেপির নেতারা। এমন পোষ্টের ফলে বিজেপি নেতা ও সমর্থকদের রোষের মুখে পড়েছেন তিনি।

ডুঞ্জেল মণিপুরের বাসিন্দা এবং বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ জামশেদপুর এফসি-এর হয়ে খেলছেন। বিজেপির নেতারা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি পোস্টে অসংসদীয় ভাষা ব্যবহার এবং অপমানজনক মন্তব্য করেছেন। ডুঞ্জেলের পোস্টটি সবার প্রথমে জামশেদপুরের এক জেলার বিজেপির প্রাক্তন সভাপতি দীনেশ কুমারের নজরে আসে। তারপরেই বিতর্কের শুরু হয়। ওই জেলা বিজেপি নেতা টুইটারে ডুঞ্জেলের ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট তুলে ধরেন। এর সঙ্গে ফুটবলারের কাছ থেকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। জামশেদপুর এফসি জামশেদপুর পুলিশ এবং জেলা প্রশাসনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে বিজেপি নেতা সতর্ক করে দেন যে ওই ফুটবলারকে ক্ষমা চাইতে হবে। তা না হলে তারা জামশেদপুর এফসিকে জামশেদপুরে খেলতে দেওয়া হবে না।

ওই নেতা তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, 'যে যুবক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অশ্লীল এবং অশালীন ইন্সটাগ্রাম পোস্ট করেছেন, তিনি একজন ফুটবলার। জামশেদপুর পুলিশ এটা খেয়াল করুন জামশেদপুর এফসির হয়ে তিনি খেলেন। পদক্ষেপ নিন। যদি ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চাওয়া হয় তাহলে, জামশেদপুর এফসিকে খেলতে দেওয়া হবে না। প্রতিবাদ করা হবে।'

এরপরে রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ টুইটটি তুলে ধরেন সঙ্গে ঝাড়খণ্ড পুলিশ এবং খেলো ইন্ডিয়াকে ট্যাগ করে ডুঞ্জেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তিনি লেখেন, 'দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'জির বিরুদ্ধে একজন ফুটবলার অশালীন মন্তব্য করেছেন। ঝাড়খণ্ড পুলিশ বিষয়টি বিবেচনা করুন এবং ব্যবস্থা নিন।'

এই ঘটনার পরে সন্ধ্যা নাগাদ ডুঞ্জেল তাঁর ইনস্টাগ্রামের পোস্টটি মুছে ফেলেন‌‌। তার সঙ্গে সঙ্গেই নতুন পোস্টে নিঃশর্ত ক্ষমা চান। নতুন পোস্টে তিনি লেখেন, 'আমি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যারা আঘাত পেয়েছেন তাদের বিরুদ্ধে আমার আগের পোস্টের জন্য শুধু ক্ষমা চাইছি। আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায়ের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।'

জামশেদপুর এফসির সিইও মুকুল চৌধুরী ফোনে হিন্দুস্তান টাইমসকে বলেন, 'সেমিনলেন ক্ষমা চেয়েছেন এবং তার পোস্ট মুছে দিয়েছেন। তাছাড়া তিনি ব্যক্তিগত যোগ্যতায় নিজের বর্তমান পদটি অর্জন করেছেন। আমরা তাকে ফুটবলে মনোনিবেশ করতে বলেছি। রাজনীতির সম্পর্কিত বিষয় থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছি।'

অন্যদিকে জামশেদপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি কুমার বলেন, 'আমরা বিষয়টিকে নিয়ে এগোতে চাইছি না। কারণ ডুঞ্জেল তাঁর পোস্ট ডিলিট করেছেন এবং ক্ষমা চেয়েছেন আমরা সকলেই মণিপুরের ঘটনা নিয়ে উদ্বিগ্ন। তবে তার মানে এই না এটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষী করে বিভ্রান্তিকর মন্তব্য করার অধিকার দেয়। এছাড়াও তাঁর গালিগালাজ করা উচিত ছিল না। একজন জাতীয় খেলোয়াড়কে অবশ্যই ভাষাগত মর্যাদা এবং প্রোটোকলকে সম্মান করতে হবে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ কবে? কয়টি গ্রহণ রয়েছে আগামী বছর ! দেখে নিন তারিখ বাংলাদেশ সিরিজেই ৩টি বিরাট নজির গড়তে পারেন যশস্বী, ভাঙতে পারেন রাহানেদের রেকর্ড ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.