বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EBFC vs MBSG: একে ওঠার চ্যালেঞ্জ মোহনবাগানের, প্লে-অফ লক্ষ্য ইস্টবেঙ্গলের, ডার্বির আগে কী বলছেন দুই দলের তারকারা?

EBFC vs MBSG: একে ওঠার চ্যালেঞ্জ মোহনবাগানের, প্লে-অফ লক্ষ্য ইস্টবেঙ্গলের, ডার্বির আগে কী বলছেন দুই দলের তারকারা?

দুই দলের প্লেয়ারদের লক্ষ্যই পয়েন্ট টেবলের শীর্ষে ওঠা।

East Bengal FC vs Mohun Bagan SG: এবারের প্রথম লেগে ডার্বি ড্র করার আগে, আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে বাকি সব ম্যাচ হেরেছিল ইস্টবেঙ্গল। ফিরতি ডার্বিতে আবার লাল-হলুদ ব্রিগেড বেশ চাপেই রয়েছে। সেখানে অনেক বেশি আত্মবিশ্বাসী মোহনবাগান।

রবিবার আইএসএলের ফিরতি ডার্বি। প্রথম পর্বের ঠিক ৩৬ দিন পরে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গত ডার্বিতে খেলার ফল ছিল ২-২। যা ছিল লিগের ইতিহাসে প্রথম। কারণ এবারের প্রথম লেগে ডার্বি ড্রয়ের আগে, আইএসএলে বাগানের বিরুদ্ধে বাকি সব ম্যাচ হেরেছিল লাল-হলুদ ব্রিগেড। এ বার ফের পরিস্থিতি আলাদা। ইস্টবেঙ্গল আবার বেশ চাপেই রয়েছে। সেখানে অনেক বেশি আত্মবিশ্বাসী মোহনবাগান। ধারেভারে আপাতত বাগানই এগিয়ে রয়েছে বলে মনে হচ্ছে।

তবে ডার্বির ইতিহাস বলছে, এই ম্যাচের ভবিষ্যদ্বাণী বেশিরভাগ ক্ষেত্রেই মেলেনি। গত ম্যাচে ৮৭ মিনিটের মাথায় যাঁর দেওয়া গোলে প্রায় জেতা ম্যাচ ড্র করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল ইস্টবেঙ্গল, সেই অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হলে, তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অন্যান্য দলের তুলনায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করা তাঁর কাছে সহজ? কারণ, এর আগেও তিনি ডার্বিতে গোল করেছেন। এই প্রশ্নের উত্তরে দিমি বলেন, ‘কোনও দলের বিরুদ্ধে গোল করাই সহজ নয়। তবে প্রতিপক্ষের রক্ষণ কী রকম, তা নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনোনিবেশ করাই ভালো। যাতে ম্যাচে সব কিছু ঠিকঠাক হয় এবং দল হিসেবে নিজেদের সেরা পারফরম্যান্স করে ম্যাচটা জেতা যায়।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘ডার্বিতে গোল আমার কঠোর পরিশ্রমের ফল এবং সতীর্থদের সাহায্য ছাড়া তা সম্ভব নয়। একা একা কোনও কিছুই করা সম্ভব নয়। তবে আমি যাই করি, পুরোটাই দলের কৃতিত্ব। কে গোল করল, সেটা বড় কথা নয়। কারণ, আমরা দল হিসেবে খেলি। গোল করা এবং গোল করতে সাহায্য করা, দুটোই আমার পছন্দের কাজ। আসল লক্ষ্য তো দলকে জেতানো। সেখানে গোল করলাম, না করতে সাহায্য করলাম, সেটা গুরুত্বপূর্ণ নয়।’

জনি কাউকো এবার বেশ ভালো ছন্দে রয়েছেন। ডার্বিতে তাঁর দলে থাকাটা আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করেন পেত্রাতোস। তিনি বলেছেন, ‘জনি অসাধারণ ফুটবলার এবং আমরা ওকে দলে পেয়ে খুশি। আমরা দু’জনেই চাই প্রতি ম্যাচে উন্নতি করতে এবং এই দিক থেকে আমাদের মধ্যে মিল আছে।’

নতুন বছর শুরু হওয়ার পর মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি, বরং আটটির মধ্যে ছ’টি ম্যাচেই জিতেছে। নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের পাশাপাশি মিডফিল্ডার জনি কাউকো-র প্রত্যাবর্তনও বাগানকে বড় অক্সিজেন দিয়েছে। ডার্বির আগে কাউকো বলেছেন, ‘কুয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গল আগের মরশুমের থেকে এখন অনেকটাই জমাটি ফুটবল খেলছে। যেখানে ফাঁকফোকর অনেক কম থাকছে। তবে ঠিক চাপ বলব না। কোনও ক্ষেত্রেই আমি চাপ বোধ করি না। বলতে পারেন সমর্থকদের ভরসার পাত্র হওয়ার জন্য নিজের উপর দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে।’

ইস্টবেঙ্গলের বড় ভরসা ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। ডার্বির আগে তিনি বলেছেন, ‘ডার্বি নিয়ে বেশি ভাবনা-চিন্তা করলেই মনের উপর চাপ বাড়ে। তাই আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। এই ডার্বিতে জিততে চাই। চেষ্টা করব ডার্বিতে ফের গোল করতে।’

ডার্বির আগে এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল হতাশাজনক ফুটবল খেলেছে। ০-১ তারা ম্যাচটি হেরেওছে। তার আগে ওড়িশার বিরুদ্ধে হেরেছে। ক্লেটন এই প্রসঙ্গে বলছিলেন, ‘আগের ম্যাচে গোয়া আমাদের মাঝমাঠকে অচল করে দিয়েছিল। আমরা কেউই সেই ব্যর্থতা ভুলতে চাই না। বরং শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। ডার্বিতে আমাদের মাঝখান দিয়ে আক্রমণ করতে হবে। পাশাপাশি দুই প্রান্ত দিয়েও উঠে আসা অত্যন্ত জরুরি। ক্রেসপো দলে ফিরলে খুবই ভালো হবে। ওকে আমাদের বিশেষ ভাবে প্রয়োজন।’

সাউল ক্রেসপো শনিবার আবার সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি, মোহনবাগান এসজি খুব ভালো দল। কিন্তু আমাদের সেরা ছয়ে পৌঁছতে গেলে ওদের হারাতেই হবে। দলের ওপর আমার পুরো ভরসা আছে। ডার্বি জেতার মতো আত্মবিশ্বাস আছে আমাদের। দলের ফিজিও এবং ট্রেনারদের সঙ্গে কাজ করার পর আমি এখন একশো শতাংশ ফিট। ডার্বিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ডার্বিতে একাধিক গোল করা ইস্টবেঙ্গলের নন্দকুমার শেকর আবার বলেছেন, ‘বড় ম্যাচে গোল করতে কে না চায়? অবশ্যই রবিবার আবার গোল করতে চাই। আমি আশাবাদী, আমরা এই ম্যাচটা জিততে পারব। আমরা সব ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু সব ম্যাচে তা হয়ে ওঠে না। গোয়ায় সে রকমই একটা ম্যাচ ছিল। তবে প্রতি ম্যাচের পরে কোচ আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেন। গোয়া ম্যাচে কোথায় কী ভুল হয়েছে, তা উনি বুঝিয়েছেন। পয়েন্ট টেবলের দিকে তাকিয়ে লাভ নেই। আমাদের আগে ম্যাচটা জিততে হবে। তার পরে দেখা যাবে, কী হয়। আমাদের নাম্বার সিক্স নিয়ে একটা সমস্যা ছিল। ক্রেসপো দলে ফিরলে সেই সমস্যা অনেকটাই মিটে যাবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতীয়দের ফের টেনশন বাড়ালেন ট্রাম্প! জন্মসূত্রে মার্কিন হওয়া নিয়ে বললেন বড় কথা ফেব্রুয়ারিতে অপারেশন অনামিকা সাহার, অসুস্থ শরীরেই চলছে শ্যুট,কী হয়েছে অভিনেত্রীর মোদীর পরে কে প্রধানমন্ত্রী? উত্তরসূরীর নাম ভবিষ্যদ্বাণী করলেন আইআইটি বাবা মেয়ে নিত-কনে, ধরল মায়ের পিঁড়ি! ২য় বিয়ে গীতা এলএলবি অভিনেত্রীর, কারা এল টলিউডের এসএসকেএমে ভর্তি পার্থ চট্টোপাধ্য়ায়, কেমন আছে শরীর? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কা বোর্ডের! দলে দুই নতুন মুখ বসে বসে পা নাড়িয়ে যাওয়ার অভ্যাস ফেলে নেতিবাচক প্রভাব, দেখুন কী বলছে জ্যোতিষ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে! পাকিস্তানি গুপ্তচর সংস্থা বাংলাদেশে যেতেই বলল ভারত ২৬ বছর পর ফের রঘু রূপে চমক দিলেন সঞ্জয়, ‘বাস্তব ২’ নিয়ে আসছেন মহেশ মঞ্জরেকর শুভেন্দুর 'হেলে পড়া' হাকিম মন্তব্যের জবাব ফিরহাদের, মানলেন, টাকা খেয়েছে কেউ কেউ

IPL 2025 News in Bangla

চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের…

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.