চলতি মরশুমে বেশ চাপে রয়েছে লিভারপুল। সৌদি আরবের ক্লাবগুলোর লোভনীয় প্রস্তাবে একের পর এক তারকা ফুটবলাররা তাদের ক্লাব ছাড়ছেন। এবার সৌদি ক্লাবের নজরে লিভারপুলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার মহম্মদ সালাহ। মিশরের এই তারকাকে বিশাল অর্থের প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ। ইউরোপের সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়েও বেশি পারিশ্রমিক দিয়ে সালাহকে দলে আনতে চায় আল ইত্তিহাদ। বেতন-বোনাস ছাড়াও থাকছে একাধিক সুবিধা।
এসব সুবিধার কাছেই শেষমেশ নাকি রাজি হয়েছেন মহম্মদ সালাহ। আল জাজিরার খবর অনুযায়ী সালাহর সামনে এখন বড় অফার দিয়েছে আল ইত্তিহাদ। এর আগেও সালাহকে বেশ কয়েকবার দলে আনতে চেয়েও ব্যর্থ হয়েছে সৌদির এই ক্লাবটি। তবে সালাহকে পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে তারা। সৌদি প্রো লিগের দলবদলের মেয়াদ শেষ হবে আগামী মাসের ৭ তারিখ। সেক্ষেত্রে সালাহকে দলে নেওয়ার জন্য আর মাত্র দুই সপ্তাহের মতো সময় পাবে সৌদি ক্লাব আল ইত্তিহাদ। এই মুহূর্তে সৌদির ক্লাবটি বেশ লড়াই চালাচ্ছে।
কারণ লিভারপুল কোনও মতেই মহম্মদ সালাহকে ছাড়তে রাজি নয়। গত ছয় মরশুমে দলটির সর্বোচ্চ গোলদাতাকে ধরে রাখতে বদ্ধপরিকর লিভারপুল। খেলাধুলাভিত্তিক গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, আল ইত্তিহাদের প্রস্তাবে সরাসরি না করে দিয়েছে লিভারপুল। সৌদি ক্লাবটিকে নাকি লিভারপুল এটাও জানিয়েছে যে ‘সালাহ বিক্রির জন্য নয়।’ গত মরশুমেই লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেছিলেন মহম্মজদ সালাহ। সেই চুক্তির এখনও দুই বছর বাকি। এছাড়া চলতি মাসের শুরুতে সালাহর এজেন্ট রামি আব্বাস টুইটে জানিয়েছিলেন, আমরা এ বছর লিভারপুল ছাড়ার কথা ভাবলে গত বছর চুক্তি নবায়ন করতাম না। মহম্মদ সালাহ লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
লিভারপুলে সালাহরই একসময়ের সতীর্থ ফাবিনিও গত মাসে ৪ কোটি পাউন্ডে আল ইত্তিহাদে যোগ দেন। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, সালাহর বিশাল অঙ্কের বেতন ও দলবদল ফি দিতে প্রস্তুত আল ইত্তিহাদ। সংবাদমাধ্যম গোল ডট কমের সংবাদকর্মী বেন জ্যাকবসের একটি টুইটের বরাত দিয়ে জানিয়েছে, আল ইত্তিহাদের পক্ষ থেকে সালাহকে বলা হয়েছে সৌদি আরবে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন। বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনাল্ডো।
বেন জ্যাকবস এর আগে জানিয়েছেন, বোনাস বাদে শুধু বেতন হিসেবে সালাহকে ৭ কোটি ৫৭ লাখ ইউরো দিতে চেয়েছে আল ইত্তিহাদ। এর সঙ্গে থাকবে আয়ের বিভিন্ন খাত, যা বেতনের চেয়েও অনেক বেশি। কিন্তু নিজেদের তারকা ফরোয়ার্ডকে কোনও ভাবেই ছাড়বে না লিভারপুল। ইএসপিএন জানিয়েছে, লিভারপুলকে এখনো আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে কোনও প্রস্তাবও দেয়নি আল ইত্তিহাদ। এদিকে আক্রমণভাগে করিম বেঞ্জেমার যোগ্য সতীর্থ খুঁজছে আল ইত্তিহাদ। এ জন্য লিভারপুলের তারকা মহম্মদ সালাহকে পেতে চায় সৌদি প্রো লিগের ক্লাবটি। কিন্তু লিভারপুল তাদের সেরা তারকাকে ছাড়বে কিনা সেটাই এখন দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।