বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ভিক্টোরিয়া থেকে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা, আর্থিক পুরস্কার ঘোষণা- বিজয় উৎসব মহমেডানে

ভিক্টোরিয়া থেকে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা, আর্থিক পুরস্কার ঘোষণা- বিজয় উৎসব মহমেডানে

১৯৩৪ থেকে ১৯৩৮ টানা পাঁচ বার কলকাতা লিগ জিতেছিল মহমেডান।‌ হ্যাটট্রিক সম্পূর্ণ হয়েছিল ১৯৩৬ সালে। ৮৭ বছর পর ফের টানা তৃতীয় বার ঘরোয়া লিগ জিতল কলকাতার তৃতীয় প্রধান। মিনি ডার্বিতে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়েই তারা ইতিহাস লিখল। আর তার পরেই ভাঙল উচ্ছ্বাসের বাঁধ। তাঁর কিছু কোলাজ থাকল আপনাদের জন্য।