বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Mohun Bagan Transfer News 2023: নতুন ভূমিকায় মোহনবাগানে যোগ দিচ্ছেন ক্লিফোর্ড

Mohun Bagan Transfer News 2023: নতুন ভূমিকায় মোহনবাগানে যোগ দিচ্ছেন ক্লিফোর্ড

ক্লিফোর্ড মিরান্ডা।

ক্লিফোর্ড মোহনবাগানে যোগ দেওয়া, চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ এতদিন মোহনবাগানের সহকারী কোচের দায়িত্বে ছিলেন বাস্তব রায়। তিনি কলকাতা লিগে মোহনবাগানের প্রধান কোচ হিসেবে ভালো ভাবেই দায়িত্ব সামলাচ্ছেন। বাস্তব থাকলে, সে ক্ষেত্রে ক্লিফোর্ডের ভূমিকা ঠিক কী হবে, তাই নিয়ে ময়দান জুড়ে শুরু হয়েছে জল্পনা।

কোচ হিসেবে ইতিমধ্যে তিনি নজর কেড়েছেন। এবার তিনি যোগ দিতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্টসে। মোহনবাগান তিনি জুয়ান ফেরান্দোর সহকারী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। এর আগে আইএসএলের আর এক ক্লাব এফসি গোয়ায় ফেরান্দোর সহকারী হিসেবেও তিনি কাজ করেছিলেন। এবার কলকাতার দলে নতুন চ্যালেঞ্জ ক্লিফোর্ডের। তবে ফেরান্দোর সঙ্গে তাঁর ভালো বোঝাপড়া রয়েছে। যেটা বাগানের জন্য ইতিবাচক হতে পারে।

খেলোয়াড় জীবনে যখব ক্লিফোর্ড মিরান্ডা সেরা ফর্মে, সেই সময়ে বহু বার কলকাতার দুই প্রধান- ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাঁকে সই করাতে চাইলেও রাজি হননি ক্লিফোর্ড। কারণ তখন তিনি ডেম্পো ছাড়ার কথা ভাবতেই পারেননি। সেই সময়ে ভারতীয় ফুটবলের অন্যতম শক্তি ছিল ডেম্পো। আর ডেম্পোকে পাঁচ বার আই লিগ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ক্লিফোর্ড মিরান্ডা। তবে ক্যারিয়ারের শেষ পর্বে এসে আইএসএলে কলকাতার ক্লাব তৎকালীন দল অ্যাটলেটিকো দ্য কলকাতায় (যা বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টস) সই করেছিলেন ক্লিফোর্ড। তবে আইএসএলে খেলার জন্য। সেবার একেবারেই সাফল্য পাননি তিনি। এবার অবশ্য মোহনবাগানে বিশেষ ভূমিকায় পাওয়া যাবে ক্লিফোর্ডকে।

তবে ক্লিফোর্ড দলে যোগ দেওয়া, চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ এতদিন মোহনবাগানের সহকারী কোচের দায়িত্বে ছিলেন বাস্তব রায়। তিনি কলকাতা লিগে মোহনবাগানের প্রধান কোচ হিসেবে ভালো ভাবেই দায়িত্ব সামলাচ্ছেন। বাস্তব থাকলে, সে ক্ষেত্রে ক্লিফোর্ডের ভূমিকা ঠিক কী হবে, তাই নিয়ে ময়দান জুড়ে শুরু হয়েছে জল্পনা।

একটা সময় ভারতীয় ফুটবল বলতে ছিল কলকাতার তিন প্রধান এবং গোয়ার কয়েকটি ক্লাবকেই বোঝাত। একটা সময়ে ভারতীয় ফুটবলের শক্তি এবং আই লিগের সফলতম ক্লাব ছিল ডেম্পো। জাতীয় দলের বেশির ভাগ ফুটবলার খেলতেন এই ক্লাবে। ক্লিফোর্ড মিরান্ডাও চুটিয়ে ডেম্পোতে নিজের সেরাটা দিয়েছেন। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ২০১৫ সালে এটিকে এটিকে-র জার্সিতে খেলেছিলেন মাত্র ১টি ম্যাচ। পরবর্তীতে আইএসএলের অন্যান্য ক্লাবে খেললেও, আর তেমন ভাবে নজর কাড়তে পারেননি। ফলে ফুটবলের সঙ্গে য়ুক্ত থাকতে কোচিং করানোর সিদ্ধান্ত নেন ক্লিফোর্ড।

বয়সভিত্তিক ফুটবলে জাতীয় দলের কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি আইএসএলের ক্লাবে কোচিং করিয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগে ২০২২ সালে জোসেফ গাম্বাউয়ের সহকারী ছিলেন ক্লিফোর্ড। হেড কোচ গাম্বাউ সরে যাওয়ার পর ওড়িশা এফি-র অন্তবর্তীকালীন দায়িত্ব সামলান দেশের এই প্রাক্তন মিডফিল্ডার। গত মরশুমে তাঁর কোচিংয়েই সুপার কাপের মতো বড় ট্রফি জিতেছিল ওড়িশা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা ‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.