কোচ হিসেবে ইতিমধ্যে তিনি নজর কেড়েছেন। এবার তিনি যোগ দিতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্টসে। মোহনবাগান তিনি জুয়ান ফেরান্দোর সহকারী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। এর আগে আইএসএলের আর এক ক্লাব এফসি গোয়ায় ফেরান্দোর সহকারী হিসেবেও তিনি কাজ করেছিলেন। এবার কলকাতার দলে নতুন চ্যালেঞ্জ ক্লিফোর্ডের। তবে ফেরান্দোর সঙ্গে তাঁর ভালো বোঝাপড়া রয়েছে। যেটা বাগানের জন্য ইতিবাচক হতে পারে।
খেলোয়াড় জীবনে যখব ক্লিফোর্ড মিরান্ডা সেরা ফর্মে, সেই সময়ে বহু বার কলকাতার দুই প্রধান- ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাঁকে সই করাতে চাইলেও রাজি হননি ক্লিফোর্ড। কারণ তখন তিনি ডেম্পো ছাড়ার কথা ভাবতেই পারেননি। সেই সময়ে ভারতীয় ফুটবলের অন্যতম শক্তি ছিল ডেম্পো। আর ডেম্পোকে পাঁচ বার আই লিগ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ক্লিফোর্ড মিরান্ডা। তবে ক্যারিয়ারের শেষ পর্বে এসে আইএসএলে কলকাতার ক্লাব তৎকালীন দল অ্যাটলেটিকো দ্য কলকাতায় (যা বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টস) সই করেছিলেন ক্লিফোর্ড। তবে আইএসএলে খেলার জন্য। সেবার একেবারেই সাফল্য পাননি তিনি। এবার অবশ্য মোহনবাগানে বিশেষ ভূমিকায় পাওয়া যাবে ক্লিফোর্ডকে।
তবে ক্লিফোর্ড দলে যোগ দেওয়া, চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ এতদিন মোহনবাগানের সহকারী কোচের দায়িত্বে ছিলেন বাস্তব রায়। তিনি কলকাতা লিগে মোহনবাগানের প্রধান কোচ হিসেবে ভালো ভাবেই দায়িত্ব সামলাচ্ছেন। বাস্তব থাকলে, সে ক্ষেত্রে ক্লিফোর্ডের ভূমিকা ঠিক কী হবে, তাই নিয়ে ময়দান জুড়ে শুরু হয়েছে জল্পনা।
একটা সময় ভারতীয় ফুটবল বলতে ছিল কলকাতার তিন প্রধান এবং গোয়ার কয়েকটি ক্লাবকেই বোঝাত। একটা সময়ে ভারতীয় ফুটবলের শক্তি এবং আই লিগের সফলতম ক্লাব ছিল ডেম্পো। জাতীয় দলের বেশির ভাগ ফুটবলার খেলতেন এই ক্লাবে। ক্লিফোর্ড মিরান্ডাও চুটিয়ে ডেম্পোতে নিজের সেরাটা দিয়েছেন। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ২০১৫ সালে এটিকে এটিকে-র জার্সিতে খেলেছিলেন মাত্র ১টি ম্যাচ। পরবর্তীতে আইএসএলের অন্যান্য ক্লাবে খেললেও, আর তেমন ভাবে নজর কাড়তে পারেননি। ফলে ফুটবলের সঙ্গে য়ুক্ত থাকতে কোচিং করানোর সিদ্ধান্ত নেন ক্লিফোর্ড।
বয়সভিত্তিক ফুটবলে জাতীয় দলের কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি আইএসএলের ক্লাবে কোচিং করিয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগে ২০২২ সালে জোসেফ গাম্বাউয়ের সহকারী ছিলেন ক্লিফোর্ড। হেড কোচ গাম্বাউ সরে যাওয়ার পর ওড়িশা এফি-র অন্তবর্তীকালীন দায়িত্ব সামলান দেশের এই প্রাক্তন মিডফিল্ডার। গত মরশুমে তাঁর কোচিংয়েই সুপার কাপের মতো বড় ট্রফি জিতেছিল ওড়িশা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।