পিছিয়ে গিয়েও দুর্দান্ত কামব্যাক মুম্বই সিটি এফসির। সুপার কাপ আজ অর্থাৎ ১১ জানুয়ারি মুখোমুখি হয় মুম্বই সিটি এফসি এবং গোকুলাম কেরালা এফসি। ম্যাচের প্রথম দিকেই দাপুটে ফুটবল খেলতে থাকে গোকুলাম। তার সুফলও তারা পায়। শুরুতেই এগিয়ে যায় আই লিগের দলটি। যদিও সেই আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ ম্যাচ যত গড়িয়েছে ততই মুম্বই কামব্যাক করেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। আর তাতেই সব শেষ হয়ে গেল আইলিগের এই দলটির।
এদিন ২৩ মিনিটের মাথায় অ্যালেরক্স স্যাঞ্চেজের গোলে এগিয়ে যায় গোকুলাম। যদিও এই গোলটি হজম করতে হয় মুম্বই সিটির গোলরক্ষকের ভুলে। স্বাভাবিক ভাবেই প্রথম গোল হজম করে কিছুটা হলেও পিছিয়ে পড়ে তারা। কিন্তু হাল ছেড়ে দেয়নি আইএসএলের দলটি। শুধু তাই নয়, প্রথমার্ধে একটি গোল বাতিলও হয়ে যায় মুম্বই সিটি এফসির। স্বাভাবিক ভাবেই গোল করার খিদে আরও বেড়ে যেতে থাকে। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মুম্বই। স্বাভাবিক ভাবেই একটা প্রশ্ন থেকেই যাচ্ছিল। একটা আইলিগের দলের কাছে পিছিয়ে থাকা কোনও ভাবেই মেনে নিতে পারছিলেন না সমর্থকরা
দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিজেদের আক্রমণ বাড়ায় মুম্বই। যদিও শুরুতে তারা গোলের মুখ খুলতে পারেনি। আক্রমণ এবং প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ৭৬ মিনিটের মাথায় ছিকারার গোলে সমতা ফেরায় মুম্বই সিটি এফসি। জমে ওঠে ম্যাচ। জিততে মরিয়া হয়ে ওঠে দুই দল। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই নাটকের পরিস্থিতি তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে আর কেউই গোল করতে পারেনি। তবে এদিন প্রায় ৮ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়। আর সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি আদায় করে নেয় মুম্বই সিটিএফসি। আর তাতেই ম্যাচ জয় সহজ হয়ে যায়। অতিরিক্ত সময়ের একেবারে শেষের দিকে পেনাল্টি থেকে গোল করেন আল খায়াতি। একটি মাত্র গেলেই ম্যাচ জিতে নেয় মুম্বই সিটি। তিন পয়েন্ট পকেটে তুলে নিল আইএসএলের এই দলটি। অন্যদিকে নিশ্চিত ড্র ম্যাচ হাতছাড়া করে কোনও পয়েন্টই আদায় করতে পারল না গোকুলাম কেরালা এফসি। খালি হাতে মাঠ ছাড়তে হল তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।