বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > OFC vs MBSG: কলিঙ্গ যুদ্ধে ওড়িশাকে হারিয়ে ISL পয়েন্ট টেবলের মগডালে উঠতে মরিয়া মোহনবাগান

OFC vs MBSG: কলিঙ্গ যুদ্ধে ওড়িশাকে হারিয়ে ISL পয়েন্ট টেবলের মগডালে উঠতে মরিয়া মোহনবাগান

আন্তোনিও লোপেজ হাবাস।

দুই, তিন বা চার নয়, এক নম্বরে থেকেই লিগ শেষ করতে চান মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। শনিবার বিকেলে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে এই কথাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হাবাস।

মোহনবাগানের লক্ষ্য আইএসএল লিগ টেবলের শীর্ষস্থান। শনিবার ওড়িশা এফসি-কে তাদের ঘরের মাঠে হারাতে পারলেই একে উঠে আসবে বাগান ব্রিগেড। সেই লক্ষ্যেই কলিঙ্গ জয়ে নামবে আন্তোনিও হাবাসের দল।

হাবাসের হাতে পড়ে যেন পুরো বদলেই গিয়েছে মোহনবাগান। বছর শেষের হারের গ্লানি ভুলে জয়ের হ্যাটট্রিকে ফিরেছে তারা। তারা আপাতত পয়েন্ট টেবলের তিনে আছে। এখন অপেক্ষা শীর্ষে ওঠার। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে সবুজ-মেরুন বাহিনী। এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্টে এক নম্বর স্থানের দখল রেখা ওড়িশা এফসি। শনিবার ভুবনেশ্বরে এক বনাম তিনের লড়াই। জিতলেই টেবলের মগডালে ওঠার সুযোগ থাকবে বাগানের সামনে।

দুই, তিন বা চার নয়, এক নম্বরে থেকেই লিগ শেষ করতে চান মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। শনিবার বিকেলে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে এই কথাই স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি।

কোনও বারই শীর্ষে থেকে শেষ করতে পারেনি বাগান। এ বার সেই লক্ষ্যেই তারা এগোচ্ছেন বলে দাবি হাবাসের। ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে হাবাস বলে দিলেন, ‘সম্প্রতি অনুশীলনের সময় দলের ছেলেদের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে আমি ছেলেদের কখনও বলিনি যে, আমরা তৃতীয় হতে চাই। এ অসম্ভব। খেলোয়াড়দের সেরা হওয়ার মানসিকতা এবং লক্ষ্য নিয়েই মাঠে নামা উচিত। প্রতি দিনই এই লক্ষ্যের দিকে তাকিয়েই লড়াই করতে হবে আমাদের।’

তবে ওড়িশার মতো শক্তিশালী দলকে হারানো যে মোটেই সোজা নয়, তা খুব ভালো করেই জানেন হাবাস। গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জেতা এবং একটিতে ড্র করা ওড়িশার প্রতি যথেষ্ট শ্রদ্ধাও রয়েছে তাঁর। প্রতিপক্ষ সম্পর্কে কোচ বলেছেন, ‘ওড়িশা দলে যেমন ভালো ভালো ফুটবলার আছে, তেমনই ওদের একজন ভালো কোচও আছেন। খুব ভালো দল ওরা। এই ম্যাচটা জেতাই আমাদের লক্ষ্য। কিন্তু প্রতিপক্ষের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। সারা মরশুমেই ওরা ভালো খেলেছে।’

অতীতে তাঁর কোচিংয়ে বাগানে ফুল ফোটাতেন‌ রয় কৃষ্ণ। এবার প্রাক্তন ছাত্রকে রোখার চ্যালেঞ্জ। একদা প্রিয় শিষ্য রয় কৃষ্ণের আলাদা উল্লেখ করলেও, জানিয়ে রাখলেন, বিপক্ষের কোনও প্লেয়ারকে নিয়ে অতিরিক্ত ভাবতে রাজি নন তিনি। হাবাস বলেন, ‘রয় কৃষ্ণ যদি আমার দলে খেলত, তা হলে না হয় ওকে নিয়ে আলদা করে কোনও পরিকল্পনা করা যেত। রয় অসাধারণ খেলোয়াড়। ওর সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি আমি। এখন ও আমার প্রতিপক্ষ। কিন্তু ফুটবলে এ রকমই হয়। ওকে আটকানোর জন্য বিশেষ কোনও পরিকল্পনা নেই। আমরা কোনও খেলোয়াড়কে নিয়ে বিশেষ পরিকল্পনা করি না। রয় এবং পুরো ওড়িশা দলটাই যথেষ্ট ভালো অবস্থায় আছে।’

সার্জিও লোবেরোর সঙ্গে হাবাসের চলবে মগজাস্ত্রের লড়াই। লিগের দুই অন্যতম সেরা কোচের স্ট্র্যাটেজির উপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। তবে ওড়িশার মাঝমাঠের অন্যতম সেরা অস্ত্র আহমেদ জাহু কার্ড সমস্যার জন্য শনিবার খেলতে পারবেন না। এটা নিঃসন্দেহে বাগানের কাছে প্লাস পয়েন্ট। তবে হাবাসের দাবি, ‘প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে আলাদা করে কথা বলতে আমি পছন্দ করি না। ওদের সেন্ট্রাল মিডফিল্ড খুবই ভালো অবস্থায় রয়েছে। এখানে কোনও দল এক দিন তাদের সেরা খেলোয়াড়কে খেলাতে পারলেও, পরের দিন হয়তো কোনও কারণে তাকে খেলাতে পারে না। এ চলতেই থাকে। তা সত্ত্বেও যারা ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, তারাই লিগে চ্যাম্পিয়ন হবে। প্রত্যেক দলের কাছেই বিভিন্ন বিকল্প পরিকল্পনা থাকাটা খুবই জরুরি। ওদেরও নিশ্চয়ই আছে।’

এ পর্যন্ত ২৮টি গোল করেছে দুই দলই। কিন্তু ওড়িশা এফসি যেখানে ১৪টি গোল খেয়েছে, সেখানে মোহনবাগান ১৮টি গোল হজম করেছে। রয় কৃষ্ণাদের বিপজ্জনক আক্রমণ বিভাগ নিয়েও আলাদা করে চিন্তিত নন হাবাস। হাবাস বলেন, ‘প্রতিপক্ষের আক্রমণ বিভাগ নিয়ে আমার কোনও সমস্যা নেই। কারণ, গত ম্যাচে প্রতিপক্ষের দু'গোলের জবাবে আমরা চার গোল দিয়েছি। যদি ওদের দু'গোলের জবাবে আমাদের ছেলেরা কোনও গোল দিতে না পারত, তা হলে আমার উদ্বেগের কারণ ছিল। এটাই ফুটবল। ওড়িশা কতটা শক্তিশালী দল, তা আমরা জানি। আমাদের কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে হবে এবং তার পরে জয়ের সম্ভাবনা তৈরি করতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মাঠের দিকেই তাকাই না, কোনও বোলারকে ভয় পাই না… রেকর্ড শতরান করা কিশোরের চ্যালেঞ্জ ‘পহেলা নশা-র শ্য়ুটিংয়ে পূজার স্কার্ট উড়ে গেল, আর তা দেখে পড়েই গেলেন স্পট বয়'! ভিডিয়ো: জানো আমি কী ভেবেছিলাম? ম্যাচ শেষ করব তারপর… সামনে এল রাহুল-কোহলির আড্ডা পহেলগাঁওয়ের জঙ্গি হাশিম মুসার সঙ্গে পাক সেনার যোগ? বিস্ফোরক দাবি রিপোর্টে বৈদ্যুতিক প্যাচ রাতারাতি ব্রণ কমায়? কীভাবে ব্যবহার করে এটি? ওষুধের থেকে কি ভালো জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আলোকিত দিঘা, পুনর্বাসন না পেয়ে অন্ধকারে ১৯টি পরিবার বক্স অফিসে কেশরী ২-র সঙ্গে 'জাট' ও ‘গ্রাউন্ড জিরো’র লড়াই, কার ঘরে কত লক্ষ্মী এল জঙ্গি হামলার পর অতুলকে দেখে কাশ্মীর যেতে চান অনির্বাণ পত্নী, নাট্য়কর্মী মধুরিমাও লক্ষ্মণ, আগরকরদের কাছে ইন্টারভিউ দিলেন সুনীল যোশী! BCCI CoE পদের লড়াইয়ে বড় নাম কানাডার ভোটে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে কারা? নির্বাচনী আবহে ট্রাম্পের কোন ‘অফার’?

Latest sports News in Bangla

মোহনবাগানের নির্বাচনী উত্তাপ বাড়িয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বসু ৪ ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, পকেটে প্রায় ২০০০ কোটি টাকা যতবার I-League জিতেছি, তত বছর ওরা জন্মায়নি, ইন্টার কাশীকে চরম কটাক্ষ চার্চিলের? ছুটির দিনে অফিস বন্ধ…CAS-র আদেশের বিপরীতে গিয়ে চার্চিলকে I-League ট্রফি দিল AIFF I-League নাটকে নতুন মোড়, চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণায় ক্রীড়া আদালতের স্থগিতাদেশ পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদ! ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় ভলিবল দল ৩ লাল কার্ড! উত্তপ্ত কোপা ডেল রের ফাইনালে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা মোহনবাগান কখনও হারে না! KBFCকে হারিয়ে সুপার কাপ সেমিতে উঠে হুঙ্কার দীপক টাংরির রবিবারই EPL জিততে পারে লিভারপুল! ক্লপের পর ইতিহাসে নাম লেখাতে পারবেন স্লট? Super Cup QF MBSG vs KBFC Live- কলিঙ্গে কেরল বধ মোহনবাগানের, সেমিতে সাহাল-দিপকরা

IPL 2025 News in Bangla

মাঠের দিকেই তাকাই না, কোনও বোলারকে ভয় পাই না… রেকর্ড শতরান করা কিশোরের চ্যালেঞ্জ ভিডিয়ো: জানো আমি কী ভেবেছিলাম? ম্যাচ শেষ করব তারপর… সামনে এল রাহুল-কোহলির আড্ডা GT-কে হারিয়ে IPL Points Table-এ MI-এর সুবিধে করে দিল RR, নিজেরাও দিল বড় লাফ ‘বাচ্চা’ সূর্যবংশীর তেজে খাক রশিদরা, ৩৮ বলে ১০১ করে RR-র লজ্জা রুখল, হল ১১ নজির ১৪ বছরেই IPL-এ দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির নজির RR তারকার, ঝুলিতে এল বিশ্বরেকর্ডও গৌতম গম্ভীরের আলাদা আভিজাত্য আছে… প্রাক্তন মেন্টরকে মিস করছেন KKR-এর তারকা পেসার এক ঘণ্টার মধ্যে… KKR-এর শাহরুখ মালিক হিসাবে কেমন? আক্রমের অবাক করা মন্তব্য ৭৪ নয়, IPL 2028-এ হবে ৯৪টা ম্যাচ! এবারে নতুন চ্যাম্পিয়নকে দেখতে চান অরুন ধুমাল অনিল কুম্বলে ধরালেন KKR টিম ম্য়ানেজমেন্টের ভুল! শাহরুখ খান এখনও হালছাড়তে নারাজ বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হারের জন্য দায়ী কে? কী বললেন DC মেন্টর পিটারসেন?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.