ডান হাত ছাড়াই জন্মেছিলেন। অথচ তিনিই এখন চুটিয়ে পেশাদার ফুটবল খেলছেন। বিপক্ষের ডিফেন্ডারদের ডজ দিয়ে চুটিয়ে গোলও করছেন। প্রতিবন্ধকতা তাঁর ফুটবল খেলার ইচ্ছে আর আগ্রাসনকে দমাতে পারেনি এতটুকু। মাত্র এক হাতে পেশাদার ফুটবল লিগে খেলা প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস লিখে ফেলেছেন অ্যালেক্স স্যাঞ্চেস। সেই স্প্যানিয়ার্ড এবার ভারতীয় ক্লাবে যোগ দিয়েছেন।
৯ অগস্ট ভারতীয় ফুটবলে অভিষেক হয়েছে অ্যালেক্স স্য়াঞ্চেসের। গোকুলম কেরালার জার্সিতে বুধবার মরশুমের উদ্বোধনী ম্যাচ খেলেছেন বায়ুসেনার বিরুদ্ধে। কেরালা-ভিত্তিক গোকুলম ৩১ জুলাই আসন্ন ফুটবল মরশুমের জন্য ৩৪ বছরের স্ট্রাইকারের সঙ্গে এক বছরের চুক্তি করেছিল। এবং ডুরান্ডে গোকুলমের প্রথম ম্যাচে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে তিনি প্রথম একাদশে ছিলেন। ভারতীয় ফুটবল ইতিহাসে তিনিই প্রথম স্পেশ্যাল এবিলিটি ফুটবলার।
অ্যালেক্সের যখন ১৫ বছর, তখন তাঁর কোচ উপলব্ধি করেছিলেন যে, ছোট ছেলেটার মধ্যে সম্ভাবনা রয়েছে। তাই তাঁর কোচ তাঁকে লা লিগার ক্লাব রিয়াল জারাগোজার 'সি' ডিভিশনে খেলার সুযোগ করে দেন। সেখান থেকে তাঁর ক্যারিয়ার ভালোর দিকেই মোড় নেয়। এবং একজন অপেশাদার ফুটবলার থেকে স্যাঞ্চেস শীঘ্রই পেশাদার হয়ে ওঠেন। ২০০৯ সালে অ্যালেক্স স্যাঞ্চেস ফুটবল ইতিহাসের অংশ হয়ে ওঠেন, যখন তিনি ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচে রিয়াল জারাগোজার জার্সিতে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন।
ডান-হাতের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করলেও, সেটাকে কখনও-ই গুরুত্ব দেননি স্যাঞ্চেস। তিনি সব সময়ে অন্য যে কোনও ফুটবলারের মতো আচরণ করতেই পছন্দ করেন। তাঁর দাবি, ‘আমার অক্ষমতা নিয়ে কখনও কোনও সমস্যায় পড়তে হয়নি। কারণ আমি সব সময়ে নিজেকে আমার মতো করেই গ্রহণ করেছি। আমি মনে করি যে, ফুটবল খেলা সেই বয়সে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু বল কিক করার জন্য আমার সব সময়ে দু'টি পা ছিল। এটি আমার বেড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল।’
লা লিগায় রিয়াল জারাগোজার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। এ ছাড়াও এই স্ট্রাইকার সিডি টুডেলানো, সিডি টেরুয়েল, সিএ ওসাসুনা প্রমেসাস, উতেবো এফসি এবং সিএ ওসাসুনার মতো স্প্যানিশ ক্লাবের হয়েও খেলেছেন। অ্যালেক্স স্যাঞ্চেস ফুটবল মাঠের ভিতরে এবং বাইরে অসংখ্য চ্যালেঞ্জকে জয় করেছেন। ১৫ বছরেরও বেশি সময় ধরে তাঁর সিনিয়র পেশাদার ক্যারিয়ারে তিনি ৩৮১টি ম্যাচ খেলেছেন এবং ১৭৭টি গোল করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।