বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ফের হাসপাতালে ভর্তি করতে হল কিংবদন্তি ফুটবলারকে, ঠিক কী পরিস্থিতি পেলের?

ফের হাসপাতালে ভর্তি করতে হল কিংবদন্তি ফুটবলারকে, ঠিক কী পরিস্থিতি পেলের?

পেলে।

কোলনে টিউমার থাকার কারণে কেমোথেরাপি নিতে হচ্ছে পেলেকে। সাও পাওলোর এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আবারও হাসপাতালে ভর্তি হল কিংবদন্তি ফুটবলার পেলেকে। তবে পেলে নিজেই জানিয়েছেন, তাঁকে কোলন টিউমারের চিকিৎসার জন্যই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। প্রতি মাসেই তাঁকে কেমো থেরাপি নিতে হয়। আর তার জন্যই রবিবার ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে কিংবদন্তি ফুটবলার।

পেলে তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে গাল ভরা হাসতে দেখা গিয়েছে তারকাকে। সঙ্গে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, যেহেতু আমাকে প্রতি মাসে এটা (ফলোআপ) করাতে হচ্ছে। তাই আমার চিকিৎসা চালিয়ে যেতে হাসপাতালে যাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ইতিমধ্যেই একটি বড় টিভি এবং পপকর্ন অর্ডার করেছি। যাতে আমি পরে সুপার বোল (রাগবি) দেখতে পারি। যদিও আমার বন্ধু টমব্র্যাডি খেলছে না, তবুও আমি ম্যাচটি দেখব। ভালোবাসায় পরিপূর্ণ বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।’

গত বছরই ৮১ বছরের তারকা ফুটবলারের শরীরে কোলন টিউমার ধরা পড়েছিল। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর এক অস্ত্রোপচারের মাধ্যমে সেটা বাদ দেওয়া হয় তাঁর শরীর থেকে। তবে এখনও কেমোথেরাপি নিতে হচ্ছে ফুটবল সম্রাটকে। সাও পাওলোর এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আর তার জন্যই ফের হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন